ETV Bharat / state

Robinson Street Horror: ছেলের মৃতদেহ আগলে মা, রবিনসন স্ট্রিটের ছায়া কোচবিহারে - Mysterious Death

বন্ধ ঘরে মৃত ছেলের দেহ আগলে পড়ে থাকতে দেখা গেল বৃদ্ধাকে । পাড়া পড়শিদের কাছে খবর পেয়ে ছুটে আসেন ওই বৃদ্ধার আত্মীয়স্বজনরা । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ।

Elderly woman guards dead sons body for several days in Cooch Behar
রবিনসন স্ট্রিটের ছায়া কোচবিহারে
author img

By

Published : Nov 13, 2021, 7:02 PM IST

কোচবিহার, 13 নভেম্বর: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার কোচবিহারে । বন্ধ ঘরে মৃত ছেলের দেহ আগলে পড়ে থাকতে দেখা গেল বৃদ্ধাকে । পাড়া পড়শিদের কাছে খবর পেয়ে ছুটে আসেন ওই বৃদ্ধার আত্মীয়স্বজনরা । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ।

কোচবিহার শহরের 14 নম্বর ওয়ার্ডের ম্যাগাজিন রোড এক্সটেনশন এলাকার ঘটনা । গত তিন-চার দিন ধরে ওই বাড়ি থেকে কাউকে বেরোতে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের । কিন্তু সকাল থেকে পচা গন্ধে টেকা যাচ্ছিল না । তাই ওই বৃদ্ধার জামাইকে খবর দেওয়া হয় । তাতেই রহস্যের অবসান হয় ।

আরও পড়ুন: Udayan Guha : সিতাইয়ে গুলি চালানোর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুললেন উদয়ন

স্থানীয়রা জানিয়েছেন, খবর পেয়েই ছুটে আসেন বৃদ্ধার জামাই । কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল । তাই পুলিশকে ফোন করেন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার কে সানুরাজ । পুলিশ এসে দরজা ভাঙতেই দেখা যায়, বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধার ছেলে বিশ্বজিৎ আচার্য (55)-র নিথর দেহ । তার ঠিক পাশেই শুয়ে রয়েছেন অসুস্থ ওই বৃদ্ধা ।

মৃত বিশ্বজিৎ কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মী । তিন-চার দিন আগেই তাঁর মৃত্যু হয় বলে সন্দেহ । এলাকার প্রাক্তন কাউন্সিলর গৌতম কুণ্ডু বলেন, ‘‘কয়েক দিন ধরেই ও অফিসে আসছিল না ৷ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরদের সন্দেহ হয় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷’’

আরও পড়ুন: Dilip Ghosh on Udayan Guha : গরুপাচারকারীদের মৃত্যুতে উদয়নের এত কষ্ট কেন, প্রশ্ন দিলীপের

কোচবিহার, 13 নভেম্বর: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার কোচবিহারে । বন্ধ ঘরে মৃত ছেলের দেহ আগলে পড়ে থাকতে দেখা গেল বৃদ্ধাকে । পাড়া পড়শিদের কাছে খবর পেয়ে ছুটে আসেন ওই বৃদ্ধার আত্মীয়স্বজনরা । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ।

কোচবিহার শহরের 14 নম্বর ওয়ার্ডের ম্যাগাজিন রোড এক্সটেনশন এলাকার ঘটনা । গত তিন-চার দিন ধরে ওই বাড়ি থেকে কাউকে বেরোতে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের । কিন্তু সকাল থেকে পচা গন্ধে টেকা যাচ্ছিল না । তাই ওই বৃদ্ধার জামাইকে খবর দেওয়া হয় । তাতেই রহস্যের অবসান হয় ।

আরও পড়ুন: Udayan Guha : সিতাইয়ে গুলি চালানোর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুললেন উদয়ন

স্থানীয়রা জানিয়েছেন, খবর পেয়েই ছুটে আসেন বৃদ্ধার জামাই । কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল । তাই পুলিশকে ফোন করেন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার কে সানুরাজ । পুলিশ এসে দরজা ভাঙতেই দেখা যায়, বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধার ছেলে বিশ্বজিৎ আচার্য (55)-র নিথর দেহ । তার ঠিক পাশেই শুয়ে রয়েছেন অসুস্থ ওই বৃদ্ধা ।

মৃত বিশ্বজিৎ কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মী । তিন-চার দিন আগেই তাঁর মৃত্যু হয় বলে সন্দেহ । এলাকার প্রাক্তন কাউন্সিলর গৌতম কুণ্ডু বলেন, ‘‘কয়েক দিন ধরেই ও অফিসে আসছিল না ৷ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরদের সন্দেহ হয় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷’’

আরও পড়ুন: Dilip Ghosh on Udayan Guha : গরুপাচারকারীদের মৃত্যুতে উদয়নের এত কষ্ট কেন, প্রশ্ন দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.