ETV Bharat / state

হোলির আগে ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার, ধৃত ১ - মদ তৈরির উপকরণ সহ এক ব্যক্তিকে হাতে-নাতে ধরল আবগারি দপ্তরের কর্মীরা

কোচবিহারের বক্সিরহাটের বাকলা বাজার এলাকা থেকে উদ্ধার ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ । গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।

image
মদ উদ্ধার
author img

By

Published : Mar 9, 2020, 3:12 PM IST

কোচবিহার, 9 মার্চ : ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন আবগারি দপ্তরের আধিকারিকরা । ধৃতের নাম গণেশ সাহা । বাড়ি বক্সিরহাট থানার মহিষকুচি-2 গ্রাম পঞ্চায়েতের উত্তর বাকলা গ্রামে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ বাকলা বাজার এলাকায় যান আবগারি দপ্তরের আধিকারিকরা । সেই সময়, স্কুটি করে ভেজাল মদ তৈরির উপকরণ নিয়ে উত্তর সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিল গণেশ । তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা । এরপর তার বাড়িতে হানা দিয়ে ভেজাল মদ সহ মদ তৈরির উপকরণও উদ্ধার হয় ।

আবগারি দপ্তরের তুফানগঞ্জ সার্কেলের OC কিশোরকুমার রায় বলেন, ‘‘34টি ভেজাল মদের বোতল, 181টি খালি বোতল, নকল হলগ্রাম স্টিকার, ক্যারামেল, ছিপি ও 20 লিটার স্পিরিট উদ্ধার হয়েছে ৷ আগামী দিনে এই ধরনের অভিযান আরও চালানো হবে বলে আবগারি দপ্তরের তরফে জানানো হয়েছে ।

এদিকে রবিবার রাতে কোচবিহারের খালাসিপট্টিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লখ টাকার মদ বাজেয়াপ্ত করে পুলিশ ।

কোচবিহার, 9 মার্চ : ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন আবগারি দপ্তরের আধিকারিকরা । ধৃতের নাম গণেশ সাহা । বাড়ি বক্সিরহাট থানার মহিষকুচি-2 গ্রাম পঞ্চায়েতের উত্তর বাকলা গ্রামে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ বাকলা বাজার এলাকায় যান আবগারি দপ্তরের আধিকারিকরা । সেই সময়, স্কুটি করে ভেজাল মদ তৈরির উপকরণ নিয়ে উত্তর সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিল গণেশ । তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা । এরপর তার বাড়িতে হানা দিয়ে ভেজাল মদ সহ মদ তৈরির উপকরণও উদ্ধার হয় ।

আবগারি দপ্তরের তুফানগঞ্জ সার্কেলের OC কিশোরকুমার রায় বলেন, ‘‘34টি ভেজাল মদের বোতল, 181টি খালি বোতল, নকল হলগ্রাম স্টিকার, ক্যারামেল, ছিপি ও 20 লিটার স্পিরিট উদ্ধার হয়েছে ৷ আগামী দিনে এই ধরনের অভিযান আরও চালানো হবে বলে আবগারি দপ্তরের তরফে জানানো হয়েছে ।

এদিকে রবিবার রাতে কোচবিহারের খালাসিপট্টিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লখ টাকার মদ বাজেয়াপ্ত করে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.