ETV Bharat / state

মাথাভাঙায় সায়ন্তন বসুর সভায় ভাঙচুর - মাথাভাঙ্গা থানা

মাথাভাঙায় সায়ন্তন বসুর সভার আগে ভাঙচুর করা হয় সভাস্থান ৷ BJP-র অভিযোগ, তৃণমূলের তরফে এই ভাঙচুর চালানো হয় ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও আনা হয়েছে BJP-র তরফে ৷

Coochbehar
সায়ন্তন বসুর সভায় ভাঙচুর
author img

By

Published : Feb 11, 2020, 6:57 PM IST

মাথাভাঙা, 11 ফেব্রুয়ারি : মাথাভাঙার গোপালপুরে সায়ন্তন বসুর সভা ঘিরে উত্তেজনা ৷ সভায় পৌঁছানোর আগেই সায়ন্তন বসুর সভামঞ্চ ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ BJP-র দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব সভা বানচাল করতেই এই কাজ করেছে । কিন্তু, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷

ভাঙচুর যখন হয় তখন ঘটনাস্থানে ছিলেন না সায়ন্তন ৷ ভাঙচুরের খবর পেয়ে তিনি দ্রুত সভাস্থানের দিকে যাওয়ার চেষ্টা করেন ৷ সায়ন্তকে ঘিরে ফের অশান্তি হতে পারে ৷ সেই আশঙ্কায় তাঁকে ব্যারিকেড করে ঘটনাস্থানে নিয়ে যায় পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছে সায়ন্তন অভিযোগ করেন, পুলিশের মদতেই তৃনমূল কংগ্রেস এই হামলা চালায় । ঘটনার প্রতিবাদ ওই এলাকায় মিছিল করে স্থানীয় BJP নেতৃত্ব ৷

সভা ঘিরে গোলমাল নিয়ে কী বলছেন সায়ন্তন বসু

সেই মিছিল থেকে সায়ন্তন বলেন, "আমি আসলেই আমাকে আটকে দেওয়া হয় প্রতিবার ৷ আজ কোনওরকমে মিছিলটা করতে পারছি ৷ এর আগে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ৷ গোলমাল পাকানো হয়েছে ৷ আমাদের কর্মীদেরও আটকানোর চেষ্টাও পুলিশ করেছে ৷"

জানা গেছে, ভাঙচুরের জেরে উত্তেজিত BJP কর্মীরা স্থানীয় এক তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় ৷

মাথাভাঙা, 11 ফেব্রুয়ারি : মাথাভাঙার গোপালপুরে সায়ন্তন বসুর সভা ঘিরে উত্তেজনা ৷ সভায় পৌঁছানোর আগেই সায়ন্তন বসুর সভামঞ্চ ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ BJP-র দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব সভা বানচাল করতেই এই কাজ করেছে । কিন্তু, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷

ভাঙচুর যখন হয় তখন ঘটনাস্থানে ছিলেন না সায়ন্তন ৷ ভাঙচুরের খবর পেয়ে তিনি দ্রুত সভাস্থানের দিকে যাওয়ার চেষ্টা করেন ৷ সায়ন্তকে ঘিরে ফের অশান্তি হতে পারে ৷ সেই আশঙ্কায় তাঁকে ব্যারিকেড করে ঘটনাস্থানে নিয়ে যায় পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছে সায়ন্তন অভিযোগ করেন, পুলিশের মদতেই তৃনমূল কংগ্রেস এই হামলা চালায় । ঘটনার প্রতিবাদ ওই এলাকায় মিছিল করে স্থানীয় BJP নেতৃত্ব ৷

সভা ঘিরে গোলমাল নিয়ে কী বলছেন সায়ন্তন বসু

সেই মিছিল থেকে সায়ন্তন বলেন, "আমি আসলেই আমাকে আটকে দেওয়া হয় প্রতিবার ৷ আজ কোনওরকমে মিছিলটা করতে পারছি ৷ এর আগে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ৷ গোলমাল পাকানো হয়েছে ৷ আমাদের কর্মীদেরও আটকানোর চেষ্টাও পুলিশ করেছে ৷"

জানা গেছে, ভাঙচুরের জেরে উত্তেজিত BJP কর্মীরা স্থানীয় এক তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় ৷

Intro:কোচবিহার ঃ মাথাভাঙ্গার গোপালপুরে সায়ন্তন বসুর সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। সায়ন্তন বসু সভায় পৌঁছানোর আগেই সেই সভা মঞ্চ ভাঙচুর করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গোপালপুরে যাওয়ার আগে সায়ন্তন বসুকে আটকে দেয়। যদিও পরে পুলিশি প্রহরায় সায়ন্তন বসু সভাস্থলে ঢোকে। সায়ন্তন বসুর অভিযোগ পুলিশি মদতে তৃনমূল এই হামলা চালিয়েছে। পরে বিজেপি কর্মীরা স্থানীয় এক তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায় এবং ওই স্থানে সায়ন্তন বসু অভিযোগ করেন পুলিশের মদদে তৃণমূল এলাকায় অশান্তির সৃষ্টি করছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।
# Body:wb_crb_05_sayantan_attack_7205341Conclusion:wb_crb_05_sayantan_attack_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.