ETV Bharat / state

মাথাভাঙায় উদ্ধার চারশো বোতল বেআইনি মদ

মাথাভাঙায় উদ্ধার চারশো বোতল বেআইনি মদ ৷ ঘটনায় গ্রেফতার দুই ৷

author img

By

Published : May 19, 2021, 12:35 PM IST

মাথাভাঙায় উদ্ধার চারশো বোতল বেআইনি মদ
মাথাভাঙায় উদ্ধার চারশো বোতল বেআইনি মদ

কোচবিহার 19 মে : মাথাভাঙা থানার বড় সাফল্য ৷ পুলিশি অভিযানে উদ্ধার চারশো বোতল বেআইনি মদ ৷ ঘটনায় গ্রেফতার দুই ৷

করোনা পরিস্থিতিতে অবৈধ ভাবে বেআইনি মদের ব্যবসায়ে রাশ টানল মাথাভাঙা থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় মাথাভাঙা থানার প্রশাসনিক কর্তারা ৷

অভিযোগ ওঠে, সরকারি বিধি নিষেধের মধ্যেই অবৈধভাবে মদ মজুত করে রেখেছিল কিছু বিক্রেতা ৷ তারপর তা চড়া দামে বিক্রি করছে বাজারে ৷

আরও পড়ুন : কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ ৷ মাথাভাঙা থানার আই সি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে চালানো হয় ওই অভিযান ৷ এরপরই উদ্ধার করা হয় ওই মদের বোতল গুলি ৷

পুলিশের তরফ থেকে জানানো হয়, ধৃতরা স্থানীয় এলাকারই বাসিন্দা ৷ আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তারা ৷

ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজ্জু করা হয়েছে মাথাভাঙা মহকুমা আদালতে ।

কোচবিহার 19 মে : মাথাভাঙা থানার বড় সাফল্য ৷ পুলিশি অভিযানে উদ্ধার চারশো বোতল বেআইনি মদ ৷ ঘটনায় গ্রেফতার দুই ৷

করোনা পরিস্থিতিতে অবৈধ ভাবে বেআইনি মদের ব্যবসায়ে রাশ টানল মাথাভাঙা থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় মাথাভাঙা থানার প্রশাসনিক কর্তারা ৷

অভিযোগ ওঠে, সরকারি বিধি নিষেধের মধ্যেই অবৈধভাবে মদ মজুত করে রেখেছিল কিছু বিক্রেতা ৷ তারপর তা চড়া দামে বিক্রি করছে বাজারে ৷

আরও পড়ুন : কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ ৷ মাথাভাঙা থানার আই সি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে চালানো হয় ওই অভিযান ৷ এরপরই উদ্ধার করা হয় ওই মদের বোতল গুলি ৷

পুলিশের তরফ থেকে জানানো হয়, ধৃতরা স্থানীয় এলাকারই বাসিন্দা ৷ আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তারা ৷

ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজ্জু করা হয়েছে মাথাভাঙা মহকুমা আদালতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.