ETV Bharat / state

Mamata Banerjee: টাকা নষ্ট করে মোদিবাবু আমেরিকায় নেতা হতে গিয়েছেন, কটাক্ষ মমতার - নরেন্দ্র মোদি

সোমবার কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত ভোটের প্রচারেই ওই সভার আয়োজন করা হয় ৷ সেই সভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরকে কটাক্ষ করেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Jun 26, 2023, 1:09 PM IST

Updated : Jun 26, 2023, 1:32 PM IST

চান্দামারি (কোচবিহার), 26 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, দেশের টাকা নষ্ট করে নেতা হতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

প্রসঙ্গত, আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটের প্রচার সোমবার থেকে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে জনসভা করে তিনি প্রচার শুরু করেন ৷ জনসভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা বিজেপি আটকে রেখেছে বলেও দাবি করেন তিনি ৷

এই অভিযোগগুলি করতে করতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে আনেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওরা আমেরিকায় গিয়ে সরকারের টাকা দিয়ে, টাকা লস করে 24 হাজার ইউএস ডলার না বিলিয়ন ডলার আছে নষ্ট করে আমেরিকায় গিয়েছে সন্তুষ্ট করতে ৷ মোদিবাবু নেতা হবেন ৷’’

আরও পড়ুন: ভারত-মার্কিন সম্পর্কের নয়া যুগ শুরু হয়েছে, আমেরিকা ছাড়ার আগে মন্তব্য মোদির

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাঁচদিন ধরে তিনি সেখানে ছিলেন ৷ প্রথমে নিউইয়র্কে গিয়ে রাষ্ট্রসংঘে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ সেখানে বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গেও বৈঠক করেন ৷ তার পর ওয়াশিংটনে যান ৷ সেখানে তাঁর সম্মানে বিশেষ ডিনারের আয়োজন করা হয়েছিল ৷ তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি ৷ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ এছাড়াও আরও একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন ৷

এ দিন কোচবিহার থেকে মোদির এই সফরকে কটাক্ষ করার পাশাপাশি আরও কিছু প্রসঙ্গ তোলেন মমতা ৷ সবটাই প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে ৷ মমতা বলেন, ‘‘কখনও রাশিয়া যাচ্ছেন ৷ রাশিয়ায় গিয়ে বিমান কিনছেন ৷ কখনও ফ্রান্সে যাচ্ছেন, ওখানে গিয়ে বিমান কিনছেন ৷’’

আর এর সঙ্গে তিনি জুড়ে দেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তাঁর অভিযোগকে ৷ তিনি বলেন, ‘‘আর আমার গরিব ঘরের ভাইবোনেরা একশো দিনের কাজ করে, মাথায় মাটি তুলে... তার টাকা দিতে পারছে না ৷ এই হচ্ছে বিজেপি সরকার ৷ ডাবল ইঞ্জিন সরকার ৷’’

আরও পড়ুন: হোয়াইট হাউজের ডিনারে চাঁদের হাট, খোশ মেজাজে মোদি-বাইডেন

চান্দামারি (কোচবিহার), 26 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, দেশের টাকা নষ্ট করে নেতা হতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

প্রসঙ্গত, আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটের প্রচার সোমবার থেকে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে জনসভা করে তিনি প্রচার শুরু করেন ৷ জনসভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা বিজেপি আটকে রেখেছে বলেও দাবি করেন তিনি ৷

এই অভিযোগগুলি করতে করতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে আনেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওরা আমেরিকায় গিয়ে সরকারের টাকা দিয়ে, টাকা লস করে 24 হাজার ইউএস ডলার না বিলিয়ন ডলার আছে নষ্ট করে আমেরিকায় গিয়েছে সন্তুষ্ট করতে ৷ মোদিবাবু নেতা হবেন ৷’’

আরও পড়ুন: ভারত-মার্কিন সম্পর্কের নয়া যুগ শুরু হয়েছে, আমেরিকা ছাড়ার আগে মন্তব্য মোদির

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাঁচদিন ধরে তিনি সেখানে ছিলেন ৷ প্রথমে নিউইয়র্কে গিয়ে রাষ্ট্রসংঘে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ সেখানে বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গেও বৈঠক করেন ৷ তার পর ওয়াশিংটনে যান ৷ সেখানে তাঁর সম্মানে বিশেষ ডিনারের আয়োজন করা হয়েছিল ৷ তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি ৷ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ এছাড়াও আরও একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন ৷

এ দিন কোচবিহার থেকে মোদির এই সফরকে কটাক্ষ করার পাশাপাশি আরও কিছু প্রসঙ্গ তোলেন মমতা ৷ সবটাই প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে ৷ মমতা বলেন, ‘‘কখনও রাশিয়া যাচ্ছেন ৷ রাশিয়ায় গিয়ে বিমান কিনছেন ৷ কখনও ফ্রান্সে যাচ্ছেন, ওখানে গিয়ে বিমান কিনছেন ৷’’

আর এর সঙ্গে তিনি জুড়ে দেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তাঁর অভিযোগকে ৷ তিনি বলেন, ‘‘আর আমার গরিব ঘরের ভাইবোনেরা একশো দিনের কাজ করে, মাথায় মাটি তুলে... তার টাকা দিতে পারছে না ৷ এই হচ্ছে বিজেপি সরকার ৷ ডাবল ইঞ্জিন সরকার ৷’’

আরও পড়ুন: হোয়াইট হাউজের ডিনারে চাঁদের হাট, খোশ মেজাজে মোদি-বাইডেন

Last Updated : Jun 26, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.