ETV Bharat / state

Dinhata Murder : তৃণমূল কর্মীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, দিনহাটায় খুন বিজেপি নেতার বাবা - father of bjp worker hack to death allegedly by tmc at Dinhata

রবিবার দুপুরে রাগে অগ্নিশর্মা হয়ে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপচন্দ্র অধিকারীর খোঁজে তাঁর বাড়িতে হাজির হন সুশান্ত বর্মন ৷ অভিযোগ, তাঁকে না পেয়ে বিজেপি নেতার বাবা বিনোদচন্দ্র অধিকারীকে দা দিয়ে কোপাতে থাকেন ওই তৃণমূল নেতা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের (Dinhata Murder) ৷

Cooch Behar Murder
Cooch Behar Murder
author img

By

Published : Dec 26, 2021, 10:35 PM IST

দিনহাটা, 26 ডিসেম্বর : এলাকার তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল এক বিজেপি নেতার ৷ আর এই কেলেঙ্কারির জেরে প্রাণ হারালেন একজন ৷ ওই বিজেপি নেতাকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকেই দা দিয়ে কোপাল তৃণমূল কর্মী ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিনোদচন্দ্র অধিকারী নামে 70 বছরের ওই বৃদ্ধের ৷ তিনিও এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত ৷ রবিবার দুপুরে দিনহাটা-2 ব্লকের কিশামত দশগ্রামে এই ঘটনা ঘটে (father of bjp worker hack to death allegedly by tmc at Dinhata) ৷

দিনহাটা-2 ব্লকের তৃণমূল নেতা বলে পরিচিত বছর তিরিশের সুশান্ত বর্মন ৷ সম্প্রতি তিনি সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, এলাকার বিজেপি নেতা প্রদীপচন্দ্র অধিকারীর সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ৷ অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বাড়িতে থাকছিলেন না তিনি ৷ রবিবার দুপুরে রাগে অগ্নিশর্মা হয়ে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপচন্দ্র অধিকারীর খোঁজে তাঁর বাড়িতে হাজির হন সুশান্ত বর্মন ৷ অভিযোগ, তাঁকে না পেয়ে বিজেপি নেতার বাবা বিনোদচন্দ্র অধিকারীকে দা দিয়ে কোপাতে থাকেন ওই তৃণমূল নেতা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দিনহাটা হাসপাতালে পাঠায় (Dinhata Murder) ৷

আরও পড়ুন : Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন

মৃত বৃদ্ধের বড় ছেলে গোপাল অধিকারীর অভিযোগ, তাঁর পরিবার বিজেপি করে বলেই তাঁদের উপর এই আক্রমণ (extramarital affair led to murder in Dinhata) ৷ যদিও দিনহাটা তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘একটা পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷’’ ঘটনায় অভিযুক্ত যুবক সুশান্ত বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার জেরে গোটা এলাকা থমথমে ৷

দিনহাটা, 26 ডিসেম্বর : এলাকার তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল এক বিজেপি নেতার ৷ আর এই কেলেঙ্কারির জেরে প্রাণ হারালেন একজন ৷ ওই বিজেপি নেতাকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকেই দা দিয়ে কোপাল তৃণমূল কর্মী ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিনোদচন্দ্র অধিকারী নামে 70 বছরের ওই বৃদ্ধের ৷ তিনিও এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত ৷ রবিবার দুপুরে দিনহাটা-2 ব্লকের কিশামত দশগ্রামে এই ঘটনা ঘটে (father of bjp worker hack to death allegedly by tmc at Dinhata) ৷

দিনহাটা-2 ব্লকের তৃণমূল নেতা বলে পরিচিত বছর তিরিশের সুশান্ত বর্মন ৷ সম্প্রতি তিনি সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, এলাকার বিজেপি নেতা প্রদীপচন্দ্র অধিকারীর সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ৷ অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বাড়িতে থাকছিলেন না তিনি ৷ রবিবার দুপুরে রাগে অগ্নিশর্মা হয়ে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপচন্দ্র অধিকারীর খোঁজে তাঁর বাড়িতে হাজির হন সুশান্ত বর্মন ৷ অভিযোগ, তাঁকে না পেয়ে বিজেপি নেতার বাবা বিনোদচন্দ্র অধিকারীকে দা দিয়ে কোপাতে থাকেন ওই তৃণমূল নেতা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে দিনহাটা হাসপাতালে পাঠায় (Dinhata Murder) ৷

আরও পড়ুন : Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন

মৃত বৃদ্ধের বড় ছেলে গোপাল অধিকারীর অভিযোগ, তাঁর পরিবার বিজেপি করে বলেই তাঁদের উপর এই আক্রমণ (extramarital affair led to murder in Dinhata) ৷ যদিও দিনহাটা তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘একটা পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷’’ ঘটনায় অভিযুক্ত যুবক সুশান্ত বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার জেরে গোটা এলাকা থমথমে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.