ETV Bharat / state

কোরোনা সংক্রমণ ও বর্ষায় থমকে কোচবিহারের "হাউজ় ফর অল" প্রকল্পের কাজ - হাউজ় ফর অল প্রকল্প

বাসিন্দারা জানিয়েছেন, লকডাউন ও বর্ষার কারণে ঘরের কাজ শুরু করা যাবে না । তাই টাকা নেওয়া হয়নি ।

House for all project
House for all project
author img

By

Published : Aug 20, 2020, 9:00 PM IST

কোচবিহার, 20 অগাস্ট : একদিকে কোরোনা সংক্রমণ তার উপর বৃষ্টি । এই দুইয়ের ধাক্কায় কোচবিহার পৌর এলাকায় থমকে "হাউজ় ফর অল" প্রকল্পের কাজ । টাকা এসে পড়ে রয়েছে পৌরসভায় । উপভোক্তাদের একাংশের অভিযোগ, কোরোনা আতঙ্কে একদিকে শ্রমিক মিলছে না তার উপর বর্ষা । ফলে কাজ শুরু হয়েও পড়ে রয়েছে ।

কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "কোরোনা সংক্রমণের জেরে "হাউজ় ফর অল" প্রকল্পের কাজে কিছুটা গতি কমেছে । আশা করি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে ।"

কোচবিহার পৌরসভা সূত্রে জানা গেছে, "হাউজ় ফর অল" প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 3 লাখ 43 হাজার টাকা দেয় পৌরসভা । এজন্য উপভোক্তাদের 25 হাজার টাকা দিতে হয় । 2015-16 অর্থবর্ষে "হাউজ় ফর অল" প্রকল্পের মাধ্যমে শহরের 92টি বাড়ি তৈরির জন্য 3 কোটি 15 লাখ 56 হাজার টাকা এসেছিল । সেই টাকা দিয়ে সবক'টি বাড়ি তৈরি করা হয়েছে ।

ওই বাড়িগুলি তৈরির পর 2016-17 অর্থবর্ষে 517টি বাড়ির অনুমোদন মেলে । এর মাঝে 297টি বাড়ির জন্য 10 কোটি 10 লাখ 71হাজার টাকা বরাদ্দ করা হয় । প্রথম কিস্তিতে 6 কোটি 44 লাখ টাকা আসে । সেই টাকা উপভোক্তাদের দিয়ে দেওয়া হয় । তারা সেই কাজও শুরু করেন । এরই মধ্যে কোরোনা সংক্রমণের কারণে লকডাউন শুরু হতেই কাজ থমকে যায় ।

এদিকে 2018-19 অর্থবর্ষে 638টি বাড়ির জন্য প্রথম কিস্তি বাবদ 2 কোটি 51 লাখ টাকা মার্চ মাসের শুরুতে লকডাউনের আগে আসে । সেই টাকা মাত্র কয়েকজন উপভোক্তা নিলেও কোরোনা সংক্রমণ ও বর্ষার কারণে অনেকেই সেই প্রথম কিস্তির টাকা নেননি । ফলে পৌরসভায় সেই টাকা পড়েই রয়েছে ।

কোচবিহার, 20 অগাস্ট : একদিকে কোরোনা সংক্রমণ তার উপর বৃষ্টি । এই দুইয়ের ধাক্কায় কোচবিহার পৌর এলাকায় থমকে "হাউজ় ফর অল" প্রকল্পের কাজ । টাকা এসে পড়ে রয়েছে পৌরসভায় । উপভোক্তাদের একাংশের অভিযোগ, কোরোনা আতঙ্কে একদিকে শ্রমিক মিলছে না তার উপর বর্ষা । ফলে কাজ শুরু হয়েও পড়ে রয়েছে ।

কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "কোরোনা সংক্রমণের জেরে "হাউজ় ফর অল" প্রকল্পের কাজে কিছুটা গতি কমেছে । আশা করি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে ।"

কোচবিহার পৌরসভা সূত্রে জানা গেছে, "হাউজ় ফর অল" প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 3 লাখ 43 হাজার টাকা দেয় পৌরসভা । এজন্য উপভোক্তাদের 25 হাজার টাকা দিতে হয় । 2015-16 অর্থবর্ষে "হাউজ় ফর অল" প্রকল্পের মাধ্যমে শহরের 92টি বাড়ি তৈরির জন্য 3 কোটি 15 লাখ 56 হাজার টাকা এসেছিল । সেই টাকা দিয়ে সবক'টি বাড়ি তৈরি করা হয়েছে ।

ওই বাড়িগুলি তৈরির পর 2016-17 অর্থবর্ষে 517টি বাড়ির অনুমোদন মেলে । এর মাঝে 297টি বাড়ির জন্য 10 কোটি 10 লাখ 71হাজার টাকা বরাদ্দ করা হয় । প্রথম কিস্তিতে 6 কোটি 44 লাখ টাকা আসে । সেই টাকা উপভোক্তাদের দিয়ে দেওয়া হয় । তারা সেই কাজও শুরু করেন । এরই মধ্যে কোরোনা সংক্রমণের কারণে লকডাউন শুরু হতেই কাজ থমকে যায় ।

এদিকে 2018-19 অর্থবর্ষে 638টি বাড়ির জন্য প্রথম কিস্তি বাবদ 2 কোটি 51 লাখ টাকা মার্চ মাসের শুরুতে লকডাউনের আগে আসে । সেই টাকা মাত্র কয়েকজন উপভোক্তা নিলেও কোরোনা সংক্রমণ ও বর্ষার কারণে অনেকেই সেই প্রথম কিস্তির টাকা নেননি । ফলে পৌরসভায় সেই টাকা পড়েই রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.