ETV Bharat / state

কোচবিহার সীমান্ত এলাকার উন্নয়নের বাজেট কোটি টাকার - কোচবিহার সীমান্ত উন্নয়ন

কোচবিহার পৌরসভার সীমান্ত এলাকার উন্নয়নে তৈরি হল বড়সড় বাজেট ৷

p
ছবি
author img

By

Published : Feb 27, 2020, 2:35 PM IST

কোচবিহার , 27 ফেব্রুয়ারি : 2020-21 এর অর্থবর্ষে কোচবিহার সীমান্ত এলাকার উন্নয়নে প্রায় 31 কোটি টাকার বাজেট তৈরি করল কোচবিহার জেলা প্রশাসন ৷ মূলত ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই তৈরি হয়েছে এই বাজেট ৷ রাস্তা তৈরি থেকে পানীয় জলের পরিষেবা সহ একাধিক উন্নয়নে বড় অঙ্কের টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

এই বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, যে 2020-21 অর্থবর্ষের জন্য সীমান্ত এলাকার উন্নয়নে ৩০ কোটি টাকার উপর একটি বাজেট তৈরি করা হয়েছে । BSF কিছু প্রস্তাব দিয়েছে । সেগুলো ওই প্রকল্পে ঢোকানো হয়েছে ।

জানা গিয়েছে, কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । প্রতিবছরই সীমান্তের গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজ হলেও সেখানে উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে বারবার । তাই এবার নতুন অর্থবর্ষ শুরুর আগে থেকেই পরিকল্পনা করে প্রশাসন এগোতে চাইছে । জেলার ১২ টি ব্লকের প্রশাসনের কর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়ার পাশাপাশি BSF-র কাছ থেকেও প্রস্তাব নেওয়া হয়েছে । তার ভিত্তিতেই আগামী অর্থবর্ষে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের ( BADP) মাধ্যমে কাজগুলি করা হবে । জেলা প্রশাসনের কর্তাদের অভিমত আগাম পরিকল্পনা নেওয়ার ফলে যে অর্থবর্ষের কাজ সেই অর্থবর্ষেই শেষ করা যাবে ।

কোচবিহার , 27 ফেব্রুয়ারি : 2020-21 এর অর্থবর্ষে কোচবিহার সীমান্ত এলাকার উন্নয়নে প্রায় 31 কোটি টাকার বাজেট তৈরি করল কোচবিহার জেলা প্রশাসন ৷ মূলত ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই তৈরি হয়েছে এই বাজেট ৷ রাস্তা তৈরি থেকে পানীয় জলের পরিষেবা সহ একাধিক উন্নয়নে বড় অঙ্কের টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

এই বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, যে 2020-21 অর্থবর্ষের জন্য সীমান্ত এলাকার উন্নয়নে ৩০ কোটি টাকার উপর একটি বাজেট তৈরি করা হয়েছে । BSF কিছু প্রস্তাব দিয়েছে । সেগুলো ওই প্রকল্পে ঢোকানো হয়েছে ।

জানা গিয়েছে, কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । প্রতিবছরই সীমান্তের গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজ হলেও সেখানে উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে বারবার । তাই এবার নতুন অর্থবর্ষ শুরুর আগে থেকেই পরিকল্পনা করে প্রশাসন এগোতে চাইছে । জেলার ১২ টি ব্লকের প্রশাসনের কর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়ার পাশাপাশি BSF-র কাছ থেকেও প্রস্তাব নেওয়া হয়েছে । তার ভিত্তিতেই আগামী অর্থবর্ষে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের ( BADP) মাধ্যমে কাজগুলি করা হবে । জেলা প্রশাসনের কর্তাদের অভিমত আগাম পরিকল্পনা নেওয়ার ফলে যে অর্থবর্ষের কাজ সেই অর্থবর্ষেই শেষ করা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.