ETV Bharat / state

অন্তঃসত্ত্বা স্ত্রী'র গলায় ব্লেড চালাল যুবক - মেখলিগঞ্জের ফিরিঙ্গিরডাঙার ঘটনা

কোচবিহারের মেখলিগঞ্জের ফিরিঙ্গিডাঙার ঘটনা ৷ ব্লেড চালিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি অভিযুক্তকে ৷

ছবি
author img

By

Published : Oct 31, 2019, 12:47 PM IST

কোচবিহার, 31 অক্টোবর : ব্লেড চালিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ আক্রান্ত যুবতির নাম সান্ত্বনা বর্মণ । বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ফিরিঙ্গিরডাঙার ঘটনা ৷ যুবতির বাবার বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে হলদিবাড়ি থানায় ৷ তবে, অভিযুক্ত জয়ন্ত রায় পলাতক ৷

বছর দেড়েক আগে সান্ত্বনা বর্মণের সঙ্গে হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রামের বাসিন্দা জয়ন্ত রায়ের বিয়ে হয় । স্থানীয়দের তরফে জানা গেছে, বিয়ের সাত মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোকজন ৷ পাঁচমাসের অন্তঃসত্ত্বা সান্ত্বনা এবার কালীপুজোয় বাবার বাড়ি এসেছিলেন ৷ মঙ্গলবার স্বামীর সঙ্গে পুজো দেখতে বেরোন ৷ রাতে বাড়িও ফিরে আসে দু'জনে ৷ কিন্তু ভোররাতে হঠাৎই চিৎকার শুনতে পান সান্ত্বনার মা ৷ ঘরে গিয়ে দেখেন মেয়ের গলা থেকে রক্ত পড়ছে ৷ তড়িঘড়ি হলদিবাড়ি হাসপাতালে ভরতি করা হয় সান্ত্বনাকে ৷ পরে গুরুতর অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সান্ত্বনা ৷

ঘটনায় সান্ত্বনার ভাই বিপ্লব বর্মণ হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন৷ বিপ্লব বলেন,"গত মঙ্গলবার জামাইয়ের সঙ্গে বাড়ি এসেছিল বোন ৷ পুজো দেখতে বেরিয়েছিল৷ ভোররাতে হঠাৎ চিৎকার শুনতে পাই ৷ পাশের ঘরে মা ঘুমিয়েছিল ৷ ঘরে গিয়ে দেখে বোনের গলা থেকে রক্ত ঝরছে ।"

অভিযুক্ত জয়ন্ত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ কী কারণে এই খুনের চেষ্টা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কোচবিহার, 31 অক্টোবর : ব্লেড চালিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ আক্রান্ত যুবতির নাম সান্ত্বনা বর্মণ । বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ফিরিঙ্গিরডাঙার ঘটনা ৷ যুবতির বাবার বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে হলদিবাড়ি থানায় ৷ তবে, অভিযুক্ত জয়ন্ত রায় পলাতক ৷

বছর দেড়েক আগে সান্ত্বনা বর্মণের সঙ্গে হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রামের বাসিন্দা জয়ন্ত রায়ের বিয়ে হয় । স্থানীয়দের তরফে জানা গেছে, বিয়ের সাত মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোকজন ৷ পাঁচমাসের অন্তঃসত্ত্বা সান্ত্বনা এবার কালীপুজোয় বাবার বাড়ি এসেছিলেন ৷ মঙ্গলবার স্বামীর সঙ্গে পুজো দেখতে বেরোন ৷ রাতে বাড়িও ফিরে আসে দু'জনে ৷ কিন্তু ভোররাতে হঠাৎই চিৎকার শুনতে পান সান্ত্বনার মা ৷ ঘরে গিয়ে দেখেন মেয়ের গলা থেকে রক্ত পড়ছে ৷ তড়িঘড়ি হলদিবাড়ি হাসপাতালে ভরতি করা হয় সান্ত্বনাকে ৷ পরে গুরুতর অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সান্ত্বনা ৷

ঘটনায় সান্ত্বনার ভাই বিপ্লব বর্মণ হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন৷ বিপ্লব বলেন,"গত মঙ্গলবার জামাইয়ের সঙ্গে বাড়ি এসেছিল বোন ৷ পুজো দেখতে বেরিয়েছিল৷ ভোররাতে হঠাৎ চিৎকার শুনতে পাই ৷ পাশের ঘরে মা ঘুমিয়েছিল ৷ ঘরে গিয়ে দেখে বোনের গলা থেকে রক্ত ঝরছে ।"

অভিযুক্ত জয়ন্ত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ কী কারণে এই খুনের চেষ্টা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:কালীপুজোয় শশুরবাড়িতে বেড়াতে এসে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ব্লেড চালিয়ে খুনের চেষ্টা স্বামীর ,অভিযুক্ত স্বামি পলাতক ৷

কোচবিহার :৩০ অক্টোবর :


বিয়ের পর থেকেই চলত শারীরিক এবং মানষিক অত্যাচার ,গৃহবধূর স্বামি এবং শশুরবাড়ির লোকজন অত্যাচার চালাত ৷এরপর ,থেমে থাকেনি ঘটনা ৷ গতকাল অভিযুক্ত স্বামি তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাপের বাড়ি কালিপুজোয় বেড়াতে আসে ৷ আজ বুধবার ভোরে শশুরবাড়িতেই স্ত্রীর গলায় ব্লেড চালিয়ে দেয় স্বামি ৷তখন চিত্কার শুনে ছুটে আসে মেয়ের মা৷সেই সময়েই পালিয়ে যায় জামাই (স্বামি )৷ অভিযোগ দায়ের হয় থানায় ৷

ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের ফিরিঙ্গিরডাংগা এলাকায় ৷
ওই গৃহবধূর পরিবার সুত্রে জানা যায় ,পাচঁ মাসের অন্তঃসত্ত্বা ছিল ওই গৃহবধূ ৷
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বধূকে গলায় ব্লেড চালিয়ে খুন করার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে অনেন ওই গৃহবধূর পরিবার । গৃহবধূর নাম সান্তনা বর্মন। বর্তমানে সে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক ভাবে ভর্তি আছেন । এই বিষয়ে হলদিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করা হয় গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে৷


ঘটনার পরই অভিযুক্ত স্বামী পলাতক।তাঁর খোঁজ চালাচ্ছে হলদিবাড়ি থানার পুলিশ।
গৃহবধূর ভাই বিপ্লব বর্মন হলদিবাড়ি থানায় অভিযোগ করেন ৷ বিপ্লব বর্মনের অভিযোগ "দেড় বছর আগে তার বোন সান্তনা বর্মনের সঙ্গে হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জয়ন্ত রায়ের সঙ্গে বিয়ে হয়।অভিযোগ , বিয়ের সাত মাস পর থেকেই ছোট বোনের ওপর অত্যাচার শুরু করে শ্বশুর বাড়ির লোকজন।তাদের বাড়ির কালী পুজো উপলক্ষে বোন বাড়িতে আসে। গত মঙ্গলবার সান্তনা তাঁর স্বামীর সঙ্গে কালীপুজায় বেড়াতে যায় । রাতে বাড়ি ফিরে আমাদের বাড়িতেই থাকে।ভোর রাতে হঠাৎই সান্তনা চিৎকার করে ওঠে।পাশের ঘরে মা শুয়েছিল , বোনের চিৎকার শুনে বোনের ঘরে গিয়ে দেখে বোনের গলা দিয়ে রক্ত ঝরছে।তখন ,তাঁকে উদ্ধার করে প্রথমে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যাই।সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে সেখানেই চিকিসাধীন।"


অন্যদিকে , হলদিবাড়ি থানার আই সি দেবাশিষ বসু জানান,অভিযোগ পেয়েছি । ঘটিনার তদন্ত করে ,অভিযুক্তকে খুব দ্রুত গ্রেফতার করা হবে।"Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.