ETV Bharat / state

কোচবিহারে তৈরি হচ্ছে পাকা সেতু, এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী

author img

By

Published : Jun 1, 2021, 8:58 AM IST

মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত সানিয়াজান নদীর উপর তৈরি হচ্ছে পাকা সেতু ৷ সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে 11 কোটি টাকা ৷ এবিষয়ে, মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান, আগামী দু'বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে সেতু বন্ধনের কাজ ৷

Minister Paresh Chandra Adhikari inspected the bridge
Minister Paresh Chandra Adhikari inspected the bridge

কোচবিহার , 1 জুন : কাঠের সেতু ভেঙে তৈরি হচ্ছে পাকা সেতু ৷ সেই সেতু পরিদর্শনেই গতকাল কোচবিহারের মেখলিগঞ্জে আসেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী । তিনি জানান, আগামী দু'বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে সেতু নির্মাণের কাজ ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত সানিয়াজান নদীর উপর তৈরি হচ্ছে এই পাকা সেতু ৷ আগে কাঠের সেতু ছিল এখানে ৷ পাকা সেতুর জন্য দাবি জানালেও এতদিন তাতে কর্ণপাত করেনি স্থানীয় স্বায়ত্ত্বশাসন ব্যবস্থা ৷

তবে নির্বাচনের ফল প্রকাশের পরই এবার সেতু নির্মাণের কাজে তৎপর পূর্ত দফতর ৷ ইতিমধ্যেই 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই সেতুর জন্য ৷ সেতুটি দৈর্ঘ্য হবে 75 মিটার ।

Minister Paresh Chandra Adhikari inspected the bridge
সেতু পরিদর্শনে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

আরও পড়ুন : যত্রতত্র পিপিই কিট, পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের

এপ্রসঙ্গে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, "মেখলিগঞ্জ ব্লকের বাকডোগরা-ফুলকাডাবড়ি অঞ্চলের ডাকুরহাটে পরিদর্শনে যাই । আগামী দুই বছরে মধ্যে সেতু নির্মাণ হয়ে যাবে । তিস্তা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নতুন ব্রিজের কাজ করলাম । অতি দ্রুত এই কাজে শেষ হবে আশা করছি । ফলে এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে ।" পূর্ত দফতরের তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা ৷

কোচবিহার , 1 জুন : কাঠের সেতু ভেঙে তৈরি হচ্ছে পাকা সেতু ৷ সেই সেতু পরিদর্শনেই গতকাল কোচবিহারের মেখলিগঞ্জে আসেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী । তিনি জানান, আগামী দু'বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে সেতু নির্মাণের কাজ ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত সানিয়াজান নদীর উপর তৈরি হচ্ছে এই পাকা সেতু ৷ আগে কাঠের সেতু ছিল এখানে ৷ পাকা সেতুর জন্য দাবি জানালেও এতদিন তাতে কর্ণপাত করেনি স্থানীয় স্বায়ত্ত্বশাসন ব্যবস্থা ৷

তবে নির্বাচনের ফল প্রকাশের পরই এবার সেতু নির্মাণের কাজে তৎপর পূর্ত দফতর ৷ ইতিমধ্যেই 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই সেতুর জন্য ৷ সেতুটি দৈর্ঘ্য হবে 75 মিটার ।

Minister Paresh Chandra Adhikari inspected the bridge
সেতু পরিদর্শনে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

আরও পড়ুন : যত্রতত্র পিপিই কিট, পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের

এপ্রসঙ্গে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, "মেখলিগঞ্জ ব্লকের বাকডোগরা-ফুলকাডাবড়ি অঞ্চলের ডাকুরহাটে পরিদর্শনে যাই । আগামী দুই বছরে মধ্যে সেতু নির্মাণ হয়ে যাবে । তিস্তা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নতুন ব্রিজের কাজ করলাম । অতি দ্রুত এই কাজে শেষ হবে আশা করছি । ফলে এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে ।" পূর্ত দফতরের তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.