কোচবিহার, 22 সেপ্টেম্বর: রুই, কাতলা কিংবা বোরোলি মাছের দেখা সারা বছরই মেলে মানসাই নদীতে । মাঝেমধ্যে বর্ষায় ইলিশও আসে । তবে বুধবার কোচবিহার শীতলকুচি ব্লকের পূর্ব ভোগডাবরি এলাকায় নদীতে স্থানীয় মৎস্যজীবীদের জালে ওঠে একটি চিতলমাছ (sitalkuchi chital fish ৷ যার ওজন 10 কেজি ! এই খবরে হইচই পড়ে গিয়েছে এলাকায় ৷ তবে কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় বিশালাকার মাছটি (Local fishermen catch huge chital fish from Mansai River in Sitalkuchi) ।
ভুটান পাহাড় থেকে নেমে এসেছে এই মানসাই নদী । জলপাইগুড়িতে জলঢাকা, কোচবিহারে মানসাই নাম নিয়ে প্রবাহিত হয়েছে । এরপর দিনহাটার গিতালদহ সীমান্তে ধরলা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে । সারা বছর এই নদীতে মাছের দেখা পাওয়া যায় । বিশেষত এই নদীর বোরোলি মাছের স্বাদের জন্য বিখ্যাত । পাশাপাশি এই মরশুমে প্রতিবছর মানসাইয়ে ইলিশ পাওয়া যায়। বাংলাদেশ কিংবা কাকদ্বীপের ইলিশের মতো স্বাদ না হলেও, তা স্বাদহীনও নয় । তবে এবছর এখনও ইলিশ দেখা যায়নি ৷
আরও পড়ুন: একটি মাছের ওজন 80 কেজি, দাম 36 হাজার টাকা, কী সেই মাছ !
ইলিশের আশাতেই বেশ কয়েকদিন ধরে মানসাই নদীতে জাল ফেলছেন স্থানীয় জেলেরা । তাদেরই একজনের জালে ওঠে এক প্রকাণ্ড চিতল (Huge Chital Fish in Sitalkuchi)। এই প্রকাণ্ড মাছটিকে দেখতে নদীপাড়ে ভিড় জমায় সাধারণ মানুষ । কিছুক্ষণের মধ্যে নদীর পাড়েই 800 টাকা প্রতি কেজি দরে চিতল মাছটি বিক্রি হয় । স্থানীয় বাসিন্দা রঞ্জিত মণ্ডল জানান, "প্রতিদিনের মতো এদিন কয়েকজন মিলে ইলিশের লোভে মানসাই নদীতে মাছ ধরতে যাই । বিকেলে হঠাৎ জাল তুলতেই দেখি এই বড় মাছটি জালে উঠেছে । অনেকদিন পর বড় চিতল মাছ ধরতে পেরে ভালো লাগছে ।"