ETV Bharat / state

পথ আটকাল BJP, নিজের গ্রামেই 'দিদিকে বলো' কর্মসূচি করতে পারলেন না বিধায়ক - বিধায়ক হিতেন বর্মণ

কোচবিহারের শীতলকুচির বিধায়ক হিতেন বর্মণের গোপালপুরে "দিদিকে বলো " কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল ৷ কিন্তু বিধায়কের কনভয় গোপালপুর পৌঁছাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মী-সমর্থকরা ৷ কর্মসূচি বাতিল করে ফিরে যেতে হয় হিতেনবাবুকে ৷

পথ আটকায় BJP কর্মী-সমর্থকরা
author img

By

Published : Aug 6, 2019, 9:50 AM IST

মাথাভাঙা, 6 অগাস্ট : নিজের গ্রামে 'দিদিকে বলো' কর্মসূচি বাতিল করতে হল শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণকে ৷ কর্মসূচিতে যোগ দিতেই পারলেন না তিনি ৷ অভিযোগ, BJP-র লোকজন তাঁর পথ আটকায় ৷ ফলে নিজের গ্রামে পৌঁছালেও কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরে যেতে হয় তাঁকে ৷ কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুরের ঘটনা ৷

আরও পড়ুন: ফাঁদ পেতেছেন মমতা, 'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ চা-শ্রমিক নেতার

মুখ্যমন্ত্রীর নির্দেশ জনসংযোগ বাড়াতে হবে ৷ সেই মতো গতকাল গোপালপুরে 'দিদিকে বলো' কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল হিতেন বর্মণের ৷ দুপুর 3টে নাগাদ গোপালপুর পৌঁছান তিনি ৷ কিন্তু, সেখানে তাঁকে আটকায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP-র কর্মী-সমর্থকরা কর্মসূচি বাতিল করতে পরিকল্পিতভাবে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে ৷ সেসময় এলাকায় পুলিশ মোতায়েন ছিল ৷ কিন্তু, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ ফলে বাধ্য হয়ে কর্মসূচি বাতিল করতে হয় হিতেন বর্মণকে ৷

didi ke bolo, mla hiten burmun, tmc, bjp agitation
বিধায়ক হিতেন বর্মণের কনভয় গোপালপুর পৌঁছাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মী-সমর্থকরা

আরও পড়ুন: ফোন ধরেনি কেউ, 'দিদিকে বলাই' হল না ডেঙ্গি আতঙ্কের কথা !

BJP-র তরফে বিক্ষোভ প্রদর্শনের কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ BJP-র কোচবিহার যুব মোর্চার জেলা সম্পাদক কৃষ্ণকমল বর্মণ বলেন, "আমরা চাই উনি এলাকা ছেড়ে চলে যান ৷ উনি চলে গেলে এলাকা শান্ত থাকবে ৷ উনি যখনই আসেন, উস্কানি দিয়ে যান ৷ এলাকায় সন্ত্রাস ছড়ায় ৷ মানুষ শান্তিতে বসবাস করতে পারে না ৷"

আরও পড়ুন: কোচবিহারে 'দিদিকে বলো' কর্মসূচিতে মন্ত্রী, সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP

হিতেন বর্মণ বলেন, "মমতা ব্যানার্জির নির্দেশ, আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে । 'দিদিকে বলো' কর্মসূচি অবশ্যই পালন করা হবে । তবে গণতান্ত্রিক উপায়ে আমরা 'দিদিকে বলো' কর্মসূচি পালন করব । BJP-র প্ররোচনায় পা দেব না ।"

আরও পড়ুন: 'দিদিকে বলো' নিয়ে বিতর্ক কোচবিহারে

মাথাভাঙা, 6 অগাস্ট : নিজের গ্রামে 'দিদিকে বলো' কর্মসূচি বাতিল করতে হল শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণকে ৷ কর্মসূচিতে যোগ দিতেই পারলেন না তিনি ৷ অভিযোগ, BJP-র লোকজন তাঁর পথ আটকায় ৷ ফলে নিজের গ্রামে পৌঁছালেও কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরে যেতে হয় তাঁকে ৷ কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুরের ঘটনা ৷

আরও পড়ুন: ফাঁদ পেতেছেন মমতা, 'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ চা-শ্রমিক নেতার

মুখ্যমন্ত্রীর নির্দেশ জনসংযোগ বাড়াতে হবে ৷ সেই মতো গতকাল গোপালপুরে 'দিদিকে বলো' কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল হিতেন বর্মণের ৷ দুপুর 3টে নাগাদ গোপালপুর পৌঁছান তিনি ৷ কিন্তু, সেখানে তাঁকে আটকায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP-র কর্মী-সমর্থকরা কর্মসূচি বাতিল করতে পরিকল্পিতভাবে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে ৷ সেসময় এলাকায় পুলিশ মোতায়েন ছিল ৷ কিন্তু, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ ফলে বাধ্য হয়ে কর্মসূচি বাতিল করতে হয় হিতেন বর্মণকে ৷

didi ke bolo, mla hiten burmun, tmc, bjp agitation
বিধায়ক হিতেন বর্মণের কনভয় গোপালপুর পৌঁছাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মী-সমর্থকরা

আরও পড়ুন: ফোন ধরেনি কেউ, 'দিদিকে বলাই' হল না ডেঙ্গি আতঙ্কের কথা !

BJP-র তরফে বিক্ষোভ প্রদর্শনের কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ BJP-র কোচবিহার যুব মোর্চার জেলা সম্পাদক কৃষ্ণকমল বর্মণ বলেন, "আমরা চাই উনি এলাকা ছেড়ে চলে যান ৷ উনি চলে গেলে এলাকা শান্ত থাকবে ৷ উনি যখনই আসেন, উস্কানি দিয়ে যান ৷ এলাকায় সন্ত্রাস ছড়ায় ৷ মানুষ শান্তিতে বসবাস করতে পারে না ৷"

আরও পড়ুন: কোচবিহারে 'দিদিকে বলো' কর্মসূচিতে মন্ত্রী, সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP

হিতেন বর্মণ বলেন, "মমতা ব্যানার্জির নির্দেশ, আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে । 'দিদিকে বলো' কর্মসূচি অবশ্যই পালন করা হবে । তবে গণতান্ত্রিক উপায়ে আমরা 'দিদিকে বলো' কর্মসূচি পালন করব । BJP-র প্ররোচনায় পা দেব না ।"

আরও পড়ুন: 'দিদিকে বলো' নিয়ে বিতর্ক কোচবিহারে

Intro:বিধায়ক এলেই সন্ত্রাস তৈরি হয় ৷ বিধায়কের নিজের গ্রামের ই "দিদিকে বলো " কর্মসূচি আটকে দিলেন BJP ৷

কোচবিহার :০৫ আগস্ট :

মুখ্যমন্ত্রীর নির্দেশে "দিদিকে বলো "কর্মসূচিতে নিজের গ্রামে প্রচারে বেড়িয়ে পরেন কোচবিহারের শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন ৷ কিন্তূ , কর্মসূচি করা ত দূরের কথা গন্তব্য স্থলে যেতেই পারলেন না বিধায়ক তার ভিটে মাটিতে ৷ আজ কোচবিহারের মাথাভাঙ্গা এক নং ব্লকের গোপালপুরে "দিদিকে বলো" কর্মসূচি ছিল ,কিন্তূ ,সেখানে পৌঁছেতেই চরম বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক ৷ কয়েকশ BJP কর্মী বিধায়কের কনভয় আটকে বিক্ষোভ দেখান ৷বিধায়কের সামনেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ৷ পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায় ৷বাধ্য হয়ে গন্তব্য স্থলে না গিয়ে ফিরে যান বিধায়ক হিতেন বর্মন ৷


সূত্রে খবর ,এদিন বিধায়ক হিতেন বর্মন গোপালপুর এলাকায় এক কর্মীর বাড়িতে বৈঠক সেরে অন্য এক কর্মীর বাড়ির উদ্দেশ্যে কর্মসূচিতে রওনা দেওয়ার সময় বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে তাঁর গাড়ি আটকে দেয়। সেখানেই বিধায়ককে বিক্ষোভের মুখেও পড়তে হয়। অবশেষে কর্মসূচী বাতিল করে তিনি মাথাভাঙা শহরের বাড়িতে ফিরে আসেন।


BJP-র অভিযোগ " হিতেন বাবু ঐ এলাকায় এলে এলাকা উত্তপ্ত হয়ে উঠে ৷তাই তিনি যেন ঐ এলাকায় না আসেন৷



বিজেপির কোচবিহার জেলা যুব মোর্চার জেলা সেক্রেটারি কৃষ্ণ কমল বর্মন জানান , “শান্ত এলাকাকে অশান্ত করার জন্য হিতেন বর্মন এসেছেন। তাই উনি যাতে এই এলাকায় না আসেন এবং এলাকা ছেড়ে চলে যান তাই তাদের এই বিক্ষোভ।”

অন্যদিকে তৃণমূল বিধায়ক হিতেন বর্মন জানান ,“মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দিদিকে বল কর্মসূচী পালন অবশ্যই করা হবে। তবে গণতান্ত্রিক উপায়ে আমরা ‘দিদিকে বল’ কর্মসূচী পালন করবো। বিজেপির প্ররোচনায় আমরা পা দিব না।”Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.