কোচবিহার, 5 মে : ডিওয়াইএফআইয়ের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকা (Cooch Behar DYFI) । বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা কমিটির ডাকে একাধিক দাবিতে ডিএম অফিস অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই (DYFI protests in Cooch Behar) ৷ কোচবিহার শহর পরিক্রমা করে মিছিল জেলাশাসকের দফতরে এসে পৌঁছলে পুলিশ বাধা দেয় ৷ তখনই যুব সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের ৷
এই ঘটনায় যুব কমরেডরা পরপর দুটি ব্যারিকেড ভেঙে ফেলেন এবং ডিএম অফিস চত্বরে পুলিশের লাঠির আঘাতে সংগঠনের বেশ কয়েকজন কর্মী আহত হন । এরপর সেখানে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থকরা । পরে যুব সংগঠনের তরফে একটি প্রতিনিধিদল জেলাশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন । এসএসসি ও পিএসসিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা ও দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা ৷
আরও পড়ুন : DYFI New GS : সর্বভারতীয় স্তরে বাঙালির নেতৃত্বেই ফের আস্থা রাখতে চলেছে ডিওয়াইএফআই
এছাড়াও কোচবিহারে ভারী শিল্প স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, চকচকায় জুট পার্ক তৈরি করা, অবিলম্বে কোচবিহারে বিমান পরিষেবা চালু করা, দিনহাটা 2নং ব্লকে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন-পাঠন চালু, সিতাইতে কলেজ স্থাপন, মাথাভাঙা ও তুফানগঞ্জে মহিলা কলেজ স্থাপন, দিনহাটার পুঁটিমারিতে স্টেডিয়ামের কাজ চালু করা, বক্সীরহাটের রসিকবিল পর্যটন কেন্দ্রের সৌন্দর্য্য পুনরায় ফিরিয়ে আনা, শীতলকুচি ব্লকে কৃষকের স্বার্থে হিমঘর স্থাপন, আমবাড়ির খোলটাতে ইকো পার্কের সৌন্দর্য বাড়ানো, ঘোকসাডাঙা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে শিশু বিভাগ চালু করা, হলদিবাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংখ্যা বাড়ানো ও বহুমুখী হিমঘর চালুর দাবি জানানো হয় স্মারকলিপিতে ।
বৃহস্পতিবারের এই অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক সুধাংশু প্রামাণিক, সভাপতি শম্ভু চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য পূরবী মিত্র ও শুভ্রালোক দাস প্রমুখ । সংগঠনের জেলা সভাপতি শম্ভু চৌধুরী বলেন, "দীর্ঘদিন ধরে এসএসসিতে নিয়োগ হচ্ছে না । বেকারদের কর্মসংস্থানের কোনও ব্যবস্থা নেই । এছাড়া বিভিন্ন দাবিতে এদিন আন্দোলনে নামা হয়েছে ।"
আরও পড়ুন : DYFI Initiation for Employment : বেকারদের বিকল্প কর্মসংস্থানের জন্য ডিওয়াইএফআইয়ের অভিনব প্রয়াস