মাথাভাঙা, 6 অগাস্ট : নিজের গ্রামে 'দিদিকে বলো' কর্মসূচি বাতিল করতে হল শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণকে ৷ কর্মসূচিতে যোগ দিতেই পারলেন না তিনি ৷ অভিযোগ, BJP-র লোকজন তাঁর পথ আটকায় ৷ ফলে নিজের গ্রামে পৌঁছালেও কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরে যেতে হয় তাঁকে ৷ কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুরের ঘটনা ৷
আরও পড়ুন: ফাঁদ পেতেছেন মমতা, 'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ চা-শ্রমিক নেতার
মুখ্যমন্ত্রীর নির্দেশ জনসংযোগ বাড়াতে হবে ৷ সেই মতো গতকাল গোপালপুরে 'দিদিকে বলো' কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল হিতেন বর্মণের ৷ দুপুর 3টে নাগাদ গোপালপুর পৌঁছান তিনি ৷ কিন্তু, সেখানে তাঁকে আটকায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP-র কর্মী-সমর্থকরা কর্মসূচি বাতিল করতে পরিকল্পিতভাবে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে ৷ সেসময় এলাকায় পুলিশ মোতায়েন ছিল ৷ কিন্তু, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ ফলে বাধ্য হয়ে কর্মসূচি বাতিল করতে হয় হিতেন বর্মণকে ৷
আরও পড়ুন: ফোন ধরেনি কেউ, 'দিদিকে বলাই' হল না ডেঙ্গি আতঙ্কের কথা !
BJP-র তরফে বিক্ষোভ প্রদর্শনের কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ BJP-র কোচবিহার যুব মোর্চার জেলা সম্পাদক কৃষ্ণকমল বর্মণ বলেন, "আমরা চাই উনি এলাকা ছেড়ে চলে যান ৷ উনি চলে গেলে এলাকা শান্ত থাকবে ৷ উনি যখনই আসেন, উস্কানি দিয়ে যান ৷ এলাকায় সন্ত্রাস ছড়ায় ৷ মানুষ শান্তিতে বসবাস করতে পারে না ৷"
আরও পড়ুন: কোচবিহারে 'দিদিকে বলো' কর্মসূচিতে মন্ত্রী, সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP
হিতেন বর্মণ বলেন, "মমতা ব্যানার্জির নির্দেশ, আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে । 'দিদিকে বলো' কর্মসূচি অবশ্যই পালন করা হবে । তবে গণতান্ত্রিক উপায়ে আমরা 'দিদিকে বলো' কর্মসূচি পালন করব । BJP-র প্ররোচনায় পা দেব না ।"
আরও পড়ুন: 'দিদিকে বলো' নিয়ে বিতর্ক কোচবিহারে