ETV Bharat / state

Minor Suicide Attempt: আতশবাজি না-পেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালকের - commit suicide for not getting firecrackers

আতশবাজি না কিনে দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক নাবালক (Minor Suicide Attempt) ৷ বর্তমানে হাসপাতালে ভর্তি সে ৷

Minor tries to commit suicide for not getting firecrackers in Cooch Behar
Minor tries to commit suicide for not getting firecrackers in Cooch Behar
author img

By

Published : Oct 23, 2022, 8:55 PM IST

কোচবিহার, 23 অক্টোবর: আত্মহত্যার চেষ্টা করল এক নাবালক (Minor tries to commit suicide) ৷ আতশবাজি কিনে না-দেওয়ায় কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তুফানগঞ্জ বড়ইতলা এলাকায় । ওই নাবালক বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

দীপাবলি উপলক্ষে বন্ধুদের বাজি ফাটাতে দেখে আতশবাজি কেনার জন্য মায়ের কাছে বায়না ধরে তুফানগঞ্জের বড়ইতলার সপ্তম শ্রেণির পড়ুয়া উজ্জ্বল । মা বকাঝকা করায় চাষের জন্য ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালক । স্কুল পড়ুয়ার এহেন কাণ্ড দেখে তাজ্জব কর্তব্যরত চিকিৎসকরাও। মায়ের চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ওই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Commit suicide for not getting firecrackers in Cooch Behar) ।

আতশবাজি না পেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালকের

আরও পড়ুন: পরকীয়া সম্পর্কের জেরে খুন যুবক ! গ্রেফতার অভিযুক্ত মহিলা

বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার । নাবালকের মা সন্ধ্যা বিশ্বাস জানান, দীপাবলি উপলক্ষে আতশবাজি কেনার জন্য সকাল থেকেই বায়না ধরেছিল ছেলে উজ্জ্বল বসাক । আতশবাজি কিনে না দেওয়ায়, চাষের জমির জন্য রাখা বিষ সে পান করে ৷ এরপর মাটিতে লুটিয়ে পড়ে । ঘরে এসে ছেলেকে এই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে মা । পরে স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে ।

কোচবিহার, 23 অক্টোবর: আত্মহত্যার চেষ্টা করল এক নাবালক (Minor tries to commit suicide) ৷ আতশবাজি কিনে না-দেওয়ায় কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তুফানগঞ্জ বড়ইতলা এলাকায় । ওই নাবালক বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

দীপাবলি উপলক্ষে বন্ধুদের বাজি ফাটাতে দেখে আতশবাজি কেনার জন্য মায়ের কাছে বায়না ধরে তুফানগঞ্জের বড়ইতলার সপ্তম শ্রেণির পড়ুয়া উজ্জ্বল । মা বকাঝকা করায় চাষের জন্য ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালক । স্কুল পড়ুয়ার এহেন কাণ্ড দেখে তাজ্জব কর্তব্যরত চিকিৎসকরাও। মায়ের চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ওই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Commit suicide for not getting firecrackers in Cooch Behar) ।

আতশবাজি না পেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালকের

আরও পড়ুন: পরকীয়া সম্পর্কের জেরে খুন যুবক ! গ্রেফতার অভিযুক্ত মহিলা

বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার । নাবালকের মা সন্ধ্যা বিশ্বাস জানান, দীপাবলি উপলক্ষে আতশবাজি কেনার জন্য সকাল থেকেই বায়না ধরেছিল ছেলে উজ্জ্বল বসাক । আতশবাজি কিনে না দেওয়ায়, চাষের জমির জন্য রাখা বিষ সে পান করে ৷ এরপর মাটিতে লুটিয়ে পড়ে । ঘরে এসে ছেলেকে এই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে মা । পরে স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.