কোচবিহার, 16 জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহের ৷ একই ভিডিয়ো বার্তায় রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন জীবন সিংহ ৷ যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
মঙ্গলবার রাতে ওই ভিডিয়োটি প্রকাশ্যে আসে । উত্তর-পূর্ব ভারতের কোনও এক জঙ্গলে এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে বলে অনুমান পুলিশের ৷ জীবন সিংহ ছাড়াও ভিডিয়োটিতে আরও নয় জন আগ্নেয়াস্ত্রধারী কেএলও সদেস্যকে দেখা যায় ।
ভিডিয়োর শুরুতে কোচ কামতাপুরি বাসিন্দাদের দণ্ডবত, প্রণাম এবং সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন জীবন সিংহ । ভিডিয়ো বার্তায় ‘মহারাজা’ নামে পরিচিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তোলেন তিনি । অনন্ত রায়ের বিশাল সংগাঠনিক ক্ষমতা, জনপ্রিয়তা, অহিংসা নীতি দমন করার জন্য তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন জীবন সিংহ ৷
তিনি আরও বলেন কোচরাজবংশী সংগ্রাম দমন করার চক্রান্ত চলছে । ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমাদের কি অধিকার নেই, নিজের মাটি,জাতি ভাষা রক্ষা করার ? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চোর ৷ 74 বছর ধরে কামতাপুরি জনজাতিকে শোষণ করছে বহিরাগতরা । কিন্তু এখানে আমাদের রাজত্ব চলবে কোন বহিরাগতর দাদা গিরি চলবে না ।’’
ভিডিয়ো বার্তায় বর্তমান বিধায়কদের উদ্দেশ্য তিনি বলেন, ‘‘এই এলাকার জনগণের বিরোধিতা করবেন না ৷ যে কোনও ভাবে বহিরাগতদের হাত থেকে জাতি, মাটি রক্ষা করব ।’’ ভিডিয়ো বার্তায় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আন্তর্জাতিক আদালতে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন জীবন সিংহ ।
আরও পড়ুন : Corona Update India : সামান্য বাড়ল সংক্রমণ, কমছে মৃত্যুর সংখ্যা
প্রসঙ্গত, কিছু দিন আগেও একটি ভিডিয়ো বার্তায় রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল জীবন সিংহকে । সেখানে কোচবিহারের শীতলকুচি-সহ একাধিক জায়গায় রাজনৈতিক হিংসায় কামতাপুরি রাজবংশী মানুষদের হত্যার অভিযোগ তোলেন তিনি ৷