কোচবিহার, 24 মে : মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী (Guideline to Stop the Salary of Ankita Adhikary) ৷ এই অভিযোগের পর হাইকোর্টের রায়ে চাকরি থেকে বরখাস্ত এবং বেতন ফেরতের নির্দেশিকা জারি হয় অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে ৷ অবশেষে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ পৌঁছল বিদ্যালয়ে ।
এই বিষয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সোমবার এই নির্দেশ পাঠিয়েছেন অঙ্কিতার স্কুল ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে । অঙ্কিতার বিষয়ে অভিযোগ ওঠে, বাবার রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষিকার চাকরি নেন অঙ্কিতা । এই অভিযোগ করেছেন রাষ্ট্রবিজ্ঞানের মেধাতালিকার ওয়েটিং লিস্টে থাকা ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। এমন অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি (SSC Recruitment Scam) ৷
গত শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ হাইকোর্ট অঙ্কিতার বেতন বন্ধের এবং যতদিন তিনি কাজ করেছেন অর্থাৎ 41 মাসের বেতন দুই কিস্তির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি হাইকোর্টের আরও নির্দেশ যে, অঙ্কিতা কিংবা তাঁর পরিবারের কেউই ঢুকতে পারবে না মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ।
সোমবার এই বিষয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল জানান, আদালতের নির্দেশ অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষিকাকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।
এই বিষয়ে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, "ডিআই অফিস থেকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করার নির্দেশ এসেছে । সেই নির্দেশ অনুযায়ী কাজ চলছে ।"