ETV Bharat / state

পুজোয় নতুন জামা না পেয়ে আত্মঘাতী কিশোরী !

পুজোর জন্য বাবার কাছে নতুন জামা আবদার করেছিল সুষমা । কিন্তু , সেইসময় হাতে টাকা ছিল না । তাই সুষমার বাবা বলেন, এখন জামা কিনে দিতে পারবেন না । পরিবারের বক্তব্য , এরপরই সুষমাকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় ।

author img

By

Published : Oct 15, 2020, 1:51 PM IST

coochbehar
ছবিটির প্রতীকী

কোচবিহার , 15 অক্টোবর : কোচবিহারে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতার নাম সুষমা বর্মণ (16) । পরিবারের বক্তব্য , পুজোয় নতুন জামা কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী হয়েছে সে । কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের গুমানিহাট গ্রামের ঘটনা ।


ওই কিশোরীর বাবা দিনমজুরের কাজ করেন । পরিবার সূত্রে জানা গেছে , তাঁদের সামান্য কিছু চাষের জমি থাকলেও প্রতিবেশী কৃষকদের জমিতে এবং অন্যের বাড়িতেও মাঝে মাঝে দিনমজুরির কাজ করেন তার বাবা । সামনেই পুজো । তাই ওই কিশোরী নতুন জামার আবদার করেছিল বাবার কাছে । কিন্তু পরিবারের অবস্থা খুব একটা ভালো না । তার উপর লকডাউনে অবস্থা আরও শোচনীয় । তাই এখন জামা কিনে দিতে পারবেন না বলে জানিয়ে দেন সুষমার বাবা । এরপরই গতকাল পরিবারের লোকজন তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে ।

ওই কিশোরীর বাবা লক্ষ্মীকান্ত বর্মণ বলেন , মেয়ে পুজোতে জামা কেনার আবদার করে । ওই সময় হাতে টাকা ছিল না । কয়েকদিন পরে কিনে দিতাম । কিন্তু মেয়ে বুঝতে পারেনি । গতকাল বাড়ি ফাঁকা থাকায় মেয়ে আত্মঘাতী হয় । " তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কোচবিহার , 15 অক্টোবর : কোচবিহারে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতার নাম সুষমা বর্মণ (16) । পরিবারের বক্তব্য , পুজোয় নতুন জামা কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী হয়েছে সে । কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের গুমানিহাট গ্রামের ঘটনা ।


ওই কিশোরীর বাবা দিনমজুরের কাজ করেন । পরিবার সূত্রে জানা গেছে , তাঁদের সামান্য কিছু চাষের জমি থাকলেও প্রতিবেশী কৃষকদের জমিতে এবং অন্যের বাড়িতেও মাঝে মাঝে দিনমজুরির কাজ করেন তার বাবা । সামনেই পুজো । তাই ওই কিশোরী নতুন জামার আবদার করেছিল বাবার কাছে । কিন্তু পরিবারের অবস্থা খুব একটা ভালো না । তার উপর লকডাউনে অবস্থা আরও শোচনীয় । তাই এখন জামা কিনে দিতে পারবেন না বলে জানিয়ে দেন সুষমার বাবা । এরপরই গতকাল পরিবারের লোকজন তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে ।

ওই কিশোরীর বাবা লক্ষ্মীকান্ত বর্মণ বলেন , মেয়ে পুজোতে জামা কেনার আবদার করে । ওই সময় হাতে টাকা ছিল না । কয়েকদিন পরে কিনে দিতাম । কিন্তু মেয়ে বুঝতে পারেনি । গতকাল বাড়ি ফাঁকা থাকায় মেয়ে আত্মঘাতী হয় । " তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.