ETV Bharat / state

Governor in Cooch Behar: পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল রাজ্যপালের - governor is in cooch behar

শনিবার কোচবিহারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও রাজনৈতিক সংঘর্ষে আক্রান্তদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল ৷ পরে তিনি হিংসা বন্ধে রাজ্য পুলিশ-প্রশাসনকে বেশকিছু পরামর্শও দেন ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Jul 1, 2023, 9:20 PM IST

Updated : Jul 1, 2023, 10:16 PM IST

রাজ্যপালের বক্তব্য

কোচবিহার, 1 জুলাই: রাজ্যের হিংসাপ্রবণ এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো উচিত । শনিবার দিনভর কোচবিহারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও রাজনৈতিক সংঘর্ষে আক্রান্তদের সঙ্গে দেখা করার পর এই মন্তব্যই করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন দিনহাটার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল ৷ পরে রাজ্যপাল জানান, তিনি সমস্ত হিংসাস্থল পরিদর্শন করবেন ৷ যারা অশান্তি ঘটাচ্ছে সেইসব দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত ও মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে সেটা দেখা উচিত বলেও জানিয়েছেন রাজ্যপাল ৷

এদিন রাজ্যপাল বোস জানান, তিনি কোনও নির্দেশ দিচ্ছেন না, কেবলমাত্র দেশের একজন নাগরিক ও অতীতে বিভিন্ন প্রশাসনিক কাজে যুক্ত থাকার সুবাদে অভিজ্ঞতার নিরিখে কিছু পরামর্শ দিচ্ছেন ৷ তাঁর মতে, হাইকোর্টের নির্দেশ মেনে হিংসাপ্রবণ সমস্ত এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো উচিত ৷ ভোটের আগে তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করা উচিত পুলিশের, আগাম সতর্কতা হিসেবে দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত ৷

তবে রাজ্যপালের এই সফরকে কটাক্ষ করেছে তৃণমূল । নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেও রাজ্যপাল কেন নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । বিশেষ করে দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ, গিতালদহ, আটিয়াবাড়ি, ভেটাগুড়ি এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে । প্রায় প্রতি রাতেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজির মত ঘটনা ঘটছে । চালানো হচ্ছে গুলি । ইতিমধ্যে একাধিক রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন: কোচবিহারে ভোট সন্ত্রাসে নিহতদের বাড়িতে রাজ্যপাল, অভিযোগ জানাতে এসে পুলিশি বাধার মুখে বাম কংগ্রেস

মাসখানেক আগে নিজের বাড়িতে খুন হয়েছেন বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া। পরবর্তীতে মনোনয়নের স্ক্রুটিনি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার সাহেবগঞ্জ । তৃণমূল ও বিজেপি দু'পক্ষের কর্মীদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায় । চলে বোমাবাজি । একাধিক বাইকে ভাঙচুর করা হয় । ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেন । এরপর দিনহাটার টিয়াদহে পাটক্ষেতে বিজেপি প্রার্থীর দেহ উদ্ধার হয়। পরবর্তীতে দিনহাটার জারিধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলে গুলি । নিহত হন এক তৃণমূল কর্মী । আহত হন অনেকে । একের পর এক অশান্তির ঘটনায় বিচলিত রাজ্যপাল বোস শুক্রবার রাতে কোচবিহারে আসেন ৷ শনিবার তিনি বিভিন্ন এলাকায় যান ৷

রাজ্যপালের বক্তব্য

কোচবিহার, 1 জুলাই: রাজ্যের হিংসাপ্রবণ এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো উচিত । শনিবার দিনভর কোচবিহারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও রাজনৈতিক সংঘর্ষে আক্রান্তদের সঙ্গে দেখা করার পর এই মন্তব্যই করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন দিনহাটার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল ৷ পরে রাজ্যপাল জানান, তিনি সমস্ত হিংসাস্থল পরিদর্শন করবেন ৷ যারা অশান্তি ঘটাচ্ছে সেইসব দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত ও মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে সেটা দেখা উচিত বলেও জানিয়েছেন রাজ্যপাল ৷

এদিন রাজ্যপাল বোস জানান, তিনি কোনও নির্দেশ দিচ্ছেন না, কেবলমাত্র দেশের একজন নাগরিক ও অতীতে বিভিন্ন প্রশাসনিক কাজে যুক্ত থাকার সুবাদে অভিজ্ঞতার নিরিখে কিছু পরামর্শ দিচ্ছেন ৷ তাঁর মতে, হাইকোর্টের নির্দেশ মেনে হিংসাপ্রবণ সমস্ত এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো উচিত ৷ ভোটের আগে তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করা উচিত পুলিশের, আগাম সতর্কতা হিসেবে দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত ৷

তবে রাজ্যপালের এই সফরকে কটাক্ষ করেছে তৃণমূল । নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেও রাজ্যপাল কেন নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । বিশেষ করে দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ, গিতালদহ, আটিয়াবাড়ি, ভেটাগুড়ি এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে । প্রায় প্রতি রাতেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজির মত ঘটনা ঘটছে । চালানো হচ্ছে গুলি । ইতিমধ্যে একাধিক রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন: কোচবিহারে ভোট সন্ত্রাসে নিহতদের বাড়িতে রাজ্যপাল, অভিযোগ জানাতে এসে পুলিশি বাধার মুখে বাম কংগ্রেস

মাসখানেক আগে নিজের বাড়িতে খুন হয়েছেন বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া। পরবর্তীতে মনোনয়নের স্ক্রুটিনি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার সাহেবগঞ্জ । তৃণমূল ও বিজেপি দু'পক্ষের কর্মীদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায় । চলে বোমাবাজি । একাধিক বাইকে ভাঙচুর করা হয় । ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেন । এরপর দিনহাটার টিয়াদহে পাটক্ষেতে বিজেপি প্রার্থীর দেহ উদ্ধার হয়। পরবর্তীতে দিনহাটার জারিধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলে গুলি । নিহত হন এক তৃণমূল কর্মী । আহত হন অনেকে । একের পর এক অশান্তির ঘটনায় বিচলিত রাজ্যপাল বোস শুক্রবার রাতে কোচবিহারে আসেন ৷ শনিবার তিনি বিভিন্ন এলাকায় যান ৷

Last Updated : Jul 1, 2023, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.