ETV Bharat / state

বাড়ছে তিস্তার জল, গৃহহীন পরিবার আশ্রয় নিচ্ছে বাঁধে - rain

মেখলিগঞ্জে তিস্তার জল বাড়তেই ঘর ছাড়া বেশ কয়েকটি এলাকার মানুষ ৷ বাঁধ দেওয়া শুরু হলেও তা বর্ষার আগে শেষ হয়নি । এখন গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে তিস্তার মূল বাধের উপরে । তাদের সকলের অভিযোগ, দীর্ঘদিনের এই সমস্যার কোনও সমাধান হয়নি ।

ডুবেছে বাড়ি-ঘর
author img

By

Published : Jun 19, 2019, 2:31 PM IST

Updated : Jun 19, 2019, 3:05 PM IST

কোচবিহার , 19 জুন : প্রত্যেক বর্ষাতেই কোচবিহারের মেখলিগঞ্জের 25 নম্বর পয়স্তি গ্রামের চিত্রটা একই থাকে । তিস্তা নদীর জল বাড়লেই ডুবে যায় গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাট । বাড়ি ছাড়া হয় কয়েকশোর গ্রামবাসী । তাদের অভিযোগ, প্রশাসনকে এবিষয়ে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি । 6 মাস ধরে তিস্তা নদী ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাঁধ তৈরির কাজ চলছে । তা এখনও শেষ হয়নি । বাধ্য হয়ে এই বর্ষাতেও ঘরছাড়াদের আশ্রয় নিতে হয়েছে তিস্তার মূল বাঁধের উপর ।

গ্রামবাসীরা বলছেন, "প্রত্যেক বছর বর্ষায় সময় আমাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় কোনও সরকারি স্কুল বা বাঁধের উপরে । দীর্ঘদিন ধরে ভুক্তভোগী । কিন্তু সমস্যা মোকাবিলায় প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না ।"

অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কোচবিহার , 19 জুন : প্রত্যেক বর্ষাতেই কোচবিহারের মেখলিগঞ্জের 25 নম্বর পয়স্তি গ্রামের চিত্রটা একই থাকে । তিস্তা নদীর জল বাড়লেই ডুবে যায় গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাট । বাড়ি ছাড়া হয় কয়েকশোর গ্রামবাসী । তাদের অভিযোগ, প্রশাসনকে এবিষয়ে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি । 6 মাস ধরে তিস্তা নদী ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাঁধ তৈরির কাজ চলছে । তা এখনও শেষ হয়নি । বাধ্য হয়ে এই বর্ষাতেও ঘরছাড়াদের আশ্রয় নিতে হয়েছে তিস্তার মূল বাঁধের উপর ।

গ্রামবাসীরা বলছেন, "প্রত্যেক বছর বর্ষায় সময় আমাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় কোনও সরকারি স্কুল বা বাঁধের উপরে । দীর্ঘদিন ধরে ভুক্তভোগী । কিন্তু সমস্যা মোকাবিলায় প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না ।"

অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Intro:VISUAL BITEBody:COB Conclusion:
Last Updated : Jun 19, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.