ETV Bharat / state

TMC Factionalism in Dinhata: দিনহাটা 2 ব্লক তৃণমূলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ, হাসপাতালে ভর্তি 2

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism in Dinhata) জেরে দু’পক্ষের মধ্যে মারাপিটের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ ঘটনায় 5 জন আহত হয়েছেন (Five TMC Workers Injure Due to Factionalism) ৷

Five TMC Workers Injure Due to Factionalism in Dinhata
Five TMC Workers Injure Due to Factionalism in Dinhata
author img

By

Published : Oct 26, 2022, 6:14 PM IST

দিনহাটা, 26 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism in Dinhata) জেরে হাতাহাতির অভিযোগ দিনহাটা 2 ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ মঙ্গলবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত 5 জন জখম হয়েছেন (Five TMC Workers Injure Due to Factionalism) ৷ তাঁদের মধ্যে দু’জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার বেশ কয়েকটি গ্রাম ৷ মাঝে বিধানসভা নির্বাচনের সময় অশান্তি কিছুটা কম থাকলেও, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ৷ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা মহকুমার একাধিক গ্রাম ৷ প্রসঙ্গত, অভিযোগ উঠেছে মন্ত্রী হওয়ার আগে উদয়ন গুহর সঙ্গে দিনহাটা 2 ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিষ্ণুকুমার সরকারের প্রবল বিরোধ ছিল ৷

পরবর্তীতে উদয়ন গুহ (Udayan Guha) মন্ত্রী হতেই বিষ্ণু কুমার সরকারকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে উদয়ন ঘনিষ্ঠ দীপক ভট্টাচার্যকে সেখানে বসানো হয়েছে ৷ এর পর থেকেই দিনহাটা 2 ব্লকের বিভিন্ন গ্রামে অশান্তি শুরু হয়েছে ৷ অভিযোগ শুকারুরকুঠি গ্রাম বিষ্ণুকুমার সরকারের অনুগামীদের সঙ্গে তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের অনুগামীদের মধ্যে গতকাল রাতে ঝামেলা হয় ৷ যা হাতাহাতিতে গড়ায় ৷ একে অপরকে এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করে ৷ অভিযোগ মূলত, গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই গন্ডগোল ৷

দিনহাটা 2 ব্লক তৃণমূলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ

আরও পড়ুন: 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

বিষ্ণুকুমার সরকারের অনুগামীদের অভিযোগ, রাতে তাঁরা স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূলের ঝান্ডা হাতে কিছু দুষ্কৃতী এসে তাঁদের মারধর শুরু করে ৷ অপরদিকে, বর্তমান দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করেছেন, কিছু দুষ্কৃতী এ দিন শুকারুরকুঠি বাজারে গন্ডগোল করেছে ৷ তৃণমূল কর্মীদের মারধর করেছে ৷ গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ৷

দিনহাটা, 26 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism in Dinhata) জেরে হাতাহাতির অভিযোগ দিনহাটা 2 ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ মঙ্গলবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত 5 জন জখম হয়েছেন (Five TMC Workers Injure Due to Factionalism) ৷ তাঁদের মধ্যে দু’জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার বেশ কয়েকটি গ্রাম ৷ মাঝে বিধানসভা নির্বাচনের সময় অশান্তি কিছুটা কম থাকলেও, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ৷ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা মহকুমার একাধিক গ্রাম ৷ প্রসঙ্গত, অভিযোগ উঠেছে মন্ত্রী হওয়ার আগে উদয়ন গুহর সঙ্গে দিনহাটা 2 ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিষ্ণুকুমার সরকারের প্রবল বিরোধ ছিল ৷

পরবর্তীতে উদয়ন গুহ (Udayan Guha) মন্ত্রী হতেই বিষ্ণু কুমার সরকারকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে উদয়ন ঘনিষ্ঠ দীপক ভট্টাচার্যকে সেখানে বসানো হয়েছে ৷ এর পর থেকেই দিনহাটা 2 ব্লকের বিভিন্ন গ্রামে অশান্তি শুরু হয়েছে ৷ অভিযোগ শুকারুরকুঠি গ্রাম বিষ্ণুকুমার সরকারের অনুগামীদের সঙ্গে তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের অনুগামীদের মধ্যে গতকাল রাতে ঝামেলা হয় ৷ যা হাতাহাতিতে গড়ায় ৷ একে অপরকে এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করে ৷ অভিযোগ মূলত, গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই গন্ডগোল ৷

দিনহাটা 2 ব্লক তৃণমূলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ

আরও পড়ুন: 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

বিষ্ণুকুমার সরকারের অনুগামীদের অভিযোগ, রাতে তাঁরা স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূলের ঝান্ডা হাতে কিছু দুষ্কৃতী এসে তাঁদের মারধর শুরু করে ৷ অপরদিকে, বর্তমান দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করেছেন, কিছু দুষ্কৃতী এ দিন শুকারুরকুঠি বাজারে গন্ডগোল করেছে ৷ তৃণমূল কর্মীদের মারধর করেছে ৷ গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.