ETV Bharat / state

মাথাভাঙায় নাবালিকা ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ

কোচবিহারের মাথাভাঙায় নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

মাথাভাঙায় নাবালিকা ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ
মাথাভাঙায় নাবালিকা ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ
author img

By

Published : Mar 27, 2021, 1:40 PM IST

মাথাভাঙা, 27 মার্চ : জামা বানাতে গিয়েছিল বছর সতেরোর এক নাবালিকা ৷ দোকানে ঢুকলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠল ৷ গতকাল ঘটনাটি ঘটে কোচবিহারের মাথাভাঙায় ৷ ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে 16 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷

গতকাল, সকালে ওই নাবালিকা স্থানীয় এক দর্জির দোকানে যায় ৷ অভিযোগ, দোকানে ঢুকলে দোকানদার শাটার নামিয়ে নাবালিকা ধর্ষণ করা হয় ৷ খবর ছড়াতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন ৷ দুপুরে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখানো হয় ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণ, ধৃত বাবা

পরিস্থিতি সামাল দিতে মাথাভাঙা থানার পুলিশ আসে, নামে RAF ৷ পরে মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷ তবে স্থানীয়রা হুঁশিয়ারি দেন, অভিযুক্তকে উপযুক্ত শাস্তি না দিলে পরবর্তীতে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন ৷

ঘটনার প্রেক্ষিতে গতরাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

মাথাভাঙা, 27 মার্চ : জামা বানাতে গিয়েছিল বছর সতেরোর এক নাবালিকা ৷ দোকানে ঢুকলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠল ৷ গতকাল ঘটনাটি ঘটে কোচবিহারের মাথাভাঙায় ৷ ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে 16 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷

গতকাল, সকালে ওই নাবালিকা স্থানীয় এক দর্জির দোকানে যায় ৷ অভিযোগ, দোকানে ঢুকলে দোকানদার শাটার নামিয়ে নাবালিকা ধর্ষণ করা হয় ৷ খবর ছড়াতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন ৷ দুপুরে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখানো হয় ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণ, ধৃত বাবা

পরিস্থিতি সামাল দিতে মাথাভাঙা থানার পুলিশ আসে, নামে RAF ৷ পরে মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷ তবে স্থানীয়রা হুঁশিয়ারি দেন, অভিযুক্তকে উপযুক্ত শাস্তি না দিলে পরবর্তীতে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন ৷

ঘটনার প্রেক্ষিতে গতরাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.