ETV Bharat / state

গুপ্তধন খুঁজতে কোচবিহারের সুটুঙ্গা নদীতে ভিড় স্থানীয়দের

লকডাউন অমান্য করেই সুটুঙ্গা নদীতে ভিড় জমায় গ্রামবাসীরা । কয়েকদিন আগেই মিলেছে রৌপ্য মুদ্রা । তাই নদীতে গুপ্তধন খুঁজেই যাচ্ছিল স্থানীয়রা । আজ ফের নদী থেকে সোনার অলংকার পাওয়া যায় । খবর ছড়াতেই নদীতে গুপ্তধনের সন্ধানে ভিড় জমায় স্থানীয়রা ।

author img

By

Published : May 10, 2020, 8:41 PM IST

গুপ্তধনের খোঁজে নদীতে ভিড় গ্রামবাসীদের
গুপ্তধনের খোঁজে নদীতে ভিড় গ্রামবাসীদের

কোচবিহার, 10 মে : রাজার আমলের রৌপ্য মুদ্রার পর সোনার অলংকার পাওয়া যাচ্ছে কোচবিহারের সুটুঙ্গা নদীতে । তাই লকডাউন অমান্য করেই নদীতে ভিড় করে শতাধিক মানুষ । বৃহস্পতিবার সুটুঙ্গা নদীতেই পাওয়া যাচ্ছিল রুপোর মুদ্রা । সেই মুদ্রা সংগ্রহ করতে নদীতে ভিড় জমিয়েছিল গ্রামবাসীরা । ফের গুপ্তধনের সন্ধানে নদীতে নামে শতাধিক গ্রামবাসী । নদীর বালিতে প্রথমে মিলছিল রাজ আমলের রুপোর মুদ্রা । আজ নদীর বালি খননের পর বেশ কিছু সোনার অলংকারও পায় স্থানীয়রা । এই ঘটনা জানাজানি হতেই নদীতে শতাধিক মানুষ নেমে পড়ে । এই গুপ্তধন নিয়ে রীতিমতো উত্তেজনায় কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ ও উঁচলপুকুরি গ্রাম ।

বৃহস্পতিবার জামালদহের শিকারপুর এলাকায় সুটুঙ্গা নদী থেকে প্রচুর রুপোর মুদ্রা পাওয়া যায় । সেই মুদ্রাগুলো কোচবিহারের রাজ আমলের বলে জানা যায় । এরপরই গ্রামবাসীরা মুদ্রার সন্ধানে চারদিন ধরে নদীতে নেমে তল্লাশি চালাচ্ছে । আজ রুপোর মুদ্রার পাশাপাশি বেশ কিছু সোনার গয়নাও পাওয়া যায় বলে স্থানীয়রা জানায় । গ্রামবাসীদের বক্তব্য, নদী থেকে প্রাচীন রুপোর মুদ্রা ছাড়াও অনেকেই একাধিক সোনার অলংকার ও আংটি পেয়ছে । এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ নদীর তীরে ভিড় করেন ।

উল্লেখ্য, শুক্রবার মেখলিগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় এসে জমায়েত সরিয়ে 25টি মুদ্রা উদ্ধার করে । গ্রামবাসীদের সংগ্রহ করা মুদ্রাও পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছে । তারপর ফের আজ এই ঘটনা । পুলিশ জানিয়েছে, "বিষয়টি নিয়ে তদন্ত চলছে । খোঁজ নেওয়ায় হচ্ছে ।" বিশেষজ্ঞদের মতে, মুদ্রাগুলো কোচবিহার রাজার আমলের নারায়ণী মুদ্রা । তবে, প্রায় 400 বছর আগে এই মুদ্রার প্রচলন ছিল ।

কোচবিহার, 10 মে : রাজার আমলের রৌপ্য মুদ্রার পর সোনার অলংকার পাওয়া যাচ্ছে কোচবিহারের সুটুঙ্গা নদীতে । তাই লকডাউন অমান্য করেই নদীতে ভিড় করে শতাধিক মানুষ । বৃহস্পতিবার সুটুঙ্গা নদীতেই পাওয়া যাচ্ছিল রুপোর মুদ্রা । সেই মুদ্রা সংগ্রহ করতে নদীতে ভিড় জমিয়েছিল গ্রামবাসীরা । ফের গুপ্তধনের সন্ধানে নদীতে নামে শতাধিক গ্রামবাসী । নদীর বালিতে প্রথমে মিলছিল রাজ আমলের রুপোর মুদ্রা । আজ নদীর বালি খননের পর বেশ কিছু সোনার অলংকারও পায় স্থানীয়রা । এই ঘটনা জানাজানি হতেই নদীতে শতাধিক মানুষ নেমে পড়ে । এই গুপ্তধন নিয়ে রীতিমতো উত্তেজনায় কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ ও উঁচলপুকুরি গ্রাম ।

বৃহস্পতিবার জামালদহের শিকারপুর এলাকায় সুটুঙ্গা নদী থেকে প্রচুর রুপোর মুদ্রা পাওয়া যায় । সেই মুদ্রাগুলো কোচবিহারের রাজ আমলের বলে জানা যায় । এরপরই গ্রামবাসীরা মুদ্রার সন্ধানে চারদিন ধরে নদীতে নেমে তল্লাশি চালাচ্ছে । আজ রুপোর মুদ্রার পাশাপাশি বেশ কিছু সোনার গয়নাও পাওয়া যায় বলে স্থানীয়রা জানায় । গ্রামবাসীদের বক্তব্য, নদী থেকে প্রাচীন রুপোর মুদ্রা ছাড়াও অনেকেই একাধিক সোনার অলংকার ও আংটি পেয়ছে । এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ নদীর তীরে ভিড় করেন ।

উল্লেখ্য, শুক্রবার মেখলিগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় এসে জমায়েত সরিয়ে 25টি মুদ্রা উদ্ধার করে । গ্রামবাসীদের সংগ্রহ করা মুদ্রাও পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছে । তারপর ফের আজ এই ঘটনা । পুলিশ জানিয়েছে, "বিষয়টি নিয়ে তদন্ত চলছে । খোঁজ নেওয়ায় হচ্ছে ।" বিশেষজ্ঞদের মতে, মুদ্রাগুলো কোচবিহার রাজার আমলের নারায়ণী মুদ্রা । তবে, প্রায় 400 বছর আগে এই মুদ্রার প্রচলন ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.