কোচবিহার , 19 জুন : প্রত্যেক বর্ষাতেই কোচবিহারের মেখলিগঞ্জের 25 নম্বর পয়স্তি গ্রামের চিত্রটা একই থাকে । তিস্তা নদীর জল বাড়লেই ডুবে যায় গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাট । বাড়ি ছাড়া হয় কয়েকশোর গ্রামবাসী । তাদের অভিযোগ, প্রশাসনকে এবিষয়ে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি । 6 মাস ধরে তিস্তা নদী ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাঁধ তৈরির কাজ চলছে । তা এখনও শেষ হয়নি । বাধ্য হয়ে এই বর্ষাতেও ঘরছাড়াদের আশ্রয় নিতে হয়েছে তিস্তার মূল বাঁধের উপর ।
গ্রামবাসীরা বলছেন, "প্রত্যেক বছর বর্ষায় সময় আমাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় কোনও সরকারি স্কুল বা বাঁধের উপরে । দীর্ঘদিন ধরে ভুক্তভোগী । কিন্তু সমস্যা মোকাবিলায় প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না ।"
অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।