ETV Bharat / state

তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী BJP-তে যোগ দিতেই উচ্ছ্বাস কোচবিহারে - মিহির গোস্বামী

আজ সমস্ত জল্পনার অবসান করলেন তিনি নিজেই ৷ কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজ দিল্লিতে BJP-তে যোগ দেন ৷ তাঁর যোগদানের দৃশ্য টিভির পর্দায় দেখা মাত্র উল্লাসে ফেটে পড়েন কোচবিহারের BJP-র কর্মী-সমর্থকেরা।

mihir goswami
মিহির গোস্বামী
author img

By

Published : Nov 27, 2020, 10:46 PM IST

Updated : Nov 28, 2020, 9:40 AM IST

কোচবিহার,27 নভেম্বর : কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজ দিল্লিতে BJP-তে যোগ দেন ৷ এই খবর শুনেই উচ্ছ্বাসে মেতে উঠলেন কোচবিহারের BJP-র কর্মী-সমর্থকেরা। শুক্রবার রাতে BJP-র কোচবিহার জেলা কার্যালয়ের সামনে আবীর খেলায় মেতে ওঠেন BJP সমর্থকেরা।

3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী ৷ তারপরই শুরু হয়েছিল দল বদলের জল্পনা ৷ আজ সমস্ত জল্পনার অবসান করলেন তিনি নিজেই ৷ আজ দুপুরেই উড়ে গিয়েছিলেন দিল্লি ৷ দিল্লি বিমানবন্দরে BJP সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন ৷ দিল্লিতে BJP-র সদর কার্যালয়ে গিয়ে তিনি BJP-তে যোগ দেন ৷ রাজ্যের BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ৷

সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন,"আমি মিহির গোস্বামী ৷ সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ এক জন সদস্য হিসেবে BJP-তে যোগদান করলাম ৷" তাঁর যোগদানের দৃশ্য টিভির পর্দায় দেখা মাত্র উল্লাসে ফেটে পড়েন কোচবিহারের BJP-র কর্মী-সমর্থকেরা।

BJP নেতা অজিত রায় বলেন, "তৃণমুলে অনেকেই আছেন যাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। সম্মান দেওয়া হচ্ছে। তাঁরাও আগামীতে তৃণমূল ছেড়ে BJP-তে আসবেন।"

কোচবিহার,27 নভেম্বর : কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজ দিল্লিতে BJP-তে যোগ দেন ৷ এই খবর শুনেই উচ্ছ্বাসে মেতে উঠলেন কোচবিহারের BJP-র কর্মী-সমর্থকেরা। শুক্রবার রাতে BJP-র কোচবিহার জেলা কার্যালয়ের সামনে আবীর খেলায় মেতে ওঠেন BJP সমর্থকেরা।

3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী ৷ তারপরই শুরু হয়েছিল দল বদলের জল্পনা ৷ আজ সমস্ত জল্পনার অবসান করলেন তিনি নিজেই ৷ আজ দুপুরেই উড়ে গিয়েছিলেন দিল্লি ৷ দিল্লি বিমানবন্দরে BJP সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন ৷ দিল্লিতে BJP-র সদর কার্যালয়ে গিয়ে তিনি BJP-তে যোগ দেন ৷ রাজ্যের BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ৷

সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন,"আমি মিহির গোস্বামী ৷ সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ এক জন সদস্য হিসেবে BJP-তে যোগদান করলাম ৷" তাঁর যোগদানের দৃশ্য টিভির পর্দায় দেখা মাত্র উল্লাসে ফেটে পড়েন কোচবিহারের BJP-র কর্মী-সমর্থকেরা।

BJP নেতা অজিত রায় বলেন, "তৃণমুলে অনেকেই আছেন যাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। সম্মান দেওয়া হচ্ছে। তাঁরাও আগামীতে তৃণমূল ছেড়ে BJP-তে আসবেন।"

Last Updated : Nov 28, 2020, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.