ETV Bharat / state

কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, বিক্ষোভ ভিনরাজ্য ফেরত শ্রমিকদের - Agitation of migrant labourets

মেখলিগঞ্জে সরকারি কোয়ারানটিন সেন্টারের বাইরের রাস্তায় খাবারের প্যাকেট ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা। আটকানো হয় BDO-র গাড়ি। তাঁদেরকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Coochbehar
Coochbehar
author img

By

Published : May 27, 2020, 4:05 PM IST

কোচবিহার, 27 মে :খাবার নিম্নমানের । নেই পানীয় জল। শৌচাগারও নেই । এইসব অভিযোগেই সরকারি খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা ৷ পর্যাপ্ত সরকারি ব্যবস্থার দাবিতে BDO-র গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রাও ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের সরকারি কোয়ারানটিন সেন্টারের ঘটনা৷ উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ।

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের সরকারি কোয়ারানটিন সেন্টারে ভিনরাজ্য থেকে ফেরা 87জন শ্রমিককে রাখা হয়েছে৷ কিন্তু , পর্যাপ্ত পরিষেবার অভাবের অভিযোগ তুলেছেন তাঁরা। নেই সীমানা প্রাচীর , নেই শৌচাগার৷ এমনকী ভিনরাজ্য থেকে ফেরা ওই শ্রমিকদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ এইসব অভিযোগে প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে শ্রমিকরা কোয়ারানটিন সেন্টারের বাইরের রাস্তায় খাবার ঝুলিয়ে বিক্ষোভ দেখান। আজ সকাল 8টা থেকে শুরু হয় বিক্ষোভ৷ বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের দাবি " ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের থাকার জায়গায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। খাবারের খোঁজে তাঁরা ধূলিয়াবাজারে আসছেন । এতে স্থানীয়দের মধ্যে সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখান৷

ঘটনাস্থানে আসেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং মেখলিগঞ্জ থানার পুলিশকর্মীরা৷ ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা বলেন, "আমাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পানীয় জল নেই। শৌচাগার নেই । তাই আজ আমরা কোয়ারানটিন সেন্টারের বাইরে বিক্ষোভে শামিল হয়েছি।"

অন্যদিকে ,বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৃষ্ণকান্ত রায় ,সুবল রায় জানান, "ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের সরকারিভাবে খাবার, পানীয় জলের ব্যবস্থা না থাকায় তাঁরা বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন । এর ফলে স্থানীয়রা আতঙ্কিত৷ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর অন্দোলনে নামব৷"

মেখলিগঞ্জের BDO সাঙ্গে ইউডেন ভুটিয়া এই বিষয়ে কিছু মন্তব্য করেননি। তবে ব্লক প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে৷

কোচবিহার, 27 মে :খাবার নিম্নমানের । নেই পানীয় জল। শৌচাগারও নেই । এইসব অভিযোগেই সরকারি খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা ৷ পর্যাপ্ত সরকারি ব্যবস্থার দাবিতে BDO-র গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রাও ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের সরকারি কোয়ারানটিন সেন্টারের ঘটনা৷ উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ।

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের সরকারি কোয়ারানটিন সেন্টারে ভিনরাজ্য থেকে ফেরা 87জন শ্রমিককে রাখা হয়েছে৷ কিন্তু , পর্যাপ্ত পরিষেবার অভাবের অভিযোগ তুলেছেন তাঁরা। নেই সীমানা প্রাচীর , নেই শৌচাগার৷ এমনকী ভিনরাজ্য থেকে ফেরা ওই শ্রমিকদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ এইসব অভিযোগে প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে শ্রমিকরা কোয়ারানটিন সেন্টারের বাইরের রাস্তায় খাবার ঝুলিয়ে বিক্ষোভ দেখান। আজ সকাল 8টা থেকে শুরু হয় বিক্ষোভ৷ বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের দাবি " ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের থাকার জায়গায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। খাবারের খোঁজে তাঁরা ধূলিয়াবাজারে আসছেন । এতে স্থানীয়দের মধ্যে সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখান৷

ঘটনাস্থানে আসেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং মেখলিগঞ্জ থানার পুলিশকর্মীরা৷ ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা বলেন, "আমাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পানীয় জল নেই। শৌচাগার নেই । তাই আজ আমরা কোয়ারানটিন সেন্টারের বাইরে বিক্ষোভে শামিল হয়েছি।"

অন্যদিকে ,বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৃষ্ণকান্ত রায় ,সুবল রায় জানান, "ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের সরকারিভাবে খাবার, পানীয় জলের ব্যবস্থা না থাকায় তাঁরা বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন । এর ফলে স্থানীয়রা আতঙ্কিত৷ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর অন্দোলনে নামব৷"

মেখলিগঞ্জের BDO সাঙ্গে ইউডেন ভুটিয়া এই বিষয়ে কিছু মন্তব্য করেননি। তবে ব্লক প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.