ETV Bharat / state

Fake Doctor : ফের ভুয়ো চিকিৎসক গ্রেফতার কোচবিহারে - Fake Doctor

ভুয়ো ডাক্তারের হদিশ কোচবিহারে ৷ শুক্রবার রাতে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার হয়েছে (Fake Doctor Arrested in Cooch Behar) ৷ ধৃতের নাম শ্রীনিবাস ঘোষ ৷ বয়স ৪৫ বছর । তার বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চন্দনচৌড়া গ্রামে ৷ হোমিওপ্যাথি ওষুধের দোকানে রোগী দেখত ৷

Fake Doctor Arrested in Cooch Behar
Fake Doctor Arrested in Cooch Behar
author img

By

Published : Mar 12, 2022, 10:29 PM IST

কোচবিহার, 12 মার্চ : আরও এক ভুয়ো ডাক্তারের হদিশ কোচবিহারে । শুক্রবার রাতে তাকে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে (Fake Doctor Arrested in Cooch Behar) ।

ধৃতের নাম শ্রীনিবাস ঘোষ ৷ বয়স ৪৫ বছর । তার বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চন্দনচৌড়া গ্রামে । ভুয়ো ডাক্তার বাসস্ট্যান্ড এলাকার একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে রোগী দেখত বলে জানা গিয়েছে । লন্ডন থেকে এমবিবিএস করে এসেছে বলে সে পুলিশকে জানিয়েছে ।

আরও পড়ুন : New Market Fire : নিউ মার্কেট এলাকায় গেস্ট হাউসে আগুন, মৃত 1 বাংলাদেশি নাগরিক

শনিবার ধৃতকে কোচবিহার আদালতে তোলা হলে দু'দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় । জানা গিয়েছে, এর আগেও কোচবিহার শহরের বিভিন্ন এলাকা থেকে বেশকিছু ভুয়ো চিকিৎসকে গ্রেফতার করেছিল পুলিশ । বিশেষ করে বাস স্ট্যান্ড ও ডক্টরস লেনে বেশকিছু ভুয়ো চিকিৎসক ছিল ।

আরও পড়ুন : West Bengal Weather Update : রাতে ঠান্ডা, দিনে গরম চলবে আরও কিছুদিন

গ্রাম থেকে আসা রোগীরা দালালের খপ্পরে পরে ওই চিকিৎসকদের কাছে আসত । কয়েকমাস আগে ডক্টরস লেন থেকে এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হয় । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই শুক্রবার রাতে ফের এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হল ৷

কোচবিহার, 12 মার্চ : আরও এক ভুয়ো ডাক্তারের হদিশ কোচবিহারে । শুক্রবার রাতে তাকে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে (Fake Doctor Arrested in Cooch Behar) ।

ধৃতের নাম শ্রীনিবাস ঘোষ ৷ বয়স ৪৫ বছর । তার বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চন্দনচৌড়া গ্রামে । ভুয়ো ডাক্তার বাসস্ট্যান্ড এলাকার একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে রোগী দেখত বলে জানা গিয়েছে । লন্ডন থেকে এমবিবিএস করে এসেছে বলে সে পুলিশকে জানিয়েছে ।

আরও পড়ুন : New Market Fire : নিউ মার্কেট এলাকায় গেস্ট হাউসে আগুন, মৃত 1 বাংলাদেশি নাগরিক

শনিবার ধৃতকে কোচবিহার আদালতে তোলা হলে দু'দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় । জানা গিয়েছে, এর আগেও কোচবিহার শহরের বিভিন্ন এলাকা থেকে বেশকিছু ভুয়ো চিকিৎসকে গ্রেফতার করেছিল পুলিশ । বিশেষ করে বাস স্ট্যান্ড ও ডক্টরস লেনে বেশকিছু ভুয়ো চিকিৎসক ছিল ।

আরও পড়ুন : West Bengal Weather Update : রাতে ঠান্ডা, দিনে গরম চলবে আরও কিছুদিন

গ্রাম থেকে আসা রোগীরা দালালের খপ্পরে পরে ওই চিকিৎসকদের কাছে আসত । কয়েকমাস আগে ডক্টরস লেন থেকে এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হয় । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই শুক্রবার রাতে ফের এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.