ETV Bharat / state

মমতাকে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা কেএলও প্রধান জীবন সিংহের - কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন

ভিডিয়োর শুরুতে কোচ কামতাপুরি বাসিন্দাদের দণ্ডবত, প্রণাম এবং সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন জীবন সিংহ । ভিডিয়ো বার্তায় ‘মহারাজা’ নামে পরিচিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তোলেন তিনি ।

কেএলও প্রধানের ভিডিয়ো বার্তা
কেএলও প্রধানের ভিডিয়ো বার্তা
author img

By

Published : Jun 16, 2021, 11:40 AM IST

Updated : Jun 16, 2021, 1:26 PM IST

কোচবিহার, 16 জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহের ৷ একই ভিডিয়ো বার্তায় রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন জীবন সিংহ ৷ যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

মঙ্গলবার রাতে ওই ভিডিয়োটি প্রকাশ্যে আসে । উত্তর-পূর্ব ভারতের কোনও এক জঙ্গলে এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে বলে অনুমান পুলিশের ৷ জীবন সিংহ ছাড়াও ভিডিয়োটিতে আরও নয় জন আগ্নেয়াস্ত্রধারী কেএলও সদেস্যকে দেখা যায় ।

ভিডিয়োর শুরুতে কোচ কামতাপুরি বাসিন্দাদের দণ্ডবত, প্রণাম এবং সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন জীবন সিংহ । ভিডিয়ো বার্তায় ‘মহারাজা’ নামে পরিচিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তোলেন তিনি । অনন্ত রায়ের বিশাল সংগাঠনিক ক্ষমতা, জনপ্রিয়তা, অহিংসা নীতি দমন করার জন্য তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন জীবন সিংহ ৷

তিনি আরও বলেন কোচরাজবংশী সংগ্রাম দমন করার চক্রান্ত চলছে । ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমাদের কি অধিকার নেই, নিজের মাটি,জাতি ভাষা রক্ষা করার ? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চোর ৷ 74 বছর ধরে কামতাপুরি জনজাতিকে শোষণ করছে বহিরাগতরা । কিন্তু এখানে আমাদের রাজত্ব চলবে কোন বহিরাগতর দাদা গিরি চলবে না ।’’

কেএলও প্রধান জীবন সিংহের ভিডিয়ো বার্তা

ভিডিয়ো বার্তায় বর্তমান বিধায়কদের উদ্দেশ্য তিনি বলেন, ‘‘এই এলাকার জনগণের বিরোধিতা করবেন না ৷ যে কোনও ভাবে বহিরাগতদের হাত থেকে জাতি, মাটি রক্ষা করব ।’’ ভিডিয়ো বার্তায় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আন্তর্জাতিক আদালতে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন জীবন সিংহ ।

আরও পড়ুন : Corona Update India : সামান্য বাড়ল সংক্রমণ, কমছে মৃত্যুর সংখ্যা

প্রসঙ্গত, কিছু দিন আগেও একটি ভিডিয়ো বার্তায় রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল জীবন সিংহকে । সেখানে কোচবিহারের শীতলকুচি-সহ একাধিক জায়গায় রাজনৈতিক হিংসায় কামতাপুরি রাজবংশী মানুষদের হত্যার অভিযোগ তোলেন তিনি ৷

কোচবিহার, 16 জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহের ৷ একই ভিডিয়ো বার্তায় রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন জীবন সিংহ ৷ যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

মঙ্গলবার রাতে ওই ভিডিয়োটি প্রকাশ্যে আসে । উত্তর-পূর্ব ভারতের কোনও এক জঙ্গলে এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে বলে অনুমান পুলিশের ৷ জীবন সিংহ ছাড়াও ভিডিয়োটিতে আরও নয় জন আগ্নেয়াস্ত্রধারী কেএলও সদেস্যকে দেখা যায় ।

ভিডিয়োর শুরুতে কোচ কামতাপুরি বাসিন্দাদের দণ্ডবত, প্রণাম এবং সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন জীবন সিংহ । ভিডিয়ো বার্তায় ‘মহারাজা’ নামে পরিচিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তোলেন তিনি । অনন্ত রায়ের বিশাল সংগাঠনিক ক্ষমতা, জনপ্রিয়তা, অহিংসা নীতি দমন করার জন্য তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন জীবন সিংহ ৷

তিনি আরও বলেন কোচরাজবংশী সংগ্রাম দমন করার চক্রান্ত চলছে । ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমাদের কি অধিকার নেই, নিজের মাটি,জাতি ভাষা রক্ষা করার ? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চোর ৷ 74 বছর ধরে কামতাপুরি জনজাতিকে শোষণ করছে বহিরাগতরা । কিন্তু এখানে আমাদের রাজত্ব চলবে কোন বহিরাগতর দাদা গিরি চলবে না ।’’

কেএলও প্রধান জীবন সিংহের ভিডিয়ো বার্তা

ভিডিয়ো বার্তায় বর্তমান বিধায়কদের উদ্দেশ্য তিনি বলেন, ‘‘এই এলাকার জনগণের বিরোধিতা করবেন না ৷ যে কোনও ভাবে বহিরাগতদের হাত থেকে জাতি, মাটি রক্ষা করব ।’’ ভিডিয়ো বার্তায় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আন্তর্জাতিক আদালতে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন জীবন সিংহ ।

আরও পড়ুন : Corona Update India : সামান্য বাড়ল সংক্রমণ, কমছে মৃত্যুর সংখ্যা

প্রসঙ্গত, কিছু দিন আগেও একটি ভিডিয়ো বার্তায় রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল জীবন সিংহকে । সেখানে কোচবিহারের শীতলকুচি-সহ একাধিক জায়গায় রাজনৈতিক হিংসায় কামতাপুরি রাজবংশী মানুষদের হত্যার অভিযোগ তোলেন তিনি ৷

Last Updated : Jun 16, 2021, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.