ETV Bharat / state

Ananta Maharaj: কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ - Cooch Behar

বুধবার সরকারি উদ্যোগে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি সেখানে বাংলা ভাগের বিপক্ষে সরব হন ৷ অথচ সেই মঞ্চ থেকে নেমে গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj) দাবি করলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের বাইরে ৷

gcpa-leader-ananta-maharaj-says-cooch-behar-is-not-part-of-west-bengal
Ananta Maharaj: কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ
author img

By

Published : Oct 19, 2022, 7:48 PM IST

শিলিগুড়ি, 19 অক্টোবর: বাংলা ভাগের দাবিকে উড়িয়ে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যে মঞ্চ থেকে তিনি এদিন এই দাবি করেছেন, সেখান থেকে নেমে এসেই গ্রেটার কোচবিহার নেতা অন্তত মহারাজ (Ananta Maharaj) জানিয়ে দিলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ নয় ৷ অথচ তার কিছুক্ষণ আগেই মঞ্চে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করেছেন ৷

বুধবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত হয় উত্তরের বিজয়া সম্মিলনী । আর সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা ভাগের বিপক্ষে ফের সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ কোনও ভাগাভাগি নয় ৷ বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ ৷’’

কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ

সরকারি এই অনুষ্ঠান মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) নেতা অনন্ত মহারাজ ৷ যিনি বারবার পৃথক কোচবিহার রাজ্যের পক্ষে বারবার সরব হয়েছেন ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি তিনি এতদিনের দাবি থেকে সরে আসছেন ? অনুষ্ঠান শেষে তাঁকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷

সেই সময় তিনি স্পষ্ট করে দেন যে এই ধরনের কোনও দাবি থেকে তিনি সরছেন না ৷ তিনি বলেন, ’’উনি (মুখ্যমন্ত্রী) বলছেন বঙ্গ হতে দেবেন না ৷ আমরা তো বঙ্গকে ভঙ্গ করতে চাই না ৷ আমাদের কোচবিহার নতুন করে গড়তে চাই ৷ কোচবিহার (Cooch Behar) কোথায়, পশ্চিমবঙ্গ কোথায় ? আগে ভৌগলিকভাবে দেখুন ৷ কোচবিহার পশ্চিমবঙ্গের (West Bengal) সঙ্গে নয় ৷ কোচবিহার আলাদা ৷ পশ্চিমবঙ্গের বাইরে ৷ আমার কাছে প্রমাণ আছে ৷ সরকারকে করতে হবে৷ সরকার করতে যাচ্ছে ৷ ভারত সরকার করতে যাচ্ছে ৷’’

ফলে বিতর্ক থামার বদলে নতুন করে তৈরি হয়েছে ৷ তবে এই বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে চাননি প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের (Trinamool Congress) বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায় ৷

GCPA leader Ananta Maharaj says Cooch Behar is not part of West Bengal
শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও এদিন অনন্ত মহারাজকে সরকারি মঞ্চে দেখে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পেয়েছিলেন অনেকে৷ সেই জল্পনাকে বাড়িয়েছিলেন মহারাজ নিজেই ৷ মঞ্চ থেকে তিনি বলেন, "আমরা মিলন মেলায় একত্রিত হয়েছি । মহামিলনের আয়োজন যে রাজ্য সরকার করেছে তাতে নিজেকে অংশ নিতে পেরে আমি ধন্য । অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ করেছিল । আমি সাড়া না দিয়ে পারলাম না । আমার একটা আবেদন আমার এই ভূখণ্ডর মানুষ সংকটে রয়েছে । তাদের ভাষা, সংস্কৃতি ও ভারসাম্য যেন বজায় থাকে এই আবেদন করি ।"

গত লোকসভা নির্বাচনেও বিজেপির (BJP) সঙ্গে গাটছড়া বেঁধে লড়াই করেছিল অনন্ত মহারাজ । আর তার হাত ধরেই একপ্রকার আলিপুরদুয়ার থেকে কোচবিহার দারুণ ফলাফল করে বিজেপি । বিধানসভা নির্বাচনেও সারা রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করে ক্ষমতায় এলেও উত্তরে বিধানসভা নির্বাচনের ফলাফল মোটেও ভালো করেনি তারা । তার অন্যতম কারণ বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের জোট বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজনৈতিক মহলের মতে, অনন্ত মহারাজকে নিজেদের দিকে টেনে মমতা উত্তরবঙ্গে হারানো শক্তি আবার ফিরে পেতে চাইছেন ৷ কিন্তু কোচবিহার নিয়ে অনন্ত মহারাজের অবস্থান সেই সমীকরণকে কোন দিকে নিয়ে যাবে, এখন সেটাই বড় প্রশ্ন ৷

আরও পড়ুন: বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, 19 অক্টোবর: বাংলা ভাগের দাবিকে উড়িয়ে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যে মঞ্চ থেকে তিনি এদিন এই দাবি করেছেন, সেখান থেকে নেমে এসেই গ্রেটার কোচবিহার নেতা অন্তত মহারাজ (Ananta Maharaj) জানিয়ে দিলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ নয় ৷ অথচ তার কিছুক্ষণ আগেই মঞ্চে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করেছেন ৷

বুধবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত হয় উত্তরের বিজয়া সম্মিলনী । আর সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা ভাগের বিপক্ষে ফের সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ কোনও ভাগাভাগি নয় ৷ বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ ৷’’

কোচবিহার বাংলার বাইরে, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে নেমে বিস্ফোরক অনন্ত মহারাজ

সরকারি এই অনুষ্ঠান মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) নেতা অনন্ত মহারাজ ৷ যিনি বারবার পৃথক কোচবিহার রাজ্যের পক্ষে বারবার সরব হয়েছেন ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি তিনি এতদিনের দাবি থেকে সরে আসছেন ? অনুষ্ঠান শেষে তাঁকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷

সেই সময় তিনি স্পষ্ট করে দেন যে এই ধরনের কোনও দাবি থেকে তিনি সরছেন না ৷ তিনি বলেন, ’’উনি (মুখ্যমন্ত্রী) বলছেন বঙ্গ হতে দেবেন না ৷ আমরা তো বঙ্গকে ভঙ্গ করতে চাই না ৷ আমাদের কোচবিহার নতুন করে গড়তে চাই ৷ কোচবিহার (Cooch Behar) কোথায়, পশ্চিমবঙ্গ কোথায় ? আগে ভৌগলিকভাবে দেখুন ৷ কোচবিহার পশ্চিমবঙ্গের (West Bengal) সঙ্গে নয় ৷ কোচবিহার আলাদা ৷ পশ্চিমবঙ্গের বাইরে ৷ আমার কাছে প্রমাণ আছে ৷ সরকারকে করতে হবে৷ সরকার করতে যাচ্ছে ৷ ভারত সরকার করতে যাচ্ছে ৷’’

ফলে বিতর্ক থামার বদলে নতুন করে তৈরি হয়েছে ৷ তবে এই বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে চাননি প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের (Trinamool Congress) বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায় ৷

GCPA leader Ananta Maharaj says Cooch Behar is not part of West Bengal
শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও এদিন অনন্ত মহারাজকে সরকারি মঞ্চে দেখে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পেয়েছিলেন অনেকে৷ সেই জল্পনাকে বাড়িয়েছিলেন মহারাজ নিজেই ৷ মঞ্চ থেকে তিনি বলেন, "আমরা মিলন মেলায় একত্রিত হয়েছি । মহামিলনের আয়োজন যে রাজ্য সরকার করেছে তাতে নিজেকে অংশ নিতে পেরে আমি ধন্য । অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ করেছিল । আমি সাড়া না দিয়ে পারলাম না । আমার একটা আবেদন আমার এই ভূখণ্ডর মানুষ সংকটে রয়েছে । তাদের ভাষা, সংস্কৃতি ও ভারসাম্য যেন বজায় থাকে এই আবেদন করি ।"

গত লোকসভা নির্বাচনেও বিজেপির (BJP) সঙ্গে গাটছড়া বেঁধে লড়াই করেছিল অনন্ত মহারাজ । আর তার হাত ধরেই একপ্রকার আলিপুরদুয়ার থেকে কোচবিহার দারুণ ফলাফল করে বিজেপি । বিধানসভা নির্বাচনেও সারা রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করে ক্ষমতায় এলেও উত্তরে বিধানসভা নির্বাচনের ফলাফল মোটেও ভালো করেনি তারা । তার অন্যতম কারণ বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের জোট বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজনৈতিক মহলের মতে, অনন্ত মহারাজকে নিজেদের দিকে টেনে মমতা উত্তরবঙ্গে হারানো শক্তি আবার ফিরে পেতে চাইছেন ৷ কিন্তু কোচবিহার নিয়ে অনন্ত মহারাজের অবস্থান সেই সমীকরণকে কোন দিকে নিয়ে যাবে, এখন সেটাই বড় প্রশ্ন ৷

আরও পড়ুন: বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.