ETV Bharat / state

মোদি ভারতবর্ষের শনি, অমিত রাহু : অভিষেক - TMC

নরেন্দ্র মোদিকে ভারতবর্ষের শনি এবং অমিত শাহকে রাহু বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি শীতলখুচি ব্লকের গোসাঁইহাট এলাকায় এক জনসভা থেকে নরেন্দ্র মোদি ও BJP সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 3, 2019, 10:18 PM IST

Updated : Apr 3, 2019, 10:49 PM IST

কোচবিহার, ৩ এপ্রিল : "মোদি ভারতবর্ষের শনি, অমিত রাহু, আর দিলীপরা কেতু।" আজ এই ভাষাতেই নরেন্দ্র মোদি সহ BJP নেতৃত্বকে কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি শীতলখুচি ব্লকের গোসাঁইহাট এলাকায় এক জনসভা থেকে নরেন্দ্র মোদি ও BJP সরকারের তীব্র সমালোচনা করেন।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে অভিষেক আজ শীতলখুচির গোসাঁইহাট এলাকায় সভা করেন। এই জনসভায় তিনি বলেন, "ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর তাঁর দলের সর্বভারতীয় সভাপতি শ্যামা পোকার মতো বছরে একবার আসেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, কর্মী, সমর্থক সারা বছর মানুষের পাশে থাকেন। BJP সাধারণ মানুষের টাকা দিয়ে দিল্লিতে ১২০০ কোটি টাকা খরচ করে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে। আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, তা পালন করেছেন। আপনাকে বলা হল আপনি ব্যাঙ্কে টাকা জমা করুন। আপনি টাকা জমা করলেন। আর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হাজার হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদি, ললিত মোদিরা চলে গেল। আর চৌকিদার বসে বুড়ো আঙুল চুষছে। আমাদের এই রকম চৌকিদারের দরকার নেই।"

BJP নেতৃত্বকে আক্রমণ করে অভিষেক বলেন, "নরেন্দ্র মোদি ভারতবর্ষের শনি। অমিত শাহ ভারতবর্ষের রাহু। আর দিলীপ ঘোষেরা কেতু। এরা যতদিন থাকবে ভারতবর্ষে কোনও উন্নয়ন হবে না। মোদি সরকার ক্ষমতায় আসার পর রান্নার গ্যাসের দাম ৪০২ টাকা থেকে বেড়ে ৭৮০ টাকা হয়েছে। কেরোসিন তেলের দামও বেড়েছে।"

কোচবিহার, ৩ এপ্রিল : "মোদি ভারতবর্ষের শনি, অমিত রাহু, আর দিলীপরা কেতু।" আজ এই ভাষাতেই নরেন্দ্র মোদি সহ BJP নেতৃত্বকে কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি শীতলখুচি ব্লকের গোসাঁইহাট এলাকায় এক জনসভা থেকে নরেন্দ্র মোদি ও BJP সরকারের তীব্র সমালোচনা করেন।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে অভিষেক আজ শীতলখুচির গোসাঁইহাট এলাকায় সভা করেন। এই জনসভায় তিনি বলেন, "ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর তাঁর দলের সর্বভারতীয় সভাপতি শ্যামা পোকার মতো বছরে একবার আসেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, কর্মী, সমর্থক সারা বছর মানুষের পাশে থাকেন। BJP সাধারণ মানুষের টাকা দিয়ে দিল্লিতে ১২০০ কোটি টাকা খরচ করে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে। আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, তা পালন করেছেন। আপনাকে বলা হল আপনি ব্যাঙ্কে টাকা জমা করুন। আপনি টাকা জমা করলেন। আর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হাজার হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদি, ললিত মোদিরা চলে গেল। আর চৌকিদার বসে বুড়ো আঙুল চুষছে। আমাদের এই রকম চৌকিদারের দরকার নেই।"

BJP নেতৃত্বকে আক্রমণ করে অভিষেক বলেন, "নরেন্দ্র মোদি ভারতবর্ষের শনি। অমিত শাহ ভারতবর্ষের রাহু। আর দিলীপ ঘোষেরা কেতু। এরা যতদিন থাকবে ভারতবর্ষে কোনও উন্নয়ন হবে না। মোদি সরকার ক্ষমতায় আসার পর রান্নার গ্যাসের দাম ৪০২ টাকা থেকে বেড়ে ৭৮০ টাকা হয়েছে। কেরোসিন তেলের দামও বেড়েছে।"

sample description
Last Updated : Apr 3, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.