ETV Bharat / state

কোচবিহারের চ্যাংরাবান্ধা কলসিবান্ধা নাকা পয়েন্টে আটক পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ - Migrant labours agitation Coochbehar Changrabandha area

গতকাল রাতে বেঙ্গালুরু থেকে আসা 25 জন পরিযায়ী শ্রমিকের একটি বাস কোচবিহারের চ্যাংরাবান্ধা সংলগ্ন কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টে আটক করে পুলিশ ৷ কোনওরকম খাবার বা জলের ব্যবস্থা ছাড়া সেখানেই তাঁদের সারারাত রেখে দেওয়া হয় বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে আজ তাঁরা বিক্ষোভ দেখায়৷

Migrant Labours agitation Coochbehar
hর
author img

By

Published : May 25, 2020, 4:41 PM IST

কোচবিহার , 25 মে : বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরতেই কোচবিহারের চ্যাংরাবান্ধা সংলগ্ন কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টে আটক হলেন 25 জন পরিযায়ী শ্রমিক ৷ গতকাল রাতে মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে ৷ তবে এই পরিযায়ী শ্রমিকদের অভিযোগ , সেখানে আশ্রয় ,পানীয় জল, খাবারের কোনও রকম ব্যবস্থা করা হয়নি ৷ সারারাত তাঁরা না খেয়েই ছিলেন ৷ অবশেষে এর প্রতিবাদে তাঁরা আজ সকাল থেকে বিক্ষোভ দেখান ৷ পরে তাঁরা হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হন ৷ দুই কিমি পথ হাঁটার পর মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান ৷

জানা গেছে , এই 25 জন পরিযায়ী শ্রমিকের দল বেঙ্গালুরুতে কাজ করতেন ৷ লকডাউনের পর থেকে সেখানেই আটকে ৷ তাঁদের বাড়ি কোচবিহারের জামালদহ , গোপালপুর এলাকায় ৷ অবশেষে বাড়ি ফিরে আসার জন্য তাঁরা একটি বাস ভাড়া করেন ৷ গতকাল রাতেই এই 25 জন পরিযায়ী শ্রমিকের একটি বাস কোচবিহারে ঢোকার আগেই মেখলিগঞ্জ ব্লকের আন্তজেলা নাকা চেকিং পয়েন্ট কলসিবান্ধায় আটক করা হয় ৷ মেখলিগঞ্জ থানার পুলিশ এই বাসটি আটক করে ৷ পুলিশের তরফে আজ সকালবেলা তাঁদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছিল ৷ কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থা তো নেওয়াই হয়নি ৷ এমনকী , গতকাল রাতেও ওই পরিযায়ী শ্রমিকদের জন্য থাকা , খাওয়া ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ ৷

পরিযায়ী শ্রমিকদের মধ্যে রাজু বর্মন , তাপস বর্মনরা অভিযোগ করে জানান , পুলিশ-প্রশাসনের তরফে তাঁদের আজ সকাল আটটায় প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয় ৷ কিন্তু ,গতকাল রাত থেকে না খেয়ে রয়েছেন তাঁরা ৷ পানীয়জলের কোনও ব্যবস্থা নেই ৷ এমনকী , কথামতো সোমবার সকালে প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় চেকিং পয়েন্টে বিক্ষোভ দেখান তাঁরা ৷ এরপর সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি আসার জন্য রওনা দেন ৷ দুই কিমি পথ পায়ে হেঁটে মেখলিগঞ্জ পুলিশ তাঁদের আটক করে স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারানটিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷

কোচবিহার , 25 মে : বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরতেই কোচবিহারের চ্যাংরাবান্ধা সংলগ্ন কলসিবান্ধা নাকা চেকিং পয়েন্টে আটক হলেন 25 জন পরিযায়ী শ্রমিক ৷ গতকাল রাতে মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে ৷ তবে এই পরিযায়ী শ্রমিকদের অভিযোগ , সেখানে আশ্রয় ,পানীয় জল, খাবারের কোনও রকম ব্যবস্থা করা হয়নি ৷ সারারাত তাঁরা না খেয়েই ছিলেন ৷ অবশেষে এর প্রতিবাদে তাঁরা আজ সকাল থেকে বিক্ষোভ দেখান ৷ পরে তাঁরা হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হন ৷ দুই কিমি পথ হাঁটার পর মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁদের আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান ৷

জানা গেছে , এই 25 জন পরিযায়ী শ্রমিকের দল বেঙ্গালুরুতে কাজ করতেন ৷ লকডাউনের পর থেকে সেখানেই আটকে ৷ তাঁদের বাড়ি কোচবিহারের জামালদহ , গোপালপুর এলাকায় ৷ অবশেষে বাড়ি ফিরে আসার জন্য তাঁরা একটি বাস ভাড়া করেন ৷ গতকাল রাতেই এই 25 জন পরিযায়ী শ্রমিকের একটি বাস কোচবিহারে ঢোকার আগেই মেখলিগঞ্জ ব্লকের আন্তজেলা নাকা চেকিং পয়েন্ট কলসিবান্ধায় আটক করা হয় ৷ মেখলিগঞ্জ থানার পুলিশ এই বাসটি আটক করে ৷ পুলিশের তরফে আজ সকালবেলা তাঁদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছিল ৷ কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থা তো নেওয়াই হয়নি ৷ এমনকী , গতকাল রাতেও ওই পরিযায়ী শ্রমিকদের জন্য থাকা , খাওয়া ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ ৷

পরিযায়ী শ্রমিকদের মধ্যে রাজু বর্মন , তাপস বর্মনরা অভিযোগ করে জানান , পুলিশ-প্রশাসনের তরফে তাঁদের আজ সকাল আটটায় প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয় ৷ কিন্তু ,গতকাল রাত থেকে না খেয়ে রয়েছেন তাঁরা ৷ পানীয়জলের কোনও ব্যবস্থা নেই ৷ এমনকী , কথামতো সোমবার সকালে প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় চেকিং পয়েন্টে বিক্ষোভ দেখান তাঁরা ৷ এরপর সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি আসার জন্য রওনা দেন ৷ দুই কিমি পথ পায়ে হেঁটে মেখলিগঞ্জ পুলিশ তাঁদের আটক করে স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারানটিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.