ETV Bharat / state

রাস্তার দাবিতে অনশনে বসার সিদ্ধান্ত - Block administration

ভোটবয়কটের ডাকে মিলেছিল প্রতিশ্রুতি, ভোটপর্ব মিটে গেলেও দেখা নেই রাস্তার । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী 157 জামালদহ চিতিয়ারডাঙ্গা গ্রামের ঘটনা ।

রাস্তার দাবিতে অনশনে বসার সিদ্ধান্ত
author img

By

Published : Aug 14, 2019, 3:23 PM IST

Updated : Aug 15, 2019, 3:42 PM IST

কোচবিহার, 14 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী 157 জামালদহ চিতিয়ারডাঙ্গা । এই গ্রামে ঢোকার রাস্তা বেহাল । বছরের পর বছর সংস্কার করার আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি । রাস্তা সংস্কারের দাবিতে গত পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়েছিল গ্রামবাসীরা । শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে গ্রামের মানুষ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল । কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও রাস্তা পাকা হয়নি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গ্রামবাসীদের অভিযোগ, "একমাত্র রাস্তা আজ ব্যবহার করতে পারছি না । গ্রামে যাতায়াতের ভালো রাস্তা নেই । স্থানীয় নেতা এবং প্রশাসন বার বার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে । কেউ কাজ করছে না ৷ আমরা রাস্তা চাই । আমরা প্রশাসনের দপ্তরে অনশনে বসব ।" অন্যদিকে, এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে ৷

মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক নেতা উদয় রায় বলেন, "গ্রামবাসীরা অনেক দিন ধরে সমস্যায় আছে । আমাদের (প্রাক্তন) সাংসদ বিজয় চন্দ্র বর্মণ ওই গ্রামে কয়েকবার গেছেন ৷ রাস্তাটি সংস্কার করার জন্য আমরাও চেষ্টা করছি ।"

কোচবিহার, 14 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী 157 জামালদহ চিতিয়ারডাঙ্গা । এই গ্রামে ঢোকার রাস্তা বেহাল । বছরের পর বছর সংস্কার করার আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি । রাস্তা সংস্কারের দাবিতে গত পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়েছিল গ্রামবাসীরা । শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে গ্রামের মানুষ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল । কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও রাস্তা পাকা হয়নি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গ্রামবাসীদের অভিযোগ, "একমাত্র রাস্তা আজ ব্যবহার করতে পারছি না । গ্রামে যাতায়াতের ভালো রাস্তা নেই । স্থানীয় নেতা এবং প্রশাসন বার বার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে । কেউ কাজ করছে না ৷ আমরা রাস্তা চাই । আমরা প্রশাসনের দপ্তরে অনশনে বসব ।" অন্যদিকে, এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে ৷

মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক নেতা উদয় রায় বলেন, "গ্রামবাসীরা অনেক দিন ধরে সমস্যায় আছে । আমাদের (প্রাক্তন) সাংসদ বিজয় চন্দ্র বর্মণ ওই গ্রামে কয়েকবার গেছেন ৷ রাস্তাটি সংস্কার করার জন্য আমরাও চেষ্টা করছি ।"

Intro:ভোটবয়কটের ডাকে মিলেছিল প্রতিশ্রুতিই ,ভোটপর্ব মিটে গেলেও সীমান্তের গ্রামে নেই রাস্তা ৷

কোচবিহারের :১৩ আগস্ট :

রাস্তা দিয়ে যানবাহন ত দূরের কথা পথ চলতি মানুষেরই ঘটে বিপদ ৷এ কেমন রাস্তা যেখান দিয়ে হাঁটতে চায়না গ্রামের মানুষ !৷ হাঁটলে বিপদ হয় তাই রাস্তাদিয়ে যাতায়াতই করাই ঝুঁকি ৷গত পঞ্চায়েত ভোটে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের মানুষ ,সেদিনও প্রতিশ্রুতি দিয়েছেন ব্লক প্রশাসন সহ স্থানীয় তৃনমূল নেতারা ৷কিন্তূ ,করেননি প্রতিশ্রুতি পূরন ৷ এর ,অনেকদিন কেঁটে যায় ,আসে লোকসভা ভোট ৷গ্রামের মানুষ সবাই একজোট হয়ে ভোট বয়কটের ডাক দেন ৷সেদিনও ছুটে আসেন ব্লক প্রশাসন ৷ এমনকি স্থানীয় তৃনমূল নেতা সহ খোঁজও নেন সাংসদও ৷ সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছেন ভোট পর্ব মিটে গেলেই মিলবে পাকা রাস্তা ৷কিন্তূ ,ব্লক প্রশাসন এবং স্থানীয় তৃনমূল নেতাদের প্রতিশ্রুতি বাস্তবে কোন মিল দেখছেন না ওই গ্রামের মানুষ ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী "১৫৭ জামালদহ চিতিয়ারডাঙ্গা " গ্রামে একমাত্র প্রবেশের একমাত্র রাস্তা বেহাল।এমন বেহাল বছরের পর বছর ধরে বেহাল রাস্তা পাকা করার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ । বেহাল রাস্তার পাশাপাশি নদী ভাঙন সহ গ্রামের একাধিক অনুন্নয়নের অভিযোগ এনে গত পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা।দুই ক্ষেত্রেই শেষ অবধি প্রসাশনের আশ্বাসে গ্রামের মানুষ সেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু ভোটপর্ব মিটে যাবার পরেও পাকা রাস্তা এবং উন্নয়নের বিষয়ে তাঁরা কোনও আশার আলো দেখতে পাননি । এই অভিযোগ এনে এবার অনশন আন্দোলনে বসার সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধের পাশাপাশি ব্লক প্রশাসনের দপ্তরের সামনে অনশন আন্দোলনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রামা সরকার ,নির্মল রায় নামে গ্রাম বাসীদের অভিযোগ "একমাত্র রাস্তা আজ ব্যবহার করতে পারছি না ,তাঁদের গ্রামে যাতায়াতের ভালো রাস্তা নেই ,স্থানীয় নেতা এবং প্রশাসন শুধু প্রতিশ্রুতিই দিয়েছে বার বার ,কেউ কাজ করছে না ৷আমরা রাস্তা চাই , আমরা প্রশাসনের দপ্তরে অনশনে বসবো "৷

ঐ বিষয়ে মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় "অভিযোগ এবং আবেদন গুলো দেখাঁ হবে "৷

মেখলিগঞ্জ তৃনমূল কংগ্রেসের ব্লক নেতা উদয় রায় জানান "ওই গ্রামটি অনেক দিন ধরে সমস্যায় আছে , আমাদের সাংসদ বিজয় চন্দ্র বর্মন(প্রাক্তন ) ওই গ্রামে কয়েকবার গেছেন ৷ রাস্তাটি সঠিকভাবে সংস্কার করার বিষয়ে আমরাও চেষ্টা করছি "৷Body:COB Conclusion:
Last Updated : Aug 15, 2019, 3:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.