কোচবিহার, 7 এপ্রিল : ডিমের পরিবর্তে বেশ কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে শুধু আলুসেদ্ধ আর ভাত ৷ দিনহাটা (Dinhata News) এক নম্বর ব্লকের অন্তর্গত ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনন্দন গ্রামে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন গ্রামবাসীরা ৷ এর জেরে বৃহস্পতিবার আইসিডিএস সেন্টার ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা (Locals Agitation at Anganwadi Centre in Dinhata Stop Cooking) ।
তাঁদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি সেন্টারে 220 জন পড়ুয়া রয়েছে ৷ কিন্তু রান্না হয় 30-40 জনের ৷ এর বেশি পড়ুয়া এলেও এই 30-40 জনের খাবারই সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় ৷ প্রায়শই ভাত ও আলুসেদ্ধ ছাড়া কিছু মেলে না । ডিম চাইলে বলে আনা হয়নি (Locals Agitation at Dinhata Anganwadi) ।
এই কারণে বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে রান্না বন্ধ করে দেন গ্রামবাসীরা । যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী কোনও মন্তব্য করতে চাননি । তবে হেল্পার জিন্নাতুন খাতুন জানান, ডিম না থাকায় রান্না বন্ধ করে দেন গ্রামবাসীরা । দিদিমণি যা দেন, তাই রান্না করি ৷
আরও পড়ুন : Plastic Rice in Mid Day Meal : মিড ডে মিলে প্লাস্টিকের চাল ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ