কোচবিহার, 11 এপ্রিল: লকডাউনে বিপাকে পড়া মানুষের হাতে আজ খাদ্য সামগ্রী তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট ও ডাওয়াগুড়ি বাজারের শতাধিক দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে নিম্নবিত্তের মানুষের আয়।বর্তমান পরিস্থিতিতে তাঁদের দু'বেলার খাবার জুটছে না। সেকথা মাথায় রেখেই সরকারের তরফে রেশনে বিনামূল্যে চাল, গম ও আটা দেওয়ার কাজ শুরু হয়েছে। তাতেও সব মানুষের মুখে খাবার তুলে দেওয়া যাচ্ছে না। সেকথা মাথায় রেখেই এদিন পথে নেমে অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি যে বিধানসভা এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন সেই নাটাবাড়ির বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের হাতে চাল, ডাল ও আলু বিতরণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখেই বাবুরহাট ও ডাওয়াগুড়ি বাজারের দুস্থদের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করেন মন্ত্রী।
পরে এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "সাধারণ মানুষ যাতে দু'বেলা সেদ্ধ ভাতটুকু খেতে পারে সেজন্যই এই উদ্যোগ নিয়েছি।"