ETV Bharat / state

MD Salim: 'পুলিশ কি দৌড়ে হাতে চুমু খেতে গিয়েছিল ?' কামড় কাণ্ডে তোপ সেলিমের - কোচবিহার

চাকরিপ্রার্থীকে পুলিশের কামড় কাণ্ডে (Police Biting Controversy) প্রশাসনের সমালোচনায় সরব হলেন মহম্মদ সেলিম (MD Salim) ৷

MD Salim reaction on Police Biting Controversy
MD Salim: "পুলিশ কি দৌড়ে হাতে চুমু খেতে গিয়েছিল ?" কামড় কাণ্ডে তোপ সেলিমের
author img

By

Published : Nov 11, 2022, 6:32 PM IST

কোচবিহার, 11 নভেম্বর: চাকরিপ্রার্থীকে পুলিশের কামড় কাণ্ডে (Police Biting Controversy) এবার মুখ খুললেন প্রবীণ বাম নেতা তথা সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) ৷ দলীয় কর্মসূচিতে কোচবিহারে এসে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখনই সেলিমকে বলতে শোনা যায়, "টেলিভিশনে সবাই দেখেছে কী হয়েছে ৷ পুলিশ কামড়ায়নি মানে কী ? পুলিশ কামড়ায়নি তো, দৌড়ে চাকরিপ্রার্থীর হাতে চুমু খেতে গিয়েছিল ?"

উল্লেখ্য, গত বুধবার কলকাতা এবং বিধাননগরে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের মধ্যে ছিলেন 41 বছরের অরুণিমা পালও (Arunima Paul) ৷ আন্দোলনকারীদের ধরপাকড় চলাকালীন হঠাৎই তাঁর দিকে ছুটে আসেন কলকাতা পুলিশের (Kolkata Police) এক মহিলা কনস্টেবল ৷ অরুণিমার হাতে সটান কামড় বসিয়ে দেন তিনি ! তাতে ওই চাকরিপ্রার্থীর হাত থেকে রক্ত বের হতে শুরু করে ৷

সরব মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন: কলকাতা পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা সুকান্তর !

ইতিমধ্যেই এ নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের ওই কর্মীর মানসিক সুস্থতা এবং প্রশিক্ষণ নিয়ে ৷ তৃণমূলের তরফে নানারকম দাবিও উঠে আসছে ৷ যেমন কেউ বলছেন, আগে চাকরিপ্রার্থী ওই পুলিশকর্মীকে কামড়েছিলেন ৷ তারপরই ওই কনস্টেবল তাঁকে পালটা কামড় দিয়েছেন ! কেউ আবার বলছেন, পুলিশকে কামড়ালে পুলিশ কি রসগোল্লা ছুড়বে ? আবার কেউ কেউ তো চাকরিপ্রার্থীদের দীর্ঘ আন্দোলন নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ কিন্তু, ঘটনা হল, আক্রান্ত হওয়ার আগে অরুণিমা পুলিশের ওই কনস্টেবলের সঙ্গে কোনও অভব্য আচরণ করেছেন, তার প্রমাণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷

এরই প্রেক্ষিতে সেলিম বলেন, এই ঘটনায় মিথ্যাচার করছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন ৷ জেনে, শুনেই আক্রান্ত চাকরিপ্রার্থীকে উলটে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে ৷ সেলিমের অভিযোগ, এর আগে কোচবিহারের শীতকুচিতে সিপিএম-এর ভাড়া করা গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল ৷ সেই ঘটনাতেও আক্রান্তকেই ফাঁসানোর চেষ্টা করা হয়েছে ৷ অরুণিমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করছেন মহম্মদ সেলিম ৷

কোচবিহার, 11 নভেম্বর: চাকরিপ্রার্থীকে পুলিশের কামড় কাণ্ডে (Police Biting Controversy) এবার মুখ খুললেন প্রবীণ বাম নেতা তথা সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) ৷ দলীয় কর্মসূচিতে কোচবিহারে এসে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখনই সেলিমকে বলতে শোনা যায়, "টেলিভিশনে সবাই দেখেছে কী হয়েছে ৷ পুলিশ কামড়ায়নি মানে কী ? পুলিশ কামড়ায়নি তো, দৌড়ে চাকরিপ্রার্থীর হাতে চুমু খেতে গিয়েছিল ?"

উল্লেখ্য, গত বুধবার কলকাতা এবং বিধাননগরে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের মধ্যে ছিলেন 41 বছরের অরুণিমা পালও (Arunima Paul) ৷ আন্দোলনকারীদের ধরপাকড় চলাকালীন হঠাৎই তাঁর দিকে ছুটে আসেন কলকাতা পুলিশের (Kolkata Police) এক মহিলা কনস্টেবল ৷ অরুণিমার হাতে সটান কামড় বসিয়ে দেন তিনি ! তাতে ওই চাকরিপ্রার্থীর হাত থেকে রক্ত বের হতে শুরু করে ৷

সরব মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন: কলকাতা পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা সুকান্তর !

ইতিমধ্যেই এ নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের ওই কর্মীর মানসিক সুস্থতা এবং প্রশিক্ষণ নিয়ে ৷ তৃণমূলের তরফে নানারকম দাবিও উঠে আসছে ৷ যেমন কেউ বলছেন, আগে চাকরিপ্রার্থী ওই পুলিশকর্মীকে কামড়েছিলেন ৷ তারপরই ওই কনস্টেবল তাঁকে পালটা কামড় দিয়েছেন ! কেউ আবার বলছেন, পুলিশকে কামড়ালে পুলিশ কি রসগোল্লা ছুড়বে ? আবার কেউ কেউ তো চাকরিপ্রার্থীদের দীর্ঘ আন্দোলন নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ কিন্তু, ঘটনা হল, আক্রান্ত হওয়ার আগে অরুণিমা পুলিশের ওই কনস্টেবলের সঙ্গে কোনও অভব্য আচরণ করেছেন, তার প্রমাণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷

এরই প্রেক্ষিতে সেলিম বলেন, এই ঘটনায় মিথ্যাচার করছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন ৷ জেনে, শুনেই আক্রান্ত চাকরিপ্রার্থীকে উলটে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে ৷ সেলিমের অভিযোগ, এর আগে কোচবিহারের শীতকুচিতে সিপিএম-এর ভাড়া করা গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল ৷ সেই ঘটনাতেও আক্রান্তকেই ফাঁসানোর চেষ্টা করা হয়েছে ৷ অরুণিমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করছেন মহম্মদ সেলিম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.