কোচবিহার, 30 জুন: ফের সামনে এল কেএলও-এর বার্তা । এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বার্তা দিলেন কেএলও জঙ্গি গোষ্ঠী প্রধান । ভাইরাল হওয়া ভিডিয়োতে কেএলও জঙ্গি গোষ্ঠীর প্রধান জীবন সিংকে বলতে শোনা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোচ এবং রাজবংশীদের শত্রু। একই সঙ্গে, পরোক্ষে তৃণমূলের বিরুদ্ধেই পঞ্চায়েত ভোটে রুখে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন তিনি । জীবন সিংয়ের এই বক্তব্য সামনে আসতে চিন্তার ভাঁজ প্রশাসনের আধিকারিকদের কপালে ।
সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট । তার আগে সামনে এল জীবন সিংয়ের ভিডিয়ো বার্তা । প্রশাসন সূত্রে খবর, মায়ানমারের গোপন ডেরা থেকেই এই ভিডিয়ো বার্তা দিয়েছেন কেএলও সুপ্রিমো জীবন সিং। আর সেই ভিডিয়োবার্তা দেখে চক্ষুচড়ক গাছ প্রশাসনের শীর্ষকর্তা-সহ রাজনৈতিক মহলেরও । কী বলেছেন ভিডিয়ো বার্তায় জীবন সিং ? তিনি বলেন, "রাজ্যে নির্বাচনী আবহ চলছে। কলকাতা থেকে নেতারা এসে আমাদের জাতির মানুষদের মন ভোলানোর চেষ্টা করছে। ওরা আমাদের জাতি-মাটির শত্রু। বিধান চন্দ্র রায় ছলে-বলে-কৌশলে কোচবিহারকে কলকাতার সঙ্গে যুক্ত করেছেন। কংগ্রেসের কারণে আমাদের এখানাকার মাটি অসম, বিহার ও পশ্চিমবঙ্গে বিভক্ত হয়েছে।"
এর সঙ্গেই তিনি বাম আমলকেও বিঁধেছেন । কেএলও প্রধানের দাবি, তাঁদের লোকদের উপর ব্যাপক অত্যাচার চালিয়েছিল তৎকালীন বাম সরকার । তাঁদের জাতির মানুষদের জায়গা-জমিও কেড়ে নেওয়া হয়েছে। বাম-কংগ্রেসের সঙ্গেই ভিডিয়ো বার্তায় তৃণমূলকেও চরম আক্রমণ করেছেন জীবন সিং । তিনি বলেন, "তৃণমূল আমাদের সর্বনাশ করছে। আমরা দেখছি মমতাদিদি আমাদের আলাদা রাজ্যের বিপক্ষে। তৃণমূল আমাদের মানুষগুলোর উপর সন্ত্রাস চালাচ্ছে। আমাদের মানুষদের হত্যা করছে। এই সরকারের আমলে আমাদের মানুষদের মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। মমতাদিদি আমাদের জাতি-মাটির শত্রু।"
আরও পড়ুন: অবশেষে এল কেন্দ্রের চিঠি, আরও 6 মাস মেয়াদ বাড়ল মুখ্যসচিবের
কেএলও প্রধানের অভিযোগ, কোচ-রাজবংশী উন্নয়নের বিরোধী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "মমতাদিদি বোঝেন না কোচ-রাজবংশী জনগণের দুঃখ-দুর্দশার কথা। মমতাদিদি কোচ-রাজবংশী মানুষের আশা, আকাঙ্খায় জল ঢেলে দিয়েছে।" তবে শুধু তৃণমূল নয়, কেন্দ্রীয় সরকারও তাঁকে মারার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি ।
তিনি আরও জানান, গ্রেটার কোচবিহারের জন্য জীবন দিয়ে দেবেন । সেই সঙ্গে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে উৎখাত করবেন বলেও জানান তিনি। গোটা বিষয়টি নিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, "বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছে জীবন সিং।" অপরদিকে, বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "জীবন সিং ভারতীয় জনতা পার্টির কেউ নয়। কাজেই উনি কী মন্তব্য করবেন সেটা ওঁর ব্যাপার।"