কোচবিহার, 27 জানুয়ারি : ধরা পড়ল কোচবিহারের চিতাবাঘ ৷ ট্রাঙ্কুলাইজ করে কাবু করা হল তাকে ৷ বৃহস্পতিবার সকালে কলাবাগান 3 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির শৌচাগারে চিতাবাঘটিকে দেখতে পান বাসিন্দারা । পরে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে বাঘটি ৷ অবশেষে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ধরা হয়েছে চিতাবাঘটিকে (Forest Department catch Leopard in Cooch Behar) ।
মূলত খাবারের টানেই জঙ্গল থেকে ওই চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ে । বন দফতরের কর্তাদের প্রাথমিক তদন্তে অনুমান, কোচবিহার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পাতলাখাওয়া জঙ্গল রয়েছে । সেখান থেকেই ওই চিতাবাঘটি আসতে পারে । এরপর স্বাস্থ্য পরীক্ষা করে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটিকে ।
আরও পড়ুন : শৌচাগারে চিতাবাঘ, আতঙ্কে স্ত্রস্ত কোচবিহারের বাসিন্দারা
কোচবিহারের ডিএফও সঞ্জীব দত্ত বলেন, ‘‘সম্ভবত পাতলাখাওয়ার জঙ্গল থেকে চিতাবাঘটি খাবারের উদ্দেশ্যে লোকালয়ে এসেছে । কয়েক ঘণ্টার প্রচেষ্টায় চিতাবাঘটিকে কাবু করা গিয়েছে ।’’