ETV Bharat / state

Extramarital Affair Murder : বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের ! স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর - Husband kills wife in suspicion of extramarital affair in Cooch Behar

বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে মেরে নিজে আত্মহত্যার চেষ্টা স্বামীর (Husband kills wife in suspicion of extramarital affair in Cooch Behar) । গুরুতর আহত অবস্থায় স্বামী বর্তমানে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কালারায়ের কুঠি এলাকায় ।

Cooch Behar Crime News
স্বামী স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে
author img

By

Published : May 27, 2022, 1:03 PM IST

Updated : May 27, 2022, 1:11 PM IST

কোচবিহার, 27 মে : স্ত্রীয়ের রয়েছে অন্য কারোর সঙ্গে সম্পর্ক ! এমনটাই সন্দেহ স্বামীর ৷ এনিয়ে প্রথমে শুরু হয় ঝগড়া ৷ সেখান থেকে বচসা পরিণতি হয় ধারালো অস্ত্রের কোপে ৷ স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে (Cooch Behar Extramarital affair Murder) ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই ঘটনাস্থলে পৌঁছন পুন্ডিবাড়ি থানার পুলিশ । ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণ সরকার ও তার স্ত্রী পঞ্চমী সরকার এই দু'জনের মধ্যেই পারিবারিক অশান্তি ছিল দীর্ঘদিন ধরেই। তাদের দুই ছেলে রয়েছে ৷ নারায়ণ সরকার তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখত। বৃহস্পতিবার তার স্ত্রী পঞ্চমী সরকার বাপের বাড়ি গিয়েছিলেন সেখান থেকে রাত ন'টা নাগাদ বাড়ি ফিরে আসেন । এরপরই দু'জনের মধ্যে শুরু হয় বচসা, যা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে শুক্রবার ভোরের দিকে নারায়ণ সরকার তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে ।

আরও পড়ুন : ভিনরাজ্যে কাজে যাচ্ছিলেন স্বামী, আটকাতে আত্মহত্যা স্ত্রীর

কোপানোর কারণে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় স্ত্রী পঞ্চমী সরকারের । এরপর নারায়ণ নিজে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । পরে স্থানীয়রা ও পুন্ডিবাড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় । তাকে উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান । বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছে স্বামী নারায়ণ সরকার । নারায়ণের দাবি, ছয় বছর ধরে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিলেন ৷ তার জন্য তাদের মধ্যে অশান্তিও হত ৷ তার জন্যই এই পরিণতি ৷

কোচবিহার, 27 মে : স্ত্রীয়ের রয়েছে অন্য কারোর সঙ্গে সম্পর্ক ! এমনটাই সন্দেহ স্বামীর ৷ এনিয়ে প্রথমে শুরু হয় ঝগড়া ৷ সেখান থেকে বচসা পরিণতি হয় ধারালো অস্ত্রের কোপে ৷ স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে (Cooch Behar Extramarital affair Murder) ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই ঘটনাস্থলে পৌঁছন পুন্ডিবাড়ি থানার পুলিশ । ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণ সরকার ও তার স্ত্রী পঞ্চমী সরকার এই দু'জনের মধ্যেই পারিবারিক অশান্তি ছিল দীর্ঘদিন ধরেই। তাদের দুই ছেলে রয়েছে ৷ নারায়ণ সরকার তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখত। বৃহস্পতিবার তার স্ত্রী পঞ্চমী সরকার বাপের বাড়ি গিয়েছিলেন সেখান থেকে রাত ন'টা নাগাদ বাড়ি ফিরে আসেন । এরপরই দু'জনের মধ্যে শুরু হয় বচসা, যা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে শুক্রবার ভোরের দিকে নারায়ণ সরকার তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে ।

আরও পড়ুন : ভিনরাজ্যে কাজে যাচ্ছিলেন স্বামী, আটকাতে আত্মহত্যা স্ত্রীর

কোপানোর কারণে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় স্ত্রী পঞ্চমী সরকারের । এরপর নারায়ণ নিজে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । পরে স্থানীয়রা ও পুন্ডিবাড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় । তাকে উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান । বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছে স্বামী নারায়ণ সরকার । নারায়ণের দাবি, ছয় বছর ধরে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিলেন ৷ তার জন্য তাদের মধ্যে অশান্তিও হত ৷ তার জন্যই এই পরিণতি ৷

Last Updated : May 27, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.