কোচবিহার, 23 অগাস্ট : প্রয়াত হলেন কোচবিহারের ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি । গতকাল সন্ধ্যায় দিনহাটার পুটিমারি গ্রামে বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 108 বছর । পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন ।
1911 সালে জন্ম ফুলতি গিদালির ৷ কোচবিহারের ষাইটোল গানকে সমৃদ্ধ করেছিলেন তিনি । বিভিন্ন জায়গায় গিয়ে ষাইটোল গান পরিবেশন করতেন । তাঁকে ষাইটোল সম্রাজ্ঞী বলা হয় ৷ ষাইটোল গানে তাঁর অবদানের জন্য 2010 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয় । এছাড়া 2013 সালে তিনি বঙ্গরত্ন সম্মান পান ।
অনেকদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন । কিছুদিন আগে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন । এরপর বাড়িও ফিরে আসেন । গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে তাঁর বাড়িতে যান প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় । ফুলতি গিদালির প্রয়াণে শোকপ্রকাশ করে প্রাক্তন সাংসদ বলেন, ফুলতি গিদালির মৃত্যুতে লোকসংস্কৃতির অপূরণীয় ক্ষতি হল ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহারের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন ফুলতিদেবী । তাঁর মৃত্যুতে কোচবিহারের লোকসংস্কৃতির অপূরণীয় ক্ষতি হল ।