কোচবিহার, 29 মে : নাম লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে ! কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ভেরভেরি মানাবারি গ্রামে এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে মহিলা প্রকল্পের টাকা (Lakshmi Bhandar Scheme money credited in a man bank account) । যে ব্যক্তির অ্যাকাউন্ট টাকা ঢুকছে তাঁর নাম আব্দুল কাদের ৷
তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেননি বলেও জানিয়েছেন ৷ তবে কীভাবে ঢুকল টাকা তাও তিনি বুঝতে পারছেন না। ব্যাঙ্কে পাসবুক আপডেট করার সময় তিনি বুঝতে পারেন যে টাকা ঢুকেছে, তখন জানতে পারেন যে টাকা ঢুকছে তা লক্ষ্মীর ভাণ্ডারের।
আব্দুল কাদের পেশায় টোটো চালক। ওনার স্ত্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান এবার তিনিও পাচ্ছেন। তিনি কখনও আবেদন করেননি আর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে তিনি পেলেন তা তাঁর কাছে অজানা ৷ দিন কয়েক আগে তিনি ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করান ৷ এরপরে আজ অর্থাৎ রবিবার পাসবুক চেক করলে বিষয়টি তাঁর নজরে আসে ৷ তিনি দেখেন সাত মাসে এক হাজার করে মোট সাত হাজার টাকা ঢুকেছে। তিনি সেই টাকা প্রথমে তুলতে না চাইলেও পরে তুলে নিয়েছেন।
আরও পড়ুন : রাতারাতি এক কোটি টাকার মালিক রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রী
অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্বরা ৷ তাঁদের দাবি, সব কিছুতে দুর্নীতি করছে তৃণমূল ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার জানিয়েছেন, বিষয়টি আগামিকাল দুয়ারে সরকারের শিবির রয়েছে সেখানে দেখা হবে ৷ কীভাবে এই টাকা ঢুকল তাও তদন্ত করা হবে ৷