কোচবিহার, 31 মার্চ: তৃণমূলে যোগ দিলেন উদয়ন গুহর উপর হামলার অন্যতম অভিযুক্ত ধনঞ্জয় দেবনাথ ৷ শুক্রবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। তৃণমূলে যোগদানের পর ধনঞ্জয় দেবনাথ বলেন, "ঘটনার দিন অজয় রায় হামলা করেছিল । আমি উদয়ন গুহকে বাঁচানোর চেষ্টা করেছিলাম । কিন্তু উপায় ছিল না । অজয় রায় আমাকে ফাঁসিয়েছিল । আগে তৃণমূল করতাম । আবারও তৃণমূলে যোগ দিলাম।"
এই প্রসঙ্গে বিজেপির দিনহাটা শহরের মণ্ডল সভাপতি অজয় রায় জানান, ধনঞ্জয় তৃণমূলেই ছিল । নতুন করে যোগদানের আবার কী আছে । ওর বিরুদ্ধে তিনি মামলা করেননি । উদয়ন গুহ মামলা করেছেন ।
আরও পড়ুন : 'সংখ্যালঘু ভোট ফেরাতেই শিবপুরের ঘটনা', মমতাকে দায়ী করে পদত্যাগ দাবি শুভেন্দুর
2021 সালের বিধানসভা নির্বাচনের পর দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড়ে আক্রান্ত হয়েছিলেন বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । স্থানীয় একটি ক্লাব থেকে সেই হামলা চালানো হয়েছিল । এই হামলায় হাত ভেঙে যায় মন্ত্রীর । গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় ।
সেই ঘটনায় দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপতি অজয় রায় ও বিজেপি কর্মী ধনঞ্জয় দেবনাথ-সহ আরও বেশ কিছু বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে । বর্তমানে দু'জনেই জামিনে মুক্ত হয়েছেন । সম্প্রতি অজয় রায় ও ধনঞ্জয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে । এরপরই তৃণমূলে নতুন করে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ধনঞ্জয় দেবনাথ । শুক্রবার স্থানীয় নেতৃত্বের হাত ধরে ধনঞ্জয় তৃণমূলে যোগ দেন । এই বিষয়ে তৃণমূল নেতা সাবির সাহা চৌধুরী বলেন, "এদিন আমাদের দলে যোগ দিয়েছেন ধনঞ্জয় দেবনাথ । দলের কাজকর্ম দেখবে এবার থেকে।"