ETV Bharat / state

নাকা চেকিং পয়েন্টে হয়রানির অভিযোগ, কোচবিহারে বিক্ষোভ শ্রমিকদের

author img

By

Published : May 31, 2020, 8:51 PM IST

গতকালই কোচবিহারে 32 জনের সোয়াবের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এরপর আজ ফের 37 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ৷ আক্রান্তদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক ৷ তাই আজ কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টে আটকানো হল ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের ।

Migrant Labourers
পরিযায়ী শ্রমিক

কোচবিহার :৩১ মে : নাকা চেকিং পয়েন্টে দীর্ঘক্ষণ আটকে । নেই পানীয় জল । নেই খাবার । দীর্ঘক্ষণ ধরে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখালেন ভিনরাজ্য থেকে আসা শ্রমিকরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টের ঘটনা ৷

বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে কোচবিহারে ফিরছিলেন কয়েকজন শ্রমিক । কিন্তু কোচবিহারে ঢোকার আগেই কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টে পুলিশ তাঁদের আটকে দেয় ৷ সেখানে পুলিশের কাছে খাবার ও পানীয় জলের জন্য অনুরোধ করেন । কিন্তু তা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । বলেন, "দু'দিন ধরে না খেয়ে বাসে করে কোচবিহারে আসছি কিন্তু এখানে নাকা পয়েন্টে দীর্ঘক্ষণ আটক করে রাখা হয়েছে । পানীয় জল এবং খাবারের জন্য অনুরোধ করা হলেও কোনও ব্যবস্থা হয়নি ।"

Migrant Labourers
পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ
এদিকে কোচবিহারের কোরানার সংক্রমণ ক্রমেই বাড়ছে । গতকালই জেলায় 32 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এরপর আজ ফের 37 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ৷ আক্রান্তদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক ৷ এই অবস্থায় জেলা প্রশাসন এবং পুলিশের তরফে আন্ত:জেলা নাকা পয়েন্টে সতর্কতা বাড়ানো হয়েছে ৷ আজ মেখলিগঞ্জের কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টেও দেখা যায় পুলিশের সক্রিয়তা ৷ শুধু তাই নয়, নাকা পয়েন্টে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে ৷ বিক্ষোভ চলাকালীন পরিযায়ী শ্রমিকদের বারবার বোঝানো হয় প্রশাসনের তরফে । পরে তাঁদের কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয় ।

কোচবিহার :৩১ মে : নাকা চেকিং পয়েন্টে দীর্ঘক্ষণ আটকে । নেই পানীয় জল । নেই খাবার । দীর্ঘক্ষণ ধরে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখালেন ভিনরাজ্য থেকে আসা শ্রমিকরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টের ঘটনা ৷

বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে কোচবিহারে ফিরছিলেন কয়েকজন শ্রমিক । কিন্তু কোচবিহারে ঢোকার আগেই কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টে পুলিশ তাঁদের আটকে দেয় ৷ সেখানে পুলিশের কাছে খাবার ও পানীয় জলের জন্য অনুরোধ করেন । কিন্তু তা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । বলেন, "দু'দিন ধরে না খেয়ে বাসে করে কোচবিহারে আসছি কিন্তু এখানে নাকা পয়েন্টে দীর্ঘক্ষণ আটক করে রাখা হয়েছে । পানীয় জল এবং খাবারের জন্য অনুরোধ করা হলেও কোনও ব্যবস্থা হয়নি ।"

Migrant Labourers
পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ
এদিকে কোচবিহারের কোরানার সংক্রমণ ক্রমেই বাড়ছে । গতকালই জেলায় 32 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এরপর আজ ফের 37 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ৷ আক্রান্তদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক ৷ এই অবস্থায় জেলা প্রশাসন এবং পুলিশের তরফে আন্ত:জেলা নাকা পয়েন্টে সতর্কতা বাড়ানো হয়েছে ৷ আজ মেখলিগঞ্জের কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টেও দেখা যায় পুলিশের সক্রিয়তা ৷ শুধু তাই নয়, নাকা পয়েন্টে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে ৷ বিক্ষোভ চলাকালীন পরিযায়ী শ্রমিকদের বারবার বোঝানো হয় প্রশাসনের তরফে । পরে তাঁদের কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয় ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.