কোচবিহার, 11 অক্টোবর: মাথা ফাটিয়ে ব্যবসায়ীর থেকে 2 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা (Money Robbery) । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিনহাটার ওকড়াবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় । আহত ওই যুবক বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলু বিক্রি করে তোহিদ মোস্তাফা নামে ওই যুবক বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় কয়েকজন ফলিমারি রেলস্টেশন এলাকায় পথ আটক করে মাথা ফাটিয়ে দিয়ে দুই লক্ষ টাকা ও আলুর বন্ড পেপার নিয়ে পালিয়ে যায় । এরপর ওই যুবকের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তারা ৷ এরপর তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় (Miscreants snatch 2 lakh rupees from Businessman) ।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিন উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করলেন আলতাফ
ঘটনা প্রসঙ্গে তোহিদ মোস্তফা বলেন, "আমি আলু বিক্রি করে বাড়ি ফিরছিলাম সে সময় ফলিমারী রেলস্টেশন এলাকায় কয়েকজন ব্যক্তি আমার পথ আটকায় ৷ এরপর মারধর করে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকা ও আলুর বন্ড নিয়ে পালিয়ে যায় ।" ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।