কোচবিহার , 3 জুলাই : সেতু ভেঙে নদীতে তলিয়ে গেলএকটি পাথর বোঝাই ডাম্পার । কোচবিহার-এক নম্বর ব্লকের পুটিমারি-ফুলেশ্বরী গ্রামপঞ্চায়েতের কলাভাঙা এলাকার ঘটনা ৷ যদিও ডাম্পারের চালক কোনওরকমে প্রাণে বেঁচেছেন ।
কোচবিহারের পুটিমারি-ফুলেশ্বরী এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছিল । ওই এলাকায় ধরলা নদীর উপর একটি 50 মিটারের দুর্বল সেতু দিয়ে ভারী গাড়িযাতায়াত নিষিদ্ধ করা হয়েছিল ৷ কিন্তু রাস্তার কাজের মালপত্র নিয়ে সেই সেতুর উপরদিয়ে প্রায়ই গাড়ি যাতায়াত চলছিল । আজ সকালে 9 টা নাগাদ পাথর বোঝাই দুটি ডাম্পারপরপর সেতুর উপর দিয়ে যাচ্ছিল । প্রথম ডাম্পারটা বেরিয়ে যেতে পারলেও দ্বিতীয়ডাম্পারটি হঠাৎ সেতু ভেঙে নদীতে তলিয়ে যায় । তবে চালকের সেরকম কোনও ক্ষতি হয়নি ৷ডাম্পার থেকে বেরিয়ে কোনওরকমে প্রাণে বাঁচেন তিনি ।
![Coochbehar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-crb-01-bridge-broken-01-7205341_03072020132635_0307f_1593762995_101.jpg)
স্থানীয় পুটিমারি - ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত প্রধান আলেনা বিবি বলেন , "সেতু দুর্বল হওয়া সত্ত্বেও ওই সেতুর ওপর দিয়ে ডাম্পার যাচ্ছিল । হঠাৎ করেই একটি ডাম্পার সেতু ভেঙে নদীতে পড়ে যায় । গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে । " এলাকার বিধায়ক মিহির গোস্বামী বলেন , "খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি । সেতু ভেঙে যাওয়ায় দু'পারের যাতায়াত বন্ধ হয়ে গেল । বিকল্প উপায় খোঁজা হচ্ছে । "