মাথাভাঙা, 17 জুন : হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙার একটি বয়েজ হস্টেলে (Hanging Body of College Student recoverd in Mathabhanga Cooch Behar) ৷ স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত ছাত্রের নাম প্রশান্ত বর্মন ৷ তিনি মাথাভাঙা কলেজে ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ । খবর যায় প্রশান্তের বাড়িতেও ৷ পরিবারের সদস্যরা তড়িঘড়ি হস্টেলে যান ৷ পরিবারের তরফে অভিযোগ, প্রশান্ত আত্মহত্যা করেনি, তাঁকে খুন করা হয়েছে ৷ কয়েকদিন আগে হস্টেলে তাঁকে ব়্যাগিং করা হয়েছে ৷ তাই বাড়ি ফেরার কথা থাকলেও যাননি প্রশান্ত ৷ তবে তাঁর সঙ্গে থাকা অন্য দুই বন্ধুর মধ্যে দু'জনই বাড়ি চলে যান ৷
আরও পড়ুন : রিষড়ায় বিজেপি নেত্রী ও স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
প্রশান্ত একাই হস্টেলে ছিলেন ৷ মৃত ছাত্রের বাবা রাধাকান্ত বর্মন অভিযোগ করে বলেন, "আত্মহত্যা করেনি প্রশান্ত ৷ ওর শরীরে ধুলো রয়েছে, ওকে খুন করা হয়েছে ৷" বৃহস্পতিবার বিকেলে মাথাভাঙা থানায় পুলিশের দ্বারস্থ হন ছাত্রের বাবা ৷ ঠিক কী কারণে এমন ঘটনা, তা স্পষ্ট নয় ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷