ETV Bharat / state

Leaflet on TMC leader Name: জেলা তৃণমূল সভাপতির নামে লিফলেট বিতরণ কোচবিহারে

এবার বিভিন্ন অভিযোগে জেলা তৃণমূল সভাপতির নামে লিফলেট বিতরণ করা হল কোচবিহারে (Leaflet on TMC leader Name) ৷ এর আগে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও অন্যন্য তৃণমূল নেতার নামে লিফলেট দেওয়া হচ্ছিল ৷

author img

By

Published : Dec 31, 2022, 10:29 PM IST

ETV Bharat
Leaflet
জেলা তৃণমূল সভাপতির নামে লিফলেট বিতরণ কোচবিহারে

কোচবিহার, 31 ডিসেম্বর: লিফলেট পোস্টার বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূল নেতাদের । এবার কোচবিহার শহরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে লিফলেট পড়ে থাকাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । এ দিন সকালে কোচবিহার শহরের দেবী বাড়ি নতুন পাড়া মোড় এলাকার একাধিক জায়গায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির নামে লিফলেট পড়ে থাকতে দেখা গিয়েছে । লিফলেটগুলিতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিষয় লেখা রয়েছে । যার মধ্যে অন্যতম প্রাইমারি-সহ বহু চাকরি ও ট্রান্সফরের অভিযোগে অভিযুক্ত তিনি বলে লেখা রয়েছে (Leaflet distributed on TMC leader Name) ।

লিফলেটকে ঘিরে গত কয়েকদিন ধরে কোচবিহার তৃণমূল নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে । চলতি মাসে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামে লিফলেট ৷ একইসঙ্গে শুক্রবার দেখা গিয়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চেয়ারম্যান পার্থপ্রতিম নামে লিফলেট । এবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে লিফলেটকে ঘিরে শোরগোল পড়েছে শহরে । লিফলেটে লেখা রয়েছে, জনগণের অবগতির জন্য প্রচারিত ।

তারপরেই লেখা রয়েছে, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস বর্তমান সভাপতি ও বিগত দিনে ছাত্রনেতা অভিজিৎ দে ভৌমিক সম্পর্কে জানুন, যিনি আজকে সাধু সাজার চেষ্টা করছেন ।

  • 1) কোচবিহার শহরের বিভিন্ন কলেজে বিগত দিনে ভর্তির নামে অনার্স পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যোগ্যদের সুযোগ থেকে বঞ্চিত করা ।
  • 2) রয়েল-সহ বিভিন্ন চিট ফান্ড থেকে সাধারণ মানুষের টাকা ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া ও শিলিগুড়ির কাছে রয়েল-এর টাকা-সহ গাড়ি ছিনতাইয়ে অভিযুক্ত ( শিলিগুড়ি কোর্টে মামলা)
  • 3) এক মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাসের অভিযোগ উকিল স্বামীর ও বহু অপ্রকাশিত ঘটনা পড়ে ধামাচাপা যার পেপার কাটিং রয়েছে ।
  • 4) প্রাইমারি-সহ বহু চাকরি ও ট্রান্সফারের অভিযোগে অভিযুক্ত ।

কোচবিহার নাগরিক মঞ্চের নামে দেওয়া হচ্ছে লিফলেটগুলি ৷ এই বিষয়টি নিয়ে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, "এগুলো বিজেপির চক্রান্ত । এগুলো করে পঞ্চায়েত নির্বাচন জিততে চাইছে ।" অপরদিকে বিজেপির বিধায়ক মালতি রাভা বলেন, "ভিত্তিহীন অভিযোগ । কোচবিহারের মানুষ জানে তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত । তাই ওই লিফলেট পড়েছে ।"

জেলা তৃণমূল সভাপতির নামে লিফলেট বিতরণ কোচবিহারে

কোচবিহার, 31 ডিসেম্বর: লিফলেট পোস্টার বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূল নেতাদের । এবার কোচবিহার শহরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে লিফলেট পড়ে থাকাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । এ দিন সকালে কোচবিহার শহরের দেবী বাড়ি নতুন পাড়া মোড় এলাকার একাধিক জায়গায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির নামে লিফলেট পড়ে থাকতে দেখা গিয়েছে । লিফলেটগুলিতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিষয় লেখা রয়েছে । যার মধ্যে অন্যতম প্রাইমারি-সহ বহু চাকরি ও ট্রান্সফরের অভিযোগে অভিযুক্ত তিনি বলে লেখা রয়েছে (Leaflet distributed on TMC leader Name) ।

লিফলেটকে ঘিরে গত কয়েকদিন ধরে কোচবিহার তৃণমূল নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে । চলতি মাসে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামে লিফলেট ৷ একইসঙ্গে শুক্রবার দেখা গিয়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চেয়ারম্যান পার্থপ্রতিম নামে লিফলেট । এবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে লিফলেটকে ঘিরে শোরগোল পড়েছে শহরে । লিফলেটে লেখা রয়েছে, জনগণের অবগতির জন্য প্রচারিত ।

তারপরেই লেখা রয়েছে, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস বর্তমান সভাপতি ও বিগত দিনে ছাত্রনেতা অভিজিৎ দে ভৌমিক সম্পর্কে জানুন, যিনি আজকে সাধু সাজার চেষ্টা করছেন ।

  • 1) কোচবিহার শহরের বিভিন্ন কলেজে বিগত দিনে ভর্তির নামে অনার্স পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যোগ্যদের সুযোগ থেকে বঞ্চিত করা ।
  • 2) রয়েল-সহ বিভিন্ন চিট ফান্ড থেকে সাধারণ মানুষের টাকা ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া ও শিলিগুড়ির কাছে রয়েল-এর টাকা-সহ গাড়ি ছিনতাইয়ে অভিযুক্ত ( শিলিগুড়ি কোর্টে মামলা)
  • 3) এক মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাসের অভিযোগ উকিল স্বামীর ও বহু অপ্রকাশিত ঘটনা পড়ে ধামাচাপা যার পেপার কাটিং রয়েছে ।
  • 4) প্রাইমারি-সহ বহু চাকরি ও ট্রান্সফারের অভিযোগে অভিযুক্ত ।

কোচবিহার নাগরিক মঞ্চের নামে দেওয়া হচ্ছে লিফলেটগুলি ৷ এই বিষয়টি নিয়ে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, "এগুলো বিজেপির চক্রান্ত । এগুলো করে পঞ্চায়েত নির্বাচন জিততে চাইছে ।" অপরদিকে বিজেপির বিধায়ক মালতি রাভা বলেন, "ভিত্তিহীন অভিযোগ । কোচবিহারের মানুষ জানে তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত । তাই ওই লিফলেট পড়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.