ETV Bharat / state

Dharna demanding Marriage : বিয়ের দাবিতে 11 দিন ধরে প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা - Dharna demanding Marriage

বিয়ের দাবিতে 11 দিন ধরে প্রেমিকের বাড়িতে ধরনায় বসে প্রেমিকা (Girl friend in dharna at boy friends house for 11 days demanding marriage) ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার কিশাগঞ্জ এলাকায় ৷ বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন যুবতী ৷

GF in Dharna at BF House for Marriage
GF in Dharna at BF House for Marriage
author img

By

Published : Mar 26, 2022, 6:33 PM IST

দিনহাটা, 26 মার্চ : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার ধরনা ৷ প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, তারপর প্রেম হয় দিনহাটার এক যুবক-যুবতীর ৷ গত 6 মাস ধরে তাঁদের সম্পর্ক চলছিল । কিন্তু বর্তমানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক পলাতক বলে অভিযোগ যুবতীর (Dharna demanding marriage) । পলাতক যুবকের নাম গৌরাঙ্গ বর্মন ৷

ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের নয়ারহাটের কিশাগঞ্জ এলাকায় । বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে 11 দিন ধরে ধরনায় বসেছেন যুবতী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন যুবতী ।

আরও পড়ুন : Ripped Jeans Controversy in College : ছেঁড়া জিন্স পরে এলেই টিসি ! ফতোয়া কলকাতার কলেজে

ঘটনাস্থলে আসেন মহিলা সমিতির সদস্যরা ৷ যুবকের মা-বাবাকে অবিলম্বে তাঁর ছেলেকে নিয়ে এসে বিয়ে দেবার দাবি জানান তাঁরা । জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবতী যুবককে বিয়ে করতে বললে তিনি কথা ঘোরাতে থাকেন । এরপর বিয়ে করতে অস্বীকার করায় যুবতী তাঁর প্রেমিকের বাড়িতে ধরনায় বসেন (Girl friend in dharna at boy friends house for 11 days demanding marriage) ।

মহিলা সমিতির নেত্রী বাসন্তী বর্মন বলেন , "যুবতীর সঙ্গে গৌরাঙ্গ বর্মন যে আচরণ করেছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না । তাই যুবকের মা-বাবার উচিত তাদের ছেলেকে ফিরিয়ে এনে সসম্মানে এই মেয়েটির সঙ্গে বিয়ের ব্যবস্থা করা ।"

দিনহাটা, 26 মার্চ : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার ধরনা ৷ প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, তারপর প্রেম হয় দিনহাটার এক যুবক-যুবতীর ৷ গত 6 মাস ধরে তাঁদের সম্পর্ক চলছিল । কিন্তু বর্তমানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক পলাতক বলে অভিযোগ যুবতীর (Dharna demanding marriage) । পলাতক যুবকের নাম গৌরাঙ্গ বর্মন ৷

ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের নয়ারহাটের কিশাগঞ্জ এলাকায় । বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে 11 দিন ধরে ধরনায় বসেছেন যুবতী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন যুবতী ।

আরও পড়ুন : Ripped Jeans Controversy in College : ছেঁড়া জিন্স পরে এলেই টিসি ! ফতোয়া কলকাতার কলেজে

ঘটনাস্থলে আসেন মহিলা সমিতির সদস্যরা ৷ যুবকের মা-বাবাকে অবিলম্বে তাঁর ছেলেকে নিয়ে এসে বিয়ে দেবার দাবি জানান তাঁরা । জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবতী যুবককে বিয়ে করতে বললে তিনি কথা ঘোরাতে থাকেন । এরপর বিয়ে করতে অস্বীকার করায় যুবতী তাঁর প্রেমিকের বাড়িতে ধরনায় বসেন (Girl friend in dharna at boy friends house for 11 days demanding marriage) ।

মহিলা সমিতির নেত্রী বাসন্তী বর্মন বলেন , "যুবতীর সঙ্গে গৌরাঙ্গ বর্মন যে আচরণ করেছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না । তাই যুবকের মা-বাবার উচিত তাদের ছেলেকে ফিরিয়ে এনে সসম্মানে এই মেয়েটির সঙ্গে বিয়ের ব্যবস্থা করা ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.