ETV Bharat / state

Durga Puja 2022: ওষুধের র‍্যাপার দিয়ে 4 ইঞ্চির দুর্গাপ্রতিমা, তাক লাগালেন কোচবিহারের গৃহবধূ - ওষুধের র‍্যাপার দিয়ে 4 ইঞ্চি দুর্গাপ্রতিমা

আসন্ন দুর্গাপুজো (Durga Puja 2022) তার আগে একের পর এক থিম এনে চমক দিচ্ছে বিভিন্ন পুজো কমিটিগুলি ৷ আর এরই মাঝে চার ইঞ্চি উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে ফেললেন কোচবিহারের এক গৃহবধূ ৷ তবে মাটি দিয়ে নয় ৷

Housewife makes 8 inch Durga idol with medicine wrapper in Cooch Behar
Durga Puja 2022
author img

By

Published : Sep 11, 2022, 10:41 PM IST

কোচবিহার, 11 সেপ্টেম্বর: ওষুধের র‍্যাপার দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কোচবিহারের দেবীবাড়ি এলাকার গৃহবধূ সোমা মুখোপাধ্যায়। মাত্র চার ইঞ্চি উচ্চতার ওই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে দু'মাস । ঘনিষ্ঠদের কাছ থেকে ওষুধের র‍্যাপার সংগ্রহ করে বাড়িতে বসেই ওই প্রতিমা তৈরি করেছেন সোমা (Durga Puja 2022) ।

গত বেশ কয়েকবছর ধরেই পুজোর আগে এই ধরনের রকমারি জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন তিনি । আগের বছর সোমা রান্নাঘরে ব্যবহৃত 26 রকমের মশলা ও খাদ্যশস্য দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন । শুকনো লঙ্কার ডাঁটি দিয়ে দেবীদুর্গার ত্রিশুল বানিয়ে ছিলেন, তেমনই আদার আঁশ দিয়ে তৈরি করেছিলেন চুল ।

2020 সালে সোমা একটি দেশলাই কাঠির ওপর মডেলিং ক্লে দিয়ে 0.6 সেন্টিমিটার উচ্চতার দুর্গা তৈরি করেছিলেন । সিল্কের সুতো দিয়ে দুর্গার চুল ও সোনামুখি সুঁচের ভাঙা একটি টুকরো দিয়ে ত্রিশুল তৈরি করেছিলেন তিনি । এছাড়াও 2018 সালে 5 ইঞ্চি ও 2019 সালে 4 ইঞ্চি উচ্চতার দুর্গা গড়েছিলেন মডেলিং ক্লে দিয়ে । সোমা বলেন, "আগে একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম আমি । সেসময় পুজোর ছুটিতে আমাদের মডেল তৈরি করতে দেওয়া হয়েছিল । আমি তখন একটি ছোট্ট প্রতিমা গড়ি । বহু মানুষ প্রশংসা করেন । সেখানে থেকেই প্রতিমা তৈরির ভাবনা আসে ।"

সোমার স্বামী সৈকত মুখোপাধ্যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত । ছেলে এলাহাবাদে পড়াশোনা করেন । বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি হাতের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি । হঠাৎ অন্যরকম সামগ্রী দিয়ে প্রতিমা তৈরির চিন্তাভাবনা কেন? সোমা বলেন, "প্রতি বছরই নতুন নতুন সামগ্রী দিয়ে প্রতিমা গড়ার পরিকল্পনা রয়েছে আমার । সবাই উৎসাহিত করে বলে প্রতিমা গড়তে আমার ভালো লাগে ৷" (Housewife makes 8 inch Durga idol with medicine wrapper in Cooch Behar)

ওষুধের র‍্যাপার দিয়ে 4 ইঞ্চি দুর্গাপ্রতিমা তৈরি কোচবিহারের গৃহবধূর

আরও পড়ুন: বড়দেবীর দুর্গাপুজো বিশ্বের 'সবচেয়ে পুরনো', স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

ইতিমধ্যে সোমার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ৷ পৃথিবীর সবচেয়ে ছোট গান্ধি মূর্তি বানিয়ে তিনি এই খেতাব পান ৷ এছাড়া সপরিবারে সবচেয়ে ছোট দুর্গা বানানোর রেকর্ডও রয়েছে সোমার ঝুলিতে ৷

কোচবিহার, 11 সেপ্টেম্বর: ওষুধের র‍্যাপার দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কোচবিহারের দেবীবাড়ি এলাকার গৃহবধূ সোমা মুখোপাধ্যায়। মাত্র চার ইঞ্চি উচ্চতার ওই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে দু'মাস । ঘনিষ্ঠদের কাছ থেকে ওষুধের র‍্যাপার সংগ্রহ করে বাড়িতে বসেই ওই প্রতিমা তৈরি করেছেন সোমা (Durga Puja 2022) ।

গত বেশ কয়েকবছর ধরেই পুজোর আগে এই ধরনের রকমারি জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন তিনি । আগের বছর সোমা রান্নাঘরে ব্যবহৃত 26 রকমের মশলা ও খাদ্যশস্য দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন । শুকনো লঙ্কার ডাঁটি দিয়ে দেবীদুর্গার ত্রিশুল বানিয়ে ছিলেন, তেমনই আদার আঁশ দিয়ে তৈরি করেছিলেন চুল ।

2020 সালে সোমা একটি দেশলাই কাঠির ওপর মডেলিং ক্লে দিয়ে 0.6 সেন্টিমিটার উচ্চতার দুর্গা তৈরি করেছিলেন । সিল্কের সুতো দিয়ে দুর্গার চুল ও সোনামুখি সুঁচের ভাঙা একটি টুকরো দিয়ে ত্রিশুল তৈরি করেছিলেন তিনি । এছাড়াও 2018 সালে 5 ইঞ্চি ও 2019 সালে 4 ইঞ্চি উচ্চতার দুর্গা গড়েছিলেন মডেলিং ক্লে দিয়ে । সোমা বলেন, "আগে একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম আমি । সেসময় পুজোর ছুটিতে আমাদের মডেল তৈরি করতে দেওয়া হয়েছিল । আমি তখন একটি ছোট্ট প্রতিমা গড়ি । বহু মানুষ প্রশংসা করেন । সেখানে থেকেই প্রতিমা তৈরির ভাবনা আসে ।"

সোমার স্বামী সৈকত মুখোপাধ্যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত । ছেলে এলাহাবাদে পড়াশোনা করেন । বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি হাতের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি । হঠাৎ অন্যরকম সামগ্রী দিয়ে প্রতিমা তৈরির চিন্তাভাবনা কেন? সোমা বলেন, "প্রতি বছরই নতুন নতুন সামগ্রী দিয়ে প্রতিমা গড়ার পরিকল্পনা রয়েছে আমার । সবাই উৎসাহিত করে বলে প্রতিমা গড়তে আমার ভালো লাগে ৷" (Housewife makes 8 inch Durga idol with medicine wrapper in Cooch Behar)

ওষুধের র‍্যাপার দিয়ে 4 ইঞ্চি দুর্গাপ্রতিমা তৈরি কোচবিহারের গৃহবধূর

আরও পড়ুন: বড়দেবীর দুর্গাপুজো বিশ্বের 'সবচেয়ে পুরনো', স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

ইতিমধ্যে সোমার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ৷ পৃথিবীর সবচেয়ে ছোট গান্ধি মূর্তি বানিয়ে তিনি এই খেতাব পান ৷ এছাড়া সপরিবারে সবচেয়ে ছোট দুর্গা বানানোর রেকর্ডও রয়েছে সোমার ঝুলিতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.