ETV Bharat / state

Minor girl assaulted by father কোচবিহারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাবা

নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে (Minor girl assaulted by father)। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ কোচবিহারের মাথাভাঙার ঘটনা (Coochbihar news)৷

Minor girl allegedly assaulted by father at Coochbihar
কোচবিহারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাবা
author img

By

Published : Aug 17, 2022, 1:58 PM IST

কোচবিহার, 17 অগস্ট: এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে (Minor girl assaulted by father)৷ কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ-1 গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ নিগৃহীতা নাবালিকার মা নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন । গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ । নাবালিকার মায়ের অভিযোগ, তাঁর স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন । একদিন নাকি বাড়িতে ছিলেন না কিশোরীর মা ৷ তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন । অভিযোগ, সে দিন বিকেলে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে নিজের কন্যাসন্তানকে যৌন হেনস্থা করেন তার বাবা । মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ বাড়িতে ফেরেন মেয়েটির মা-ও ৷

আরও পড়ুন: ধূমপানে বাধা দেওয়ায় ব্লেড নিয়ে হামলা, লখনউয়ে রক্তাক্ত কিশোরী

এই বিষয়ে মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানিয়েছেন, নিশিগঞ্জে নাবালিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

কোচবিহার, 17 অগস্ট: এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে (Minor girl assaulted by father)৷ কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ-1 গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ নিগৃহীতা নাবালিকার মা নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন । গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ । নাবালিকার মায়ের অভিযোগ, তাঁর স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন । একদিন নাকি বাড়িতে ছিলেন না কিশোরীর মা ৷ তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন । অভিযোগ, সে দিন বিকেলে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে নিজের কন্যাসন্তানকে যৌন হেনস্থা করেন তার বাবা । মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ বাড়িতে ফেরেন মেয়েটির মা-ও ৷

আরও পড়ুন: ধূমপানে বাধা দেওয়ায় ব্লেড নিয়ে হামলা, লখনউয়ে রক্তাক্ত কিশোরী

এই বিষয়ে মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানিয়েছেন, নিশিগঞ্জে নাবালিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.