ETV Bharat / state

EMI দিতে চাপ বাড়াচ্ছে ফিনান্স কম্পানিগুলি, বিপাকে অটোচালকরা - auto drivers in coochbrhar

লকডাউনের ফলে বন্ধ ছিল অটো । রাস্তায় নামতে পারেনি সেগুলি । এখন লকডাউন উঠেছে । তবে কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াভাবে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে বিপাকে অটোচালকরা । কারণ, তাদের উপর চাপ বাড়াচ্ছে EMI কম্পানিগুলি ।

auto drivers to pay EMI
EMI দিতে চাপ বাড়ছে ফিনান্স কম্পানিগুলি, বিপাকে অটোচালকেরা
author img

By

Published : Jul 18, 2020, 4:13 PM IST

Updated : Jul 19, 2020, 5:38 PM IST

কোচবিহার , 17 জুলাই : লকডাউন চলাকালীন 3 মাস EMI এর জন্য চাপ দেবে না ফিনান্স কম্পানিগুলো । কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় গত 3 মাস EMI এর জন্য চাপ না দিলেও জুলাই মাস পড়তেই চাপ দিতে শুরু করেছে ফিনান্স কম্পানিগুলো । EMI না দিলে গাড়ি টানার হুমকি দিচ্ছে কম্পানিগুলো । কিন্তু, রাস্তায় অটো নামালেও যাত্রী সেভাবে হচ্ছে না । বাড়ছে তেলের দাম । এই পরিস্থিতিতে দিশেহারা কোচবিহারের অন্তত হাজার দু'য়েক অটোচালক । তাদের বক্তব্য, রাস্তায় গাড়ি নামিয়ে তেলের খরচই ওঠে না । EMI দেব কীভাবে ।

কোচবিহার জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, জেলার 5 টি মহকুমায় হাজার তিনেক অটো রয়েছে । কোচবিহার-বানেশ্বর, কোচবিহার-পুণ্ডিবাড়ি, কোচবিহার-সাতমাইল, কোচবিহার-নিউ কোচবিহার, দিনহাটা-গিতালদহ, দিনহাটা-গোসানিমারি, মাথাভাঙা-শীতলকুচি, তুফানগঞ্জ-বক্সিরহাট সহ 30 - 32টি রুটে এই অটোগুলো চলাচল করে । এই অটোগুলোর অধিকাংশই বিভিন্ন ব্যাঙ্কের ফিনান্সে নেওয়া । প্রতি মাসে ফিনান্স কম্পানিগুলোকে EMI দিতে হয় । কোরোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে লকডাউন চালু হতেই গোটা দেশের পাশাপাশি কোচবিহারেও পরিবহন ব্যবস্থা থমকে যায় । পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে পরবর্তী 3 মাস EMI দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে । তাই গত তিন মাসে ফিনান্স কম্পানিগুলো EMI নিয়ে কোনও চাপ না দিলেও, আনলকডাউন শুরু হতেই EMI এর জন্য চাপ দিতে শুরু করেছে । প্রতিদিনই অটোরিকশা চালকদের কাছে কম্পানিগুলির ফোন আসছে । গাড়ি টানার হুমকি দিচ্ছে । এদিকে রাস্তায় অটো নামানো হলেও কোরোনা আতঙ্কের কারণে যাত্রী হচ্ছে না । পাশাপাশি, তেলের ভাড়া বাড়ার জন্যে প্রতিদিনের খরচও উঠছে না । এই পরিস্থিতিতে দিশেহারা অটোচালকরা ।

EMI দিতে চাপ বাড়াচ্ছে ফিনান্স কম্পানিগুলি, বিপাকে অটোচালকরা

তাঁরা বলেন, যাত্রী নেই । তেলের খরচই উঠেছে না । অনেকেই গাড়ি রাস্তায় বের করছে না । EMI দেবে কোথা থেকে । অটোচালক নির্মল বর্মণ বলেন, 4 হাজার 250 টাকা EMI দিতে হয় । গত 3 মাস তা দিতে হয়নি । তবে, জুলাই মাস পড়তেই ফিনান্স কম্পানিগুলির ফোন ক‍রছে । যাত্রী হয় না । কোথা থেকে EMI দেব । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । অটোচালক আজিদুল শেখ বলেন, গত কয়েকদিন ধরে ফিনান্স কম্পানি থেকে ফোন আসছে । যাত্রী হয় না । কোথা থেকে টাকা দেব । অন্য এক অটোচালক শংকর রক্ষিত বলেন, ''অধিকাংশ অটোই ফিনান্সে নেওয়া হয় । তেল খরচ ওঠে না । EMI দেবে কোথা থেকে । তাই তাদের যাতে ফিনান্সের দিকটা কেন্দ্র ও রাজ্য সরকার এগিয়ে আসে সেই দাবিই তুলেছেন অটোচালকেরা । এই বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, এবিষয়ে তিনি কিছু জানেন না । তবে বিযয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।

কোচবিহার , 17 জুলাই : লকডাউন চলাকালীন 3 মাস EMI এর জন্য চাপ দেবে না ফিনান্স কম্পানিগুলো । কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় গত 3 মাস EMI এর জন্য চাপ না দিলেও জুলাই মাস পড়তেই চাপ দিতে শুরু করেছে ফিনান্স কম্পানিগুলো । EMI না দিলে গাড়ি টানার হুমকি দিচ্ছে কম্পানিগুলো । কিন্তু, রাস্তায় অটো নামালেও যাত্রী সেভাবে হচ্ছে না । বাড়ছে তেলের দাম । এই পরিস্থিতিতে দিশেহারা কোচবিহারের অন্তত হাজার দু'য়েক অটোচালক । তাদের বক্তব্য, রাস্তায় গাড়ি নামিয়ে তেলের খরচই ওঠে না । EMI দেব কীভাবে ।

কোচবিহার জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, জেলার 5 টি মহকুমায় হাজার তিনেক অটো রয়েছে । কোচবিহার-বানেশ্বর, কোচবিহার-পুণ্ডিবাড়ি, কোচবিহার-সাতমাইল, কোচবিহার-নিউ কোচবিহার, দিনহাটা-গিতালদহ, দিনহাটা-গোসানিমারি, মাথাভাঙা-শীতলকুচি, তুফানগঞ্জ-বক্সিরহাট সহ 30 - 32টি রুটে এই অটোগুলো চলাচল করে । এই অটোগুলোর অধিকাংশই বিভিন্ন ব্যাঙ্কের ফিনান্সে নেওয়া । প্রতি মাসে ফিনান্স কম্পানিগুলোকে EMI দিতে হয় । কোরোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে লকডাউন চালু হতেই গোটা দেশের পাশাপাশি কোচবিহারেও পরিবহন ব্যবস্থা থমকে যায় । পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে পরবর্তী 3 মাস EMI দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে । তাই গত তিন মাসে ফিনান্স কম্পানিগুলো EMI নিয়ে কোনও চাপ না দিলেও, আনলকডাউন শুরু হতেই EMI এর জন্য চাপ দিতে শুরু করেছে । প্রতিদিনই অটোরিকশা চালকদের কাছে কম্পানিগুলির ফোন আসছে । গাড়ি টানার হুমকি দিচ্ছে । এদিকে রাস্তায় অটো নামানো হলেও কোরোনা আতঙ্কের কারণে যাত্রী হচ্ছে না । পাশাপাশি, তেলের ভাড়া বাড়ার জন্যে প্রতিদিনের খরচও উঠছে না । এই পরিস্থিতিতে দিশেহারা অটোচালকরা ।

EMI দিতে চাপ বাড়াচ্ছে ফিনান্স কম্পানিগুলি, বিপাকে অটোচালকরা

তাঁরা বলেন, যাত্রী নেই । তেলের খরচই উঠেছে না । অনেকেই গাড়ি রাস্তায় বের করছে না । EMI দেবে কোথা থেকে । অটোচালক নির্মল বর্মণ বলেন, 4 হাজার 250 টাকা EMI দিতে হয় । গত 3 মাস তা দিতে হয়নি । তবে, জুলাই মাস পড়তেই ফিনান্স কম্পানিগুলির ফোন ক‍রছে । যাত্রী হয় না । কোথা থেকে EMI দেব । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । অটোচালক আজিদুল শেখ বলেন, গত কয়েকদিন ধরে ফিনান্স কম্পানি থেকে ফোন আসছে । যাত্রী হয় না । কোথা থেকে টাকা দেব । অন্য এক অটোচালক শংকর রক্ষিত বলেন, ''অধিকাংশ অটোই ফিনান্সে নেওয়া হয় । তেল খরচ ওঠে না । EMI দেবে কোথা থেকে । তাই তাদের যাতে ফিনান্সের দিকটা কেন্দ্র ও রাজ্য সরকার এগিয়ে আসে সেই দাবিই তুলেছেন অটোচালকেরা । এই বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, এবিষয়ে তিনি কিছু জানেন না । তবে বিযয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।

Last Updated : Jul 19, 2020, 5:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.