কোচবিহার, 9 ফেব্রুয়ারি: কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে 248টি পদ ফাঁকা রয়েছে । এর ফলে অন্য কর্মীদের চাপ বেড়েছে । গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদ থেকে নির্মাণ সহায়কের মতো গুরুত্বপূর্ণ একাধিক পদে কর্মী না থাকায় সমস্যা দেখা দিয়েছে ।
মোট পদ (টি) | শূন্যপদ (টি) |
এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট - 128 | 53 |
পঞ্চায়েত সেক্রেটারি - 128 | 42 |
গ্রাম পঞ্চায়েত সহায়ক - 128x2= 256 | 46 |
গ্রাম পঞ্চায়েত কর্মী - 365 | 98 |
এছাড়া 9টি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক নেই । কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে মোট পদের সংখ্যা 1হাজার 5টি । শূন্যপদ 248টি ।
গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষকে নানা ধরনের পরিষেবা দেওয়া হয় । কিন্তু, কর্মী না থাকায় সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তারা । পরিষেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কর্মীরা । এবিষয়ে কোচবিহার জেলা গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনাবিল দত্ত বলেন, "আমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মীর সংখ্যা অনেক কম । এর ফলে নিয়মমাফিক বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে।"