ETV Bharat / state

Mamata Dig at Nisith: সীমান্তে যারা গুলি চালাবে তাদের বিরুদ্ধেও এফআইআর হবে, নিশীথকে ঠুকে আক্রমণ মমতার - Mamata in Cooch behar

সীমান্তে যারা গুলি চালাবে, তাদের বিরুদ্ধেও এফআইআর করা হবে ৷ কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে ঠুকে এই ভাষাতেই বিএসএফ-কে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Dig at Nisith
Mamata Dig at Nisith
author img

By

Published : Jun 26, 2023, 2:39 PM IST

কোচবিহার, 26 জুন: সীমান্তে যারা গুলি করবে, তাদের বিরুদ্ধেও এফআইআর হবে । কোচবিহারের সভা থেকে এ ভাবেই সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এ দিন তিনি নাম না করে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে ৷ মমতার কথায়, বিজেপির মন্ত্রী খুন করে ঘুরে বেড়ায় ৷ এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না ৷

সোমবার কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাণনাথ হাইস্কুলের ময়দানে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানেই ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে সরব হন তিনি ৷ বলেন, "কোচবিহারকে আমি খুব ভালোবাসি ৷ আপনাদের ছেলে-মেয়েদের গুলি করে মারে ৷ শুধু বর্ডারে গুলি চালায় । আমি পুলিশকে বলেছি, লক্ষ্য রাখবেন, কেউ যদি গুলি চালায়, তাহলে তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয় । এফআইআর হবে এবং সরকার ব্যবস্থা নেবে । কারণ গুলি করে মারার অধিকার কারও নেই।" এ প্রসঙ্গেই নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, "সবচেয়ে বড় দস্যু-ডাকাত, বিজেপির মন্ত্রী খুন করে বেড়ায় ৷ আর তাঁর বিরুদ্ধে কোনও মামলা হয় না ৷ একটা হোম মিনিস্টার কখনও গুন্ডা হতে পারে না ৷ পঞ্চায়েতে বিএসএফ-এর গুলি খাচ্ছে, উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন ৷ আফ্রিকা ঘুরে এসে 100 জনের কনভয় নিয়ে ঢুকে যাবেন ৷ নির্বাচনের নিয়মে কিন্তু এটার অনুমতি নেই ৷"

মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, "কোচবিহার জেলাতেও 65 হাজার মেয়েদের রূপশ্রী দিয়েছি । 1 কোটি 92 লক্ষ লক্ষ্মীর ভান্ডার দিয়েছি । আমরা লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম, দিয়েছি । এখন বিজেপি বলছে, সরকারে এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবে ।"

আরও পড়ুন: টাকা নষ্ট করে মোদিবাবু আমেরিকায় নেতা হতে গিয়েছেন, কটাক্ষ মমতার

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হবে ৷ সেই ঘোষণাকে কটাক্ষ করে এ দিন মমতা বলেন, "বিজেপি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে । লক্ষ্মীর ভান্ডার 3 হাজার করে দেবে ! কী নন্দলাল, আগে বিনে পয়সায় গ্যাস দাও । 15 লক্ষ দেবে বলেছিলে, এক পয়সায় দাওনি । আমি যা বলি, সেটা করব, করেই ছাড়ব ।"

পঞ্চায়েত ভোটে গুন্ডামি হলে মেয়েদের রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আজ বলেন, "যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, মা বোনেরা হাতা-খুন্তি নিয়ে তাড়িয়ে দেবেন । ছাত্রযুবরা মা-বোনেদের পেছন থেকে সাহায্য করবে । আর বড়রা বুদ্ধি দেবেন । পঞ্চায়েত নির্বাচনে হেরে গেলেও আমাদের কোনও চিন্তা নেই ৷ আমাদের সরকার চলে যাবে না ।"

মুখ্যমন্ত্রী বলেন, নারায়ণী সেনা ব্যাটেলিয়ান করা হয়েছে ৷ আগামী দিনে যেগুলি বাকি আছে সেগুলিও করা হবে ৷ কোনও জায়গায় জলের সমস্যা থাকলে বিডিও ও জেলাশাসককে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর কথায়, "কোচবিহারকে আমি ভালোবাসি । আমি বারবার কোচবিহারে আসি ।"

কোচবিহার, 26 জুন: সীমান্তে যারা গুলি করবে, তাদের বিরুদ্ধেও এফআইআর হবে । কোচবিহারের সভা থেকে এ ভাবেই সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এ দিন তিনি নাম না করে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে ৷ মমতার কথায়, বিজেপির মন্ত্রী খুন করে ঘুরে বেড়ায় ৷ এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না ৷

সোমবার কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাণনাথ হাইস্কুলের ময়দানে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানেই ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে সরব হন তিনি ৷ বলেন, "কোচবিহারকে আমি খুব ভালোবাসি ৷ আপনাদের ছেলে-মেয়েদের গুলি করে মারে ৷ শুধু বর্ডারে গুলি চালায় । আমি পুলিশকে বলেছি, লক্ষ্য রাখবেন, কেউ যদি গুলি চালায়, তাহলে তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয় । এফআইআর হবে এবং সরকার ব্যবস্থা নেবে । কারণ গুলি করে মারার অধিকার কারও নেই।" এ প্রসঙ্গেই নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, "সবচেয়ে বড় দস্যু-ডাকাত, বিজেপির মন্ত্রী খুন করে বেড়ায় ৷ আর তাঁর বিরুদ্ধে কোনও মামলা হয় না ৷ একটা হোম মিনিস্টার কখনও গুন্ডা হতে পারে না ৷ পঞ্চায়েতে বিএসএফ-এর গুলি খাচ্ছে, উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন ৷ আফ্রিকা ঘুরে এসে 100 জনের কনভয় নিয়ে ঢুকে যাবেন ৷ নির্বাচনের নিয়মে কিন্তু এটার অনুমতি নেই ৷"

মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, "কোচবিহার জেলাতেও 65 হাজার মেয়েদের রূপশ্রী দিয়েছি । 1 কোটি 92 লক্ষ লক্ষ্মীর ভান্ডার দিয়েছি । আমরা লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম, দিয়েছি । এখন বিজেপি বলছে, সরকারে এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবে ।"

আরও পড়ুন: টাকা নষ্ট করে মোদিবাবু আমেরিকায় নেতা হতে গিয়েছেন, কটাক্ষ মমতার

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হবে ৷ সেই ঘোষণাকে কটাক্ষ করে এ দিন মমতা বলেন, "বিজেপি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে । লক্ষ্মীর ভান্ডার 3 হাজার করে দেবে ! কী নন্দলাল, আগে বিনে পয়সায় গ্যাস দাও । 15 লক্ষ দেবে বলেছিলে, এক পয়সায় দাওনি । আমি যা বলি, সেটা করব, করেই ছাড়ব ।"

পঞ্চায়েত ভোটে গুন্ডামি হলে মেয়েদের রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আজ বলেন, "যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, মা বোনেরা হাতা-খুন্তি নিয়ে তাড়িয়ে দেবেন । ছাত্রযুবরা মা-বোনেদের পেছন থেকে সাহায্য করবে । আর বড়রা বুদ্ধি দেবেন । পঞ্চায়েত নির্বাচনে হেরে গেলেও আমাদের কোনও চিন্তা নেই ৷ আমাদের সরকার চলে যাবে না ।"

মুখ্যমন্ত্রী বলেন, নারায়ণী সেনা ব্যাটেলিয়ান করা হয়েছে ৷ আগামী দিনে যেগুলি বাকি আছে সেগুলিও করা হবে ৷ কোনও জায়গায় জলের সমস্যা থাকলে বিডিও ও জেলাশাসককে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর কথায়, "কোচবিহারকে আমি ভালোবাসি । আমি বারবার কোচবিহারে আসি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.