ETV Bharat / state

কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে 248টি শূন্যপদ, ব্যাহত পরিষেবা - coochbehar

কোচবিহার জেলাজুড়ে গ্রাম পঞ্চায়েতগুলিতে রয়েছে অসংখ্য শূন্যপদ । ফলে তৈরি হয়েছে সমস্যা ।

g.p workers shortage
248 পঞ্চায়েতে কর্মীর পদ শূণ্য
author img

By

Published : Feb 10, 2020, 2:06 AM IST

কোচবিহার, 9 ফেব্রুয়ারি: কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে 248টি পদ ফাঁকা রয়েছে । এর ফলে অন্য কর্মীদের চাপ বেড়েছে । গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদ থেকে নির্মাণ সহায়কের মতো গুরুত্বপূর্ণ একাধিক পদে কর্মী না থাকায় সমস্যা দেখা দিয়েছে ।

মোট পদ (টি) শূন্যপদ (টি)
এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট - 128 53
পঞ্চায়েত সেক্রেটারি - 128 42
গ্রাম পঞ্চায়েত সহায়ক - 128x2= 256 46
গ্রাম পঞ্চায়েত কর্মী - 365 98

এছাড়া 9টি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক নেই । কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে মোট পদের সংখ্যা 1হাজার 5টি । শূন্যপদ 248টি ।

গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষকে নানা ধরনের পরিষেবা দেওয়া হয় । কিন্তু, কর্মী না থাকায় সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তারা । পরিষেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কর্মীরা । এবিষয়ে কোচবিহার জেলা গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনাবিল দত্ত বলেন, "আমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মীর সংখ্যা অনেক কম । এর ফলে নিয়মমাফিক বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে।"

কোচবিহার, 9 ফেব্রুয়ারি: কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে 248টি পদ ফাঁকা রয়েছে । এর ফলে অন্য কর্মীদের চাপ বেড়েছে । গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদ থেকে নির্মাণ সহায়কের মতো গুরুত্বপূর্ণ একাধিক পদে কর্মী না থাকায় সমস্যা দেখা দিয়েছে ।

মোট পদ (টি) শূন্যপদ (টি)
এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট - 128 53
পঞ্চায়েত সেক্রেটারি - 128 42
গ্রাম পঞ্চায়েত সহায়ক - 128x2= 256 46
গ্রাম পঞ্চায়েত কর্মী - 365 98

এছাড়া 9টি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক নেই । কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে মোট পদের সংখ্যা 1হাজার 5টি । শূন্যপদ 248টি ।

গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষকে নানা ধরনের পরিষেবা দেওয়া হয় । কিন্তু, কর্মী না থাকায় সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তারা । পরিষেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কর্মীরা । এবিষয়ে কোচবিহার জেলা গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনাবিল দত্ত বলেন, "আমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মীর সংখ্যা অনেক কম । এর ফলে নিয়মমাফিক বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে।"

Intro:কোচবিহারঃ কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েত গুলিতে অন্ততপক্ষে 250 টি পদ ফাকা রয়েছে। এর ফলে সেই কাজের চাপে পড়ছে অন্যান্য কর্মীদের ওপর। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি থেকে নির্মাণ সহায়কের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কর্মী কম থাকার কারণে কাজে সমস্যা হচ্ছে। যদিও জেলা গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার 12 টি ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 128 টি। তার মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ৫৩ টি পদে লোক নেই। মূলত ওই পদ থেকে অবসর গ্রহণের পর নতুন করে খুব বেশি কর্মী নিয়োগ হয়নি। এছাড়া জেলার 128 টি গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি থাকার কথা 128 জিন। এর মধ্যে 42 টি পদ এখনো খালি রয়েছে। 128 টির মধ্যে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক থাকার কথা। এক্ষেত্রেও 9 টি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক নেই। 128 টি গ্রাম পঞ্চায়েতে দুজন করে মোট 256 জন সহায়ক থাকার কথা থাকলেও তার মধ্যে 46 টি পদে লোক নেই। এছাড়া গ্রাম পঞ্চায়েতের অন্যান্য বিভাগে ও বেশ কিছু পদে ফাকা রয়েছে। সবমিলিয়ে সংখ্যাটি প্রায় 250। রাজ্য সরকার যেখানে গ্রামাঞ্চলের মানুষকে নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হচ্ছে সেখানে এই বিশাল সংখ্যক কর্মী না থাকার কারণে সেই পরিষেবা পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত গুলিকে। এবিষয়ে কোচবিহার জেলা গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনাবিল দত্ত বলেন, আমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী কম রয়েছে। এর ফলে নিয়মমাফিক বিভিন্ন কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে।।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_worker_shortage_7205341Conclusion:wb_crb_01_worker_shortage_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.