কোচবিহার,17 মে : তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে নিজের দলেরই মহিলা প্রধানের উপর হামলার অভিযোগ উঠল । অভিযোগ, তৃণমূলের এক মহিলা প্রধানের উপর দলেরই কয়েকজন কর্মী হামলা চালিয়েছে । রবিবার দুপুরে কোচবিহার- ১ ব্লকের পুটিমারি- ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় প্রধান আলেনা ইয়াসমিনের গাড়িটিকেও। জখম হন প্রধানও। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়৷
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পুঁটিমারি-ফুলেশ্বরী গ্রামে ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরে আসছেন। এছাড়াও স্থানীয় দুস্থ অসহায় মানুষ রয়েছেন। ওইসব মানুষদের ত্রাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের জন্য গ্রাম পঞ্চায়েত দপ্তরে গিয়েছিলেন প্রধান আলেনা ইয়াসমিন। কিন্তু হঠাৎ এক দল যুবক দলবল নিয়ে এসে তাঁর গাড়ির উপরে হামলা চালায় বলে অভিযোগ। গাড়ির ভাঙা কাচের আঘাতে তিনি জখম হয়েছেন।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আলেনা ইয়াসমিন বলেন, যারা হামলা চালিয়েছে তারা আগে BJP করত। এখন নিজেদের তৃণমূল পরিচয় দিয়ে এলাকায় অশান্তি করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।